সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনার কি মনে আছে?

আপনার কি মনে আছে?

আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকা মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তা হলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

মহিলাদের সঙ্গে কীভাবে আচরণ করা উচিত, এই বিষয়ে আমরা যিহোবার কাছ থেকে কী শিখি?

যিহোবা মহিলাদের সঙ্গে পক্ষপাতিত্ব করেন না। তিনি মহিলাদের চেয়ে পুরুষদের যে বেশি পছন্দ করেন, এমন নয়। যিহোবা মহিলাদের কথা শোনেন এবং এই বিষয়টা খেয়াল রাখেন যে, তারা কেমন অনুভব করছে এবং কোন বিষয়ে তারা দুশ্চিন্তা করছে। যিহোবা তাদের উপর আস্থা রাখেন, তাই তিনি তাদের আলাদা আলাদা কাজ দেন।—প্রহরীদুর্গ ২৪.০১, পৃষ্ঠা ১৫-১৬.

আমরা ইফিষীয় ৫:৭ পদে দেওয়া পরামর্শ কীভাবে কাজে লাগাতে পারি, যেখানে বলা আছে, “তোমরা তাদের মতো কাজ কোরো না”?

প্রেরিত পৌল আমাদের সাবধান করছিলেন যেন আমরা এমন লোকদের সঙ্গে মেলামেশা না করি, যাদের কারণে যিহোবার মান মেনে চলা আমাদের জন্য কঠিন হবে। এদের মধ্যে সেই ব্যক্তিরা থাকতে পারে, যাদের সঙ্গে আমরা অনেক সময় কাটাই এবং যাদের সঙ্গে আমরা সোশ্যাল মিডিয়াতে কথা বলি।—প্রহরীদুর্গ ২৪.০৩, পৃষ্ঠা ২২-২৩.

আমাদের কোন ধরনের মিথ্যা কথা প্রত্যাখান করা উচিত?

আমাদের কোনো বন্ধু হয়তো একটা খবর দিয়েছে, কিন্তু সে জানে না, তা সত্য কি না অথবা কোনো অপরিচিত ব্যক্তি আমাদের কোনো ই-মেল পাঠিয়েছে কিংবা কোনো ধর্মভ্রষ্ট ব্যক্তি সত্য জানার ভান করছে। আমাদের এই সমস্ত কিছু থেকে সাবধান থাকা উচিত।—প্রহরীদুর্গ ২৪.০৪, পৃষ্ঠা ১২.

রাজা শলোমন, সদোম ও ঘমোরার লোকদের এবং জলপ্লাবনে ধ্বংস হয়ে যাওয়া লোকদের যিহোবা যে-বিচার করবেন, সেই বিষয়ে আমরা কী জানি এবং কী জানি না?

আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে, যিহোবা তাদের চিরকালের জন্য ধ্বংস করে দিয়েছেন। কিন্তু, আমরা এটা জানি, যিহোবা সমস্ত কিছু জানেন এবং তিনি অত্যন্ত করুণাময়।—প্রহরীদুর্গ ২৪.০৫, পৃষ্ঠা ৩-৪.

যিহোবা আমাদের “শৈল,” এটা জেনে আমরা কোন বিষয়ে নিশ্চিত হই? (দ্বিতীয়. ৩২:৪)

আমরা যিহোবার কাছে আশ্রয় নিতে পারি। তিনি নির্ভরযোগ্য এবং নিজের সমস্ত প্রতিজ্ঞা পূরণ করেন আর তিনি শৈলের মতো স্থির থাকেন, তাঁর ব্যক্তিত্ব এবং উদ্দেশ্য কখনো পরিবর্তন হয় না।—প্রহরীদুর্গ ২৪.০৬, পৃষ্ঠা ২৬-২৮.

কীভাবে আপনি নতুন মণ্ডলীতে মানিয়ে নিতে পারেন?

যিহোবার উপর আস্থা রাখুন। তিনি যেভাবে অতীতে তাঁর উপাসকদের সাহায্য করেছিলেন, সেভাবে আপনাকেও সাহায্য করবেন। আপনি নতুন মণ্ডলীর তুলনা পুরোনো মণ্ডলীর সঙ্গে করবেন না। ভাই-বোনদের মাঝে থাকুন এবং মণ্ডলীর কাজে সাহায্য করুন। এ ছাড়া, নতুন বন্ধু তৈরি করার চেষ্টা করুন।—প্রহরীদুর্গ ২৪.০৭, পৃষ্ঠা ২৬-২৮.

মথি ২৫ অধ্যায়ে দেওয়া তিনটে দৃষ্টান্ত থেকে আমরা কী শিখি?

মেষ ও ছাগের দৃষ্টান্ত থেকে আমরা শিখি যে, আমাদের যিহোবার প্রতি বিশ্বস্ত থাকতে হবে। বুদ্ধিমান ও নির্বোধ কুমারীর দৃষ্টান্ত থেকে আমরা শিখি, আমাদের সতর্ক থাকতে হবে এবং অপেক্ষা করার জন্য প্রস্তুত থাকতে হবে। আর তালন্তের দৃষ্টান্ত থেকে আমরা শিখি, আমাদের পরিশ্রমী হতে হবে এবং মনপ্রাণ দিয়ে যিহোবার সেবা করে চলতে হবে।—প্রহরীদুর্গ ২৪.০৯, পৃষ্ঠা ২০-২৪.

শলোমনের মন্দিরের বারান্দার উচ্চতা কত ছিল?

কিছু পুরোনো পাণ্ডুলিপিতে ২ বংশাবলি ৩:৪ পদে বারান্দার উচ্চতা “১২০” অর্থাৎ ১৭৫ ফুট (৫৩ মিটার) লেখা রয়েছে। কিন্তু, কিছু সুপরিচিত ও নির্ভরযোগ্য পাণ্ডুলিপিতে সেটার উচ্চতা “২০ হাত” লেখা রয়েছে অর্থাৎ প্রায় ৩০ ফুট (৯ মিটার)। মন্দিরের দেওয়াল যতটা পুরু, তা থেকে বোঝা যায় যে, বারান্দার উচ্চতা এতই হবে।—প্রহরীদুর্গ ২৪.১০, পৃষ্ঠা ৩১.

একজন পরিচারক দাস যেন “এক স্ত্রীর স্বামী হন,” এর মানে কী? (১ তীম. ৩:১২)

এর মানে হল, তার শুধুমাত্র একজন নারীকেই বিয়ে করা উচিত এবং কারো সঙ্গে যৌন অনৈতিকতায় রত হওয়া উচিত নয়। এ ছাড়া, তার কখনোই কোনো মহিলাকে খারাপ দৃষ্টিতে দেখা আর সেইসঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করা উচিত নয়।—প্রহরীদুর্গ ২৪.১১, পৃষ্ঠা ১৯.

কেন আমরা বলতে পারি, যোহন ৬:৫৩ পদে যিশু এটা বলছিলেন না যে, প্রভুর সান্ধ্যভোজ কীভাবে পালন করা উচিত?

যোহন ৬:৫৩ পদে মনুষ্যপুত্রের মাংস ও রক্ত খাওয়ার কথা বলা হয়েছে। যিশু এই কথাটা ৩২ সালে গালীলে সেই যিহুদিদের বলেছিলেন, যারা তাঁর উপর বিশ্বাস করত না। কিন্তু, এই কথা বলার এক বছর পর যিশু জেরুসালেমে প্রভুর সান্ধ্যভোজ প্রবর্তন করেছিলেন এবং তখন তিনি সেই লোকদের সঙ্গে কথা বলছিলেন, যারা তাঁর সঙ্গে স্বর্গে শাসন করবে।—প্রহরীদুর্গ ২৪.১২, পৃষ্ঠা ১০-১১.