পাঠকদের কাছ থেকে প্রশ্ন
১ তীমথিয় ৫:২১ পদে বলা ‘মনোনীত স্বর্গদূতেরা’ আসলে কারা?
প্রেরিত পৌল তার সহপ্রাচীন তীমথিয়কে লিখেছিলেন, “আমি ঈশ্বরের, খ্রিস্ট যিশুর এবং মনোনীত স্বর্গদূতদের সামনে তোমাকে দৃঢ়ভাবে আদেশ দিচ্ছি, তুমি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, সমস্ত কিছু সতর্কতার সঙ্গে পরীক্ষা করার পর, পক্ষপাত না করে এইসমস্ত নির্দেশনা পালন করো।”—১ তীম. ৫:২১.
সবচেয়ে প্রথমে আসুন আমরা দেখি যে, এই স্বর্গদূতেরা কারা হতে পারে না। স্পষ্টতই, এই স্বর্গদূতেরা ১,৪৪,০০০ জন অভিষিক্ত খ্রিস্টান হতে পারে না। কেন? কারণ পৌল যখন তীমথিয়কে এই কথাগুলো লিখেছিলেন, তখনও পর্যন্ত কোনো অভিষিক্ত খ্রিস্টানকেই স্বর্গে পুনরুত্থিত করা হয়নি। প্রেরিতেরা এবং অন্যান্য অভিষিক্ত খ্রিস্টান তখনও পর্যন্ত আত্মিক প্রাণী হয়নি, তাই তারা ‘মনোনীত স্বর্গদূত’ হতে পারে না।—১ করি. ১৫:৫০-৫৪; ১ থিষল. ৪:১৩-১৭; ১ যোহন ৩:২.
এই ‘মনোনীত স্বর্গদূতেরা’ সেই স্বর্গদূতেরাও হতে পারে না, যারা জলপ্লাবনের সময় যিহোবার বাধ্য হয়নি। সেই দুষ্ট স্বর্গদূতেরা শয়তানের পক্ষ নিয়েছিল এবং যিশুর শত্রু হয়ে উঠেছিল। (আদি. ৬:২; লূক ৮:৩০, ৩১; ২ পিতর ২:৪) ভবিষ্যতে তাদের ১,০০০ বছরের জন্য অতল গহ্বরে ফেলে দেওয়া হবে আর পরিশেষে শয়তানের সঙ্গে তাদেরও ধ্বংস করে দেওয়া হবে।—যিহূদা ৬; প্রকা. ২০:১-৩, ১০.
তাই, পৌল যে-“মনোনীত স্বর্গদূতদের” কথা বলেছিলেন, তারা নিশ্চয়ই সেই স্বর্গদূত, যারা স্বর্গে থাকে এবং ‘ঈশ্বর’ ও ‘খ্রিস্ট যিশুকে’ সমর্থন করে। এই কারণে ১ তীমথিয় ৫:২১ পদে ঈশ্বর ও যিশুর সঙ্গে এই স্বর্গদূতদের কথা উল্লেখ করা হয়েছে।
স্বর্গে লক্ষ লক্ষ বিশ্বস্ত স্বর্গদূত রয়েছে। (ইব্রীয় ১২:২২, ২৩) এমনটা মনে করা হয় যে, যিহোবা প্রত্যেক স্বর্গদূতকে আলাদা আলাদা কার্যভার দেন। (প্রকা. ১৪:১৭, ১৮) মনে করে দেখুন, একবার একজন স্বর্গদূতকে ১,৮৫,০০০ অশূরীয় সৈন্যকে মেরে ফেলার কার্যভার দেওয়া হয়েছিল। (২ রাজা. ১৯:৩৫) হয়তো অনেক স্বর্গদূত যিশুর “রাজ্য থেকে সেইসমস্ত ব্যক্তিকে সংগ্রহ করে আলাদা করবে, যারা অন্যদের পাপ করতে পরিচালিত করে এবং যারা মন্দ কাজ করে চলে।” (মথি ১৩:৩৯-৪১) আর কিছু স্বর্গদূত হয়তো “তাঁর মনোনীত ব্যক্তিদের” স্বর্গে যাওয়ার জন্য “একত্র করবেন।” (মথি ২৪:৩১) এ ছাড়া, কিছু স্বর্গদূতকে এই আদেশ দেওয়া হয়েছে, তারা যেন ‘আমাদের সমস্ত পথে সুরক্ষিত রাখেন।’—গীত. ৯১:১১; মথি ১৮:১০; তুলনা করুন, মথি ৪:১১; লূক ২২:৪৩.
১ তীমথিয় ৫:২১ পদে যে-“মনোনীত স্বর্গদূতদের” কথা বলা হয়েছে, তারা হয়তো সেই স্বর্গদূত ছিল, যাদের মণ্ডলীগুলোকে সাহায্য করার কার্যভার দেওয়া হয়েছিল। আগের ও পরের পদগুলো পড়লে জানা যায় যে, এখানে পৌল প্রাচীনদের বলছিলেন যে, তাদের কীভাবে নিজেদের দায়িত্বগুলো পালন করা উচিত এবং মণ্ডলীর প্রত্যেককে তাদের প্রতি সম্মান দেখানো উচিত। তিনি বলেছিলেন, প্রাচীনদের “পক্ষপাত না করে” নিজেদের দায়িত্ব পালন করা উচিত এবং সমস্ত কিছু সতর্কতার সঙ্গে পরীক্ষা করার পরই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। পৌল তাদের এও বলেছিলেন, তাদের কেন এই পরামর্শ গুরুত্বের সঙ্গে দেখতে হবে। কারণ প্রাচীনেরা “ঈশ্বরের, খ্রিস্ট যিশুর এবং মনোনীত স্বর্গদূতদের সামনে” সেবা করে অর্থাৎ তাঁরা ও স্বর্গদূতেরা দেখেন যে, কীভাবে প্রাচীনেরা মণ্ডলীর যত্ন নিচ্ছে। তাই আমরা বলতে পারি, কিছু স্বর্গদূতকে মণ্ডলীতে সাহায্য করার কার্যভার দেওয়া হয়েছে। তারা ঈশ্বরের সেবকদের সুরক্ষা জোগায়, প্রচার কাজে সাহায্য করে এবং পৃথিবীতে হওয়া কাজের খবর যিহোবার কাছে পৌঁছে দেয়।—মথি ১৮:১০; প্রকা. ১৪:৬.