সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

কী নিয়ে অধ্যয়ন করতে পারেন?

যিহোবার বিশ্বস্ত সেবকেরা নিজেদের শপথ পূরণ করে

যিহোবার বিশ্বস্ত সেবকেরা নিজেদের শপথ পূরণ করে

বিচারকর্তৃগণের বিবরণ ১১:৩০-৪০ পদ পড়ুন এবং জানুন যে, শপথ বা প্রতিজ্ঞা পূরণ করার বিষয়ে আমরা যিপ্তহ এবং তার মেয়ের কাছ থেকে কী শিখতে পারি।

আরও জানার জন্য আগের ও পরের পদগুলো পড়ুন। একজন বিশ্বস্ত ইজরায়েলীয় ব্যক্তি যখন যিহোবার কাছে শপথ করত, তখন এটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল? (গণনা. ৩০:২) যিপ্তহ এবং তার মেয়ে কীভাবে দেখিয়েছিলেন যে, তাদের যিহোবার উপর বিশ্বাস রয়েছে?—বিচার. ১১:৯-১১, ১৯-২৪, ৩৬.

গবেষণা করুন। যিপ্তহ যখন যিহোবার কাছে শপথ করেছিলেন, তখন তিনি আসলে কোন প্রতিজ্ঞা করছিলেন? (প্রহরীদুর্গ ১৬.০৪ ৭ অনু. ১২) নিজেদের শপথ পূরণ করার জন্য যিপ্তহ এবং তার মেয়ে কোন ত্যাগস্বীকার করেছিলেন? (প্রহরীদুর্গ ১৬.০৪ ৭-৮ অনু. ১৪-১৬) বর্তমানে একজন খ্রিস্টান যিহোবার কাছে কোন প্রতিজ্ঞা করতে পারে?—প্রহরীদুর্গ ১৭.০৪ ৫-৮ অনু. ১০-১৯.

চিন্তা করুন, আপনি কী শিখেছেন। নিজেকে জিজ্ঞেস করুন:

  • ‘নিজের উৎসর্গীকরণের প্রতিজ্ঞা পূরণ করার জন্য আমাকে কী করতে হবে?’ (প্রহরীদুর্গ ২০.০৩ ১৩ অনু. ২০)

  • ‘যিহোবার সেবায় আরও বেশি করার জন্য আমি কোন ত্যাগস্বীকারগুলো করতে পারি?’

  • ‘আমি কী করতে পারি, যাতে বিয়ের শপথ সবসময় রক্ষা করতে পারি?’ (মথি ১৯:৫, ৬; ইফি. ৫:২৮-৩৩)