প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) নভেম্বর ২০১৯

এই সংখ্যায় ২০১৯ সালের ডিসেম্বর মাসের ৩০ তারিখ থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের ২ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

শেষ আসার আগে বন্ধুত্বের এক দৃঢ় বন্ধন গড়ে তুলুন

আমরা যিরমিয়ের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারি, যার বন্ধুরা তাকে যিরূশালেমের ধ্বংসের আগের সময়ে টিকে থাকতে সাহায্য করেছিল।

যেভাবে পবিত্র আত্মা আমাদের সাহায্য করে

ঈশ্বরের পবিত্র আত্মা আমাদের সহ্য করার জন্য সাহায্য করতে পারে। কিন্তু, পবিত্র আত্মার দ্বারা পূর্ণ উপকার লাভ করার জন্য আমাদের অবশ্যই চারটে পদক্ষেপ নিতে হবে।

আপনি কি আপনার ‘বিশ্বাসের ঢালের’ যত্ন নিচ্ছেন?

আমাদের সুরক্ষিত রাখার জন্য আমাদের বিশ্বাস একটা ঢালের মতো কাজ করে। আমাদের বিশ্বাসের ঢাল যে-ভালো অবস্থায় রয়েছে, তা নিশ্চিত করার জন্য আমরা কী করতে পারি?

লেবীয় পুস্তক থেকে আমরা যে-শিক্ষাগুলো লাভ করতে পারি

লেবীয় পুস্তকে সেই আইনগুলো লিপিবদ্ধ রয়েছে, যেগুলো যিহোবা প্রাচীন ইস্রায়েলীয়দের দিয়েছিলেন। খ্রিস্টান হিসেবে আমরা সেই আইনগুলোর অধীনে নেই কিন্তু আমরা সেগুলো থেকে উপকার লাভ করতে পারি।

‘যাহা আরম্ভ করিয়াছ, সেই কার্য্য সমাপ্ত কর’

এমনকী উত্তম সিদ্ধান্ত নেওয়ার পরও আমাদের জন্য সেই অনুযায়ী কাজ করা কঠিন হতে পারে। আপনি যা শুরু করেছেন, তা শেষ করার জন্য সাহায্য করতে পারে, এমন কিছু ব্যাবহারিক পরামর্শের বিষয়ে বিবেচনা করুন।

আপনি কি জানতেন?

বাইবেলের সময়ে গৃহাধ্যক্ষদের ভূমিকা কী ছিল?