সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়নের জন্য পরামর্শ

অধ্যয়নের জন্য পরামর্শ

‘উপাসনার উদ্দেশে গানগুলো’ মুখস্থ করুন

“কখনো কখনো আমি খুব হতাশ হয়ে গেলে যিহোবা আমাকে JW ব্রডকাস্টিং-এর গানগুলোর মাধ্যমে উৎসাহিত করেন।”—আমেরিকাতে থাকা লেরেন।

খ্রিস্টানেরা শুরু থেকেই ঈশ্বরের প্রশংসা করার জন্য তাঁর “উদ্দেশে গান” করে এসেছে। (কল. ৩:১৬) তাই, এই গানগুলো মুখস্থ করলে কেমন হয়! কাল যদি আপনার কাছে গান বই না থাকে অথবা ফোনে গান না থাকে, তা হলেও আপনি এগুলো গাইতে পারবেন। এগুলো মুখস্থ করার জন্য আপনি চাইলে নীচে দেওয়া পদ্ধতিগুলো কাজে লাগিয়ে দেখতে পারেন।

  • গানের কথাগুলো মনোযোগ দিয়ে পড়ুন এবং সেগুলোর মানে বুঝুন। আপনি যখন কোনো কিছু ভালো করে বুঝে যান, তখন সেটা মনে রাখা আরও সহজ হয়ে যায়। আপনি আমাদের গানের কথাগুলো (ভিডিও গান এবং ছোটো ছেলে-মেয়েদের জন্য গানের কথাগুলো) jw.org ওয়েবসাইটে পেয়ে যাবেন। এটা আপনি লাইব্রেরি বিভাগের অধীনে সংগীত-এ পাবেন।

  • গানের কথাগুলো নিজের হাতে লিখুন। আপনি যখন এগুলো নিজে লিখবেন, তখন এগুলো আপনি আরও ভালোভাবে মনে রাখতে পারবেন।—দ্বিতীয়. ১৭:১৮.

  • প্র্যাকটিস করুন। বার বার গানগুলো পড়ুন অথবা গেয়ে প্র্যাকটিস করুন।

  • আপনি কতটা মনে রাখতে পারেন, তা পরীক্ষা করুন। না দেখে গুন গুন করে গান করুন অথবা বলুন। আর তারপর দেখুন, আপনার কতটা মনে আছে।