প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) নভেম্বর ২০২৪

এই সংখ্যায় ২০২৫ সালের জানুয়ারি ৬–ফেব্রুয়ারি ২ সপ্তাহের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

অধ্যয়ন প্রবন্ধ ৪৪

অবিচারের মুখোমুখি হলে আপনি কী করবেন?

২০২৫ সালের জানুয়ারি ৬-১২ সপ্তাহে আলোচনা করা হবে।

অধ্যয়ন প্রবন্ধ ৪৫

জীবনের শেষ সময়ে বলা বিশ্বস্ত ব্যক্তিদের কথা থেকে শিখুন

২০২৫ সালের জানুয়ারি মাসের ১৩-১৯ সপ্তাহে আলোচনা করা হবে।

অধ্যয়ন প্রবন্ধ ৪৬

ভাইয়েরা, আপনারা কি পরিচারক দাস হওয়ার লক্ষ্যে এগিয়ে চলছেন?

২০২৫ সালের জানুয়ারি মাসের ২০-২৬ সপ্তাহে আলোচনা করা হবে।

অধ্যয়ন প্রবন্ধ ৪৭

ভাইয়েরা, আপনারা কি প্রাচীন হওয়ার লক্ষ্যে এগিয়ে চলছেন?

২০২৫ সালের জানুয়ারি মাসের ২৭–ফেব্রুয়ারি ২ সপ্তাহে আলোচনা করা হবে।

জীবনকাহিনি

যুদ্ধ ও শান্তির সময়কালে যিহোবার কাছ থেকে আমরা সাহস পেয়েছি

ভাই পল এবং বোন অ্যান ক্রুডাস বলেন যে, যুদ্ধ চলাকালীন এবং অনেক বড়ো বড়ো সমস্যার সময়ে যিহোবা কীভাবে তাদের যত্ন নিয়েছিলেন এবং তাদের সাহস জুগিয়েছিলেন।

প্রতি সপ্তাহে অধ্যয়ন করার জন্য কী করব?

চারটে পরামর্শ সম্বন্ধে জানুন, যেগুলো কাজে লাগালে আপনি প্রতি সপ্তাহে ব্যক্তিগত অধ্যয়ন করতে পারবেন এবং অনেক উপভোগ করতে পারবেন।

এক ভালো পরিবেশ তৈরি করুন

তিনটে পরামর্শ সম্বন্ধে জানুন, যেগুলোর ফলে আপনি পূর্ণ মনোযোগ দিয়ে অধ্যয়ন করতে পারবেন।