সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়নের জন্য পরামর্শ

এক ভালো পরিবেশ তৈরি করুন

এক ভালো পরিবেশ তৈরি করুন

আপনি কি ব্যক্তিগত অধ্যয়ন থেকে পূর্ণ উপকার লাভ করতে চান? যদি চান, তা হলে এই পরামর্শগুলো কাজে লাগান:

  • সঠিক জায়গা বাছাই করুন। সম্ভব হলে, এমন কোনো জায়গায় অধ্যয়ন করতে পারেন, যেখানে পর্যাপ্ত আলো রয়েছে এবং জিনিসপত্র সঠিকভাবে গোছানো রয়েছে। আপনি চেয়ার-টেবিলে বসে অথবা বাইরে কোনো ভালো জায়গায় বসে অধ্যয়ন করতে পারেন।

  • একান্তে পড়ুন। যিশু প্রার্থনা করার জন্য “খুব ভোরে” উঠতেন এবং “একটা নির্জন জায়গায়” যেতেন। (মার্ক ১:৩৫) আপনার পক্ষে যদি একান্তে অধ্যয়ন করা সম্ভব না নয়, তা হলে আপনার পরিবার এবং আপনার সঙ্গে যারা থাকে, তাদের বলতে পারেন, কখন আপনি অধ্যয়ন করেন। আপনি তাদের অনুরোধ করতে পারেন, যাতে সেই সময়ে তারা শান্ত থাকেন।

  • পূর্ণ মনোযোগ দিন। মনোযোগ বিক্ষিপ্ত হতে দেবেন না। আপনি যদি ফোন অথবা ট্যাবলেটে অধ্যয়ন করেন, তা হলে সেটাকে এমন সেটিং-এ রাখুন, যাতে কোনো কল বা ম্যাসেজ না আসে। অধ্যয়ন করার সময় যদি আপনার কোনো কাজ মনে পড়ে যায়, তা হলে অধ্যয়ন বন্ধ করবেন না। এর পরিবর্তে, সেই কাজটা লিখে রাখুন এবং পরে তা করুন। আপনার যদি মনোযোগ দিতে কঠিন বলে মনে হয়, তা হলে একটু উঠে কোমরটা সোজা করুন অথবা কিছুক্ষণের জন্য হাঁটাহাঁটি করুন।