প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) ফেব্রুয়ারি ২০২৫
এই সংখ্যায় ২০২৫ সালের এপ্রিল ১৪–মে ৪ সপ্তাহের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।
অধ্যয়ন প্রবন্ধ ৬
যিহোবা আমাদের ক্ষমা করেছেন—এর জন্য কৃতজ্ঞ হোন
২০২৫ সালের এপ্রিল মাসের ১৪-২০ সপ্তাহে আলোচনা করা হবে।
অধ্যয়ন প্রবন্ধ ৭
যিহোবা আপনাকে ক্ষমা করেছেন—এর ফলে আপনার কোন উপকার হয়?
২০২৫ সালের এপ্রিল মাসের ২১-২৭ সপ্তাহে আলোচনা করা হবে।
অধ্যয়ন প্রবন্ধ ৮
যিহোবা আপনাকে ক্ষমা করেছেন—আপনিও কি অন্যদের ক্ষমা করবেন?
২০২৫ সালের এপ্রিল মাসে ২৮ থেকে মে মাসের ৪ সপ্তাহে আলোচনা করা হবে।
জীবনকাহিনি
“আমি কখনো একা ছিলাম না”
জানুন, ভাই অ্যাঙ্গালিটো বেলবোয়ার কেন এত আস্থা রয়েছে যে, সমস্যা সত্ত্বেও যিহোবা তার সঙ্গে ছিলেন।
জগতের লোকদের মতো স্বার্থপর হবেন না
বেশিরভাগ লোক মনে করে, অন্যদের চেয়ে তাদের বিশেষ হিসেবে দেখা হোক এবং প্রতিটা বিষয়ের উপর তাদের অধিকার রয়েছে। আসুন কিছু বাইবেলের নীতির উপর মনোযোগ দিই এবং জানার চেষ্টা করি, আমরা কীভাবে এই ধরনের চিন্তাভাবনা করা এড়িয়ে চলতে পারি।
কীভাবে একজন প্রকৃত বন্ধু হওয়া যায়?
বাইবেল বলে যে, এমন প্রকৃত বন্ধুরা রয়েছে, যারা বিপদের সময়ে আপনাকে সাহায্য করতে পারে।
একটা সাধারণ প্রশ্ন, যেটা সবাই জিজ্ঞেস করতে পারে!
মারিয়ার মতো একটা সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করার মাধ্যমে আপনি অনেক বাইবেল অধ্যয়ন খুঁজে পেতে পারেন।.
সমস্যার মধ্যেও সাহসের সঙ্গে কাজ করুন
যিরমিয় এবং এবদ-মেলক যেভাবে সাহসের সঙ্গে কাজ করেছিলেন, সেখান থেকে আমরা কী শিখতে পারি?