একটা সাধারণ প্রশ্ন, যেটা সবাই জিজ্ঞেস করতে পারে!
মারিয়া এবং তার স্বামী জন a যে-দেশে থাকেন, সেখানে ফিলিপিনস থেকে অনেক লোক কাজ করার এবং থাকার জন্য আসে। আর সেই লোকদের সুসমাচার জানাতে তাদের খুব ভালো লাগে। কোভিড-১৯ অতিমারি চলাকালীন মারিয়া অনেক বাইবেল অধ্যয়ন শুরু করেন। তার বাইবেল ছাত্রীরা শুধু সেই দেশেই নয়, কিন্তু সেইসঙ্গে পৃথিবীর অন্যান্য দেশেও রয়েছে। কীভাবে মারিয়া এত বাইবেল অধ্যয়ন খুঁজে পেয়েছেন?
মারিয়া প্রায়ই তার বাইবেল ছাত্রীদের জিজ্ঞেস করেন, “আপনি কি এমন কাউকে জানেন, যে বাইবেল অধ্যয়ন করতে চাইবে?” যদি তারা হ্যাঁ বলত, তা হলে তিনি বলতেন, আমাকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিন। প্রায়ই দেখা গিয়েছে যে, শুধু এই একটা সাধারণ প্রশ্ন করার মাধ্যমে অনেক চমৎকার ফলাফল লাভ করা সম্ভব হয়েছে। কীভাবে? একজন বাইবেল ছাত্র যখন সত্য শিখতে শুরু করে, তখন তার এই বিষয়টা নিজের আত্মীয়স্বজন এবং বন্ধুদেরও বলতে ইচ্ছা করে। আসুন দেখি, এই প্রশ্ন জিজ্ঞেস করার ফলে মারিয়া কোন ফল পেয়েছিলেন।
মারিয়ার বাইবেল ছাত্রী জ্যাসমিন তার চার জন বান্ধবীর সঙ্গে মারিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন ক্রিস্টিন। বাইবেল অধ্যয়ন করে তার এতটাই ভালো লেগেছিল যে, তিনি মারিয়াকে বলেছিলেন, তিনি সপ্তাহে দু-বার বাইবেল অধ্যয়ন করতে চান। মারিয়া যখন তাকে জিজ্ঞেস করেছিলেন, আর কেউ অধ্যয়ন করতে চায় কি না, তখন ক্রিস্টিন বলেন, “হ্যাঁ আমার কিছু বান্ধবী রয়েছে, আপনার সঙ্গে আমি তাদের পরিচয় করিয়ে দেব।” কিছু সপ্তাহ পরই ক্রিস্টিন মারিয়ার সঙ্গে তার চার জন বান্ধবীর পরিচয় করিয়ে দেন, যারা বাইবেল অধ্যয়ন করতে চেয়েছিল। পরবর্তী সময়ে ক্রিস্টিন তার আরও কিছু বান্ধবীর সঙ্গে মারিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন। পরে, সেই বান্ধবীরাও মারিয়াকে আরও কিছু ব্যক্তির নাম বলেছিল।
ক্রিস্টিনের পরিবার ফিলিপিনসে থাকে এবং তিনি চাইতেন যেন তারাও বাইবেল অধ্যয়ন করে। তাই, তিনি তার মেয়ে আনড্রিয়ার সঙ্গে কথা বলেন। প্রথম প্রথম আনড্রিয়ার মনে হত, ‘সাক্ষিরা একটু অদ্ভুত ধরনের লোক। তারা যিশুকে মানে না এবং শুধুমাত্র পুরাতন নিয়ম পড়ে।’ কিন্তু, মাত্র এক বার অধ্যয়ন করার পরই তিনি বুঝতে পারেন যে, সাক্ষিদের সম্বন্ধে তার চিন্তাভাবনা কতটা ভুল ছিল! যখনই তিনি অধ্যয়ন থেকে নতুন কিছু শিখতেন, তখন তিনি বলতেন, “বাইবেলে তো এটা স্পষ্টভাবে বলা হয়েছে, আমাদের এটাই মেনে চলা উচিত!”
কিছু সময়ের মধ্যেই আনড্রিয়া তার সহকর্মী একজন মহিলার এবং তার দু-জন বান্ধবীর বিষয়ে মারিয়াকে বলেন। তারা তিন জনই বাইবেল অধ্যয়ন করতে শুরু করে। আনড্রিয়ার এক পিসির নাম হল অ্যাঞ্জেলা, যিনি অন্ধ ছিলেন। আনড্রিয়া যখনই বাইবেল অধ্যয়ন করতেন, তখন তিনিও শুনতেন, কিন্তু মারিয়া এই বিষয়ে জানতেন না। একদিন অ্যাঞ্জেলা আনড্রিয়াকে বলেন যেন তিনি মারিয়ার সঙ্গে তার পরিচয় করিয়ে দেন। পরে, তার বাইবেল অধ্যয়ন শুরু হয়ে যায়। অ্যাঞ্জেলা অধ্যয়ন করাকে খুবই উপভোগ করতে শুরু করেন। এক মাসের মধ্যেই তিনি অনেক শাস্ত্রপদ মুখস্থ করে ফেলেন আর তিনি সপ্তাহে চার বার অধ্যয়ন করতে চেয়েছিলেন! শুধু তা-ই নয়, তিনি আনড্রিয়ার সাহায্যে অনলাইনে সভাতে যোগ দিতে শুরু করেন।
মারিয়া দেখেন যে, যখনই ক্রিস্টিনের অধ্যয়ন চলত, তখন তার স্বামী জশুয়া আশেপাশেই থাকতেন। তাই, মারিয়া তাকে জিজ্ঞেস করেন: “আপনিও কি আমাদের সঙ্গে বসতে চাইবেন?” জশুয়া বলেন: “আমি কেবল বসে শুনব। আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। যদি আপনি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেন, তা হলে আমি উঠে চলে যাব।” অধ্যয়ন শুরু হয়ে পাঁচ মিনিটও হয়নি, এরই মধ্যে জশুয়া একটার পর একটা প্রশ্ন জিজ্ঞেস করতে থাকেন। তিনি তো তার স্ত্রীর থেকেও বেশি প্রশ্ন জিজ্ঞেস করেন আর বলেন যে, তিনিও বাইবেল অধ্যয়ন করতে চান।
মারিয়া কেবল একটা প্রশ্ন জিজ্ঞেস করার মাধ্যমে অনেক লোকের সঙ্গে দেখা করতে পেরেছেন। তিনি এত বাইবেল অধ্যয়ন খুঁজে পান যে, তিনি কিছু বাইবেল অধ্যয়ন অন্য ভাই-বোনদের দিয়ে দেন। মোট তিনি ২৮ জন ব্যক্তির সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করেন, যারা চারটে আলাদা আলাদা দেশে থাকে।
এই অভিজ্ঞতায় তুলে ধরা মারিয়ার প্রথম ছাত্রী জ্যাসমিন ২০২১ সালের এপ্রিল মাসে বাপ্তিস্ম নেন। ক্রিস্টিন ২০২২ সালের মে মাসে বাপ্তিস্ম নেন আর এরপর তিনি নিজের পরিবারের সঙ্গে থাকার জন্য ফিলিপিনসে ফিরে যান। ক্রিস্টিনের স্বামী জশুয়া এবং তার মেয়ে আনড্রিয়া সত্যে উন্নতি করে চলছে। ক্রিস্টিন যে-দু-জন ব্যক্তির সঙ্গে মারিয়ার পরিচয় করিয়েছিলেন, তারাও বাপ্তিস্ম নিয়ে নিয়েছে। এর কিছু মাস পর অ্যাঞ্জেলা বাপ্তিস্ম নেন এবং এখন তিনি একজন অগ্রগামী হিসেবে সেবা করছেন। মারিয়ার আরও দু-জন ছাত্রী ক্রমাগত সত্য শিখছে এবং তাদের হৃদয়ে যিহোবার প্রতি ভালোবাসা বেড়েই চলেছে।
প্রথম শতাব্দীতে লোকেরা যখন সুসমাচার শুনেছিল, তখন তারা এটাকে নিজেদের মধ্যেই রেখে দেয়নি বরং তারা নিজেদের পরিবার এবং বন্ধুদেরও জানিয়েছিল। (যোহন ১:৪১, ৪২ক; প্রেরিত ১০:২৪, ২৭, ৪৮; ১৬:২৫-৩৩) আপনিও আপনার বাইবেল ছাত্র-ছাত্রী এবং আগ্রহী ব্যক্তিদের কাছে এই প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, “আপনি কি এমন কাউকে জানেন, যে বাইবেল অধ্যয়ন করতে চাইবে?” কী জানি, এই একটা প্রশ্ন জিজ্ঞেস করে আপনি হয়তো অনেক বাইবেল অধ্যয়ন খুঁজে পেতে পারেন!
a নামগুলো পরিবর্তন করা হয়েছে।