কীভাবে একজন প্রকৃত বন্ধু হওয়া যায়?
আপনি কি কখনো একা একা সমস্যার সঙ্গে মোকাবিলা করেছেন? বর্তমানে আমরা এক “কঠিন ও বিপদজনক” সময়ে বাস করছি। আর এই কারণে আমরা কখনো কখনো নিরুৎসাহিত হয়ে পড়ি এবং নিজেকে একা বলে মনে করি। (২ তীম. ৩:১) কিন্তু, চিন্তিত হয়ে পড়বেন না! কারণ বাইবেল বলে, এমন প্রকৃত বন্ধুরা রয়েছে, যারা “বিপদের সময়ে” আপনাকে সাহায্য করতে পারে।—হিতো. ১৭:১৭.
প্রকৃত বন্ধুরা কীভাবে সাহায্য করতে পারে?
প্রেরিত পৌল তার সেই বন্ধুদের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছিলেন, যারা তার সঙ্গে মিশনারি যাত্রায় গিয়েছিল। (কল. ৪:৭-১১) পৌল যখন রোমে বন্দি ছিলেন, তখন তার বন্ধুরা তার জন্য এমন কিছু কাজ করেছিল, যেগুলো তিনি নিজে করতে পারতেন না। যেমন, ইপাফ্রদীত তার জন্য সেই সমস্ত জিনিস নিয়ে এসেছিলেন, যেগুলো ফিলিপীর ভাই-বোনেরা পাঠিয়েছিল। (ফিলি. ৪:১৮) তুখিক পৌলের চিঠিগুলো বিভিন্ন মণ্ডলীতে পৌঁছে দিয়েছিলেন। (কল. ৪:৭) পৌল তার বন্ধুদের সাহায্যেই ঘরে বন্দি থাকার সময়ে এবং কারাগারে থাকার সময়ে যিহোবার সেবা করে যেতে পেরেছিলেন। আপনি কীভাবে একজন প্রকৃত বন্ধু হতে পারেন?
বর্তমানেও আমাদের ভাই-বোনেরা প্রকৃত বন্ধুর মতো একে অন্যকে সাহায্য করে। একটা উদাহরণের উপর মনোযোগ দিন। স্পেনে থাকা এলিজাবেথ নামে একজন বোন নিয়মিত অগ্রগামী হিসেবে সেবা করেন। তার মায়ের যখন ক্যান্সার হয়, তখন একজন বোন প্রকৃত বন্ধুর মতো এলিজাবেথের পাশে ছিলেন। সেই বোন প্রায়ই এলিজাবেথকে উৎসাহিত করার জন্য ম্যাসেজ পাঠাতেন আর সেখানে শাস্ত্রপদও লিখতেন। এলিজাবেথ বলেন, “এই ম্যাসেজগুলোর কারণে আমি কখনো নিজেকে একা বলে মনে করিনি আর প্রতিদিন আমি সমস্যার সঙ্গে মোকাবিলা করার জন্য শক্তি পেতাম।”—হিতো. ১৮:২৪.
আমরা যদি ভাই-বোনদের উপাসনার সঙ্গে জড়িত কাজে সাহায্য করি, তা হলে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব আরও দৃঢ় হবে। যেমন, আপনি কোনো বয়স্ক ভাই অথবা বোনকে সভাতে এবং প্রচারে নিয়ে যেতে পারেন। আপনি যখন এমনটা করবেন, তখন আপনারা দু-জনেই উৎসাহিত হবেন। (রোমীয় ১:১২) কিন্তু, এমন কিছু ভাই-বোনও রয়েছে, যারা বাড়ি থেকে বের হতে পারে না। কীভাবে আপনি এই ভাই-বোনদের প্রকৃত বন্ধু হতে পারেন?
যে-ভাই-বোনেরা বাড়ি থেকে বের হতে পারে না, তাদের প্রকৃত বন্ধু হোন
কিছু ভাই-বোন তাদের স্বাস্থ্যগত সমস্যার কারণে অথবা অন্য কোনো কারণে সভাতে যেতে পারে না। ভাই ডেভিডের উদাহরণের উপর মনোযোগ দিন। তিনি লিম্ফোমা নামে একটা কঠিন রোগে আক্রান্ত হন, যেটার কারণে তাকে প্রায় ছয় মাস কেমোথেরাপি নিতে হয়েছিল। সেই সময়ে তিনি এবং তার স্ত্রী লিডিয়া অনলাইনের মাধ্যমে সভায় যোগ দিতেন।
মণ্ডলীর বন্ধুরা কীভাবে তাদের পাশে ছিল? প্রতিটা সভার পরে কিংডম হলে থাকা কিছু ভাই-বোন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাই ডেভিড ও বোন লিডিয়ার সঙ্গে কথা বলার জন্য সময় করে নিত। আর ভাই ডেভিড ও বোন লিডিয়া যখন সভাতে উত্তর দিতেন, তখন ভাই-বোনেরা পরে ম্যাসেজ করে তাদের প্রশংসা করত। এর ফলে, তারা এমনটা মনে করেননি যে, তারা ভাই-বোনদের থেকে দূরে আছেন বা তারা একা।
যে-ভাই-বোনেরা বাড়ি থেকে বের হতে পারে না, আমরা কি তাদের সঙ্গে প্রচার করার পরিকল্পনা করতে পারি? হতে হিতো. ৩:২৭) আপনি কি তাদের সঙ্গে চিঠি লিখে বা ফোনের মাধ্যমে প্রচার করতে পারেন? যারা বাড়ি থেকে বের হতে পারে না, তারা অনলাইনের মাধ্যমেও ক্ষেত্রের পরিচর্যা সভায় যোগ দিতে পারে। ডেভিড ও লিডিয়া এই ব্যবস্থার কারণে অনেক উপকার লাভ করেছিলেন। ডেভিড বলেন, “অল্প সময়ের জন্য হলেও, সেই সভাতে যোগ দেওয়ার ফলে এবং একসঙ্গে প্রার্থনা করে আমরা অনেক উৎসাহিত হতাম।” যে-ভাই-বোনেরা বাড়ি থেকে বের হতে পারে না, তাদের জিজ্ঞেস করুন, আপনি আপনার বাইবেল ছাত্রকে তাদের বাড়িতে ডাকতে পারেন কি না। তারা যদি রাজি হয়, তা হলে আপনি কখনো কখনো তাদের সঙ্গে সেখানে বাইবেল অধ্যয়ন করতে পারেন।
পারে, এটা করার জন্য আমাদের তালিকায় কিছু রদবদল করতে হবে। আমরা যখন এমনটা করব, তখন ভাই-বোনেরা এটা বুঝতে পারবে যে, আমরা তাদের ভুলে যাইনি। (আমরা যখন সেই ভাই-বোনদের সঙ্গে সময় কাটাব, যারা বাড়ি থেকে বের হতে পারে না, তখন আমরা তাদের আরও ভালোভাবে জানতে পারব। আমরা তাদের ভালো গুণগুলো দেখতে পাব আর এর ফলে আমরা তাদের আরও ভালো বন্ধু হয়ে উঠতে পারব। উদাহরণ স্বরূপ, আমরা যখন তাদের সঙ্গে প্রচার করব, তখন আমরা দেখব যে, তারা কীভাবে বাইবেল ভালোভাবে ব্যবহার করে এবং লোকদের যিহোবার নিকটবর্তী হতে সাহায্য করে। এর ফলে, তাদের প্রতি আমাদের সম্মান আরও বেড়ে যাবে। এভাবে আপনি যখন উপাসনার সঙ্গে জড়িত কাজগুলোতে ভাই-বোনদের সাহায্য করবেন, তখন আপনি অনেক ভালো বন্ধু পাবেন।—২ করি. ৬:১৩.
পৌল যখন কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন, তখন তীত তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এর ফলে, পৌল অনেক সান্ত্বনা লাভ করেছিলেন। (২ করি. ৭:৫-৭) এই ঘটনা থেকে আমরা কী শিখতে পারি? ভাই-বোনেরা যখন কঠিন পরিস্থিতির মধ্যে থাকে, তখন আমাদের কেবল কথার মাধ্যমেই নয়, কিন্তু সেইসঙ্গে তাদের পাশে থেকে তাদের উৎসাহিত করতে হবে। এ ছাড়া, আমাদের পক্ষে যা করা সম্ভব, তা করার মাধ্যমে তাদের সাহায্য করতে হবে।—১ যোহন ৩:১৮.
যারা তাড়নার মুখোমুখি হচ্ছে, তাদের প্রকৃত বন্ধু হোন
রাশিয়ার ভাই-বোনেরা একে অপরকে সাহায্য করার ক্ষেত্রে আমাদের জন্য এক চমৎকার উদাহরণ রেখেছে। ভাই সেরগে এবং তার স্ত্রী তাতিয়ানার উদাহরণের উপর মনোযোগ দিন। একবার পুলিশ তাদের বাড়িতে তল্লাশি করে এবং তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য ধরে নিয়ে যায়। বোন তাতিয়ানাকে প্রথমে ছেড়ে দেওয়া হয় আর তিনি বাড়িতে ফিরে আসেন। ভাই সেরগে বলেন, “তাতিয়ানা বাড়ি ফেরা মাত্রই একজন বোন সাহস করে তার সঙ্গে দেখা করতে আসেন। এরপর, আরও কিছু বন্ধু আমাদের বাড়িতে আসে এবং সব কিছু পরিষ্কার করতে ও জিনিসপত্র গুছিয়ে রাখতে আমাদের সাহায্য করে।”
ভাই সেরগে এও বলেন, “হিতোপদেশ ১৭:১৭ পদ সবসময় আমার প্রিয় একটা শাস্ত্রপদ, যেখানে লেখা আছে, ‘প্রকৃত বন্ধু সবসময় ভালোবাসা দেখায় আর সে বিপদের সময়ে নিজের ভাই বলে প্রমাণিত হয়।’ তাড়নার এই সময়ে আমার বন্ধুদের খুব প্রয়োজন ছিল আর আমি দেখেছি, এই শাস্ত্রপদে লেখা কথাগুলো কতই-না সত্য! যিহোবা আমাকে এমন বন্ধুদের দিয়েছেন, যারা সাহসের সঙ্গে আমার পাশে থেকে আমাকে সাহায্য করেছে।” a
বর্তমানে এই কঠিন সময়ে আমাদের প্রকৃত বন্ধুদের খুবই প্রয়োজন। আর ভবিষ্যতে মহাক্লেশের সময়ে আমাদের আরও বেশি করে তাদের প্রয়োজন হবে। তাই আসুন, এখন থেকেই আমরা একে অপরের প্রকৃত বন্ধু হওয়ার জন্য আমাদের যথাসাধ্য করি।—১ পিতর ৪:৭, ৮.
a jw.org ওয়েবসাইট থেকে “Jehovah Has Provided Friends Who Are Fearlessly at My Side” শিরোনামের প্রবন্ধটা দেখুন।