সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

কী নিয়ে অধ্যয়ন করতে পারেন?

সমস্যার মধ্যেও সাহসের সঙ্গে কাজ করুন

সমস্যার মধ্যেও সাহসের সঙ্গে কাজ করুন

যিরমিয় ৩৮:১-১৩ পদ পড়ুন আর জানুন যে, আপনি ভাববাদী যিরমিয় এবং নপুংসক এবদ-মেলকের কাছ থেকে সাহসের সঙ্গে কাজ করার বিষয়ে কী শিখতে পারেন।

আরও জানার জন্য আগের ও পরের পদগুলো পড়ুন। যিরমিয় লোকদের যিহোবার বার্তা জানানোর জন্য কীভাবে সাহসের সঙ্গে কাজ করেছিলেন? (যির. ২৭:১২-১৪; ২৮:১৫-১৭; ৩৭:৬-১০) তার বার্তা শুনে লোকেরা কী করেছিল?—যির. ৩৭:১৫, ১৬.

গবেষণা করুন। লোকেরা যিরমিয়কে দিয়ে কী করানোর জন্য চাপ দিচ্ছিল? (যিরমিয় ২৬-২৭ অনু. ২০-২২, ইংরেজি) জানার চেষ্টা করুন যে, অতীত কালে কুয়োগুলো দেখতে কেমন হত। (অন্তর্দৃষ্টি-১ ৪৭১, ইংরেজি) যিরমিয় যখন কুয়োর মধ্যে ছিলেন এবং পাঁকে ডুবে যাচ্ছিলেন, তখন তার কেমন অনুভূতি হয়েছিল? এবদ-মেলক কোন বিষয়ে ভয় পেতে পারতেন?—প্রহরীদুর্গ ১২ ৫/১ ৩১ অনু. ২-৩, ইংরেজি

চিন্তা করুন যে, আপনি কী শিখেছেন। নিজেকে জিজ্ঞেস করুন:

  • ‘এই বিবরণ থেকে কীভাবে বোঝা যায় যে, যিহোবা তাঁর বিশ্বস্ত সেবকদের সুরক্ষা জোগান?’ (গীত. ৯৭:১০; যির. ৩৯:১৫-১৮)

  • ‘কখন আমাকে সাহসের সঙ্গে কাজ করতে হতে পারে?’

  • ‘কীভাবে আমি আমার সাহস বাড়াতে পারি, যাতে কোনো মন্দ কাজ করার চাপ এলে আমি সঠিক কাজ করতে পারি?’ (প্রহরীদুর্গ ১১ ৩/১ ৩০, ইংরেজি) a

a গবেষণা করার জন্য আরও কিছু বিষয় ২০২৩ সালের জুলাই মাসের প্রহরীদুর্গ পত্রিকার “অধ্যয়নের জন্য পরামর্শ” নামক অংশে দেওয়া রয়েছে।