সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়ন প্রবন্ধ ৬

গান ১৮ মুক্তির মূল্যের জন্য কৃতজ্ঞ

যিহোবা আমাদের ক্ষমা করেছেন—এর জন্য কৃতজ্ঞ হোন

যিহোবা আমাদের ক্ষমা করেছেন—এর জন্য কৃতজ্ঞ হোন

“ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, নিজের একজাত পুত্রকে দান করলেন।”যোহন ৩:১৬.

আমরা কী শিখব?

যিহোবা আমাদের পাপ ক্ষমা করার জন্য কী কী করেছেন, সেই বিষয়ে আমরা এই প্রবন্ধে জানতে পারব। এর ফলে, যিহোবার প্রতি আমাদের হৃদয় কৃতজ্ঞতায় ভরে যাবে।

১-২. এই অনুচ্ছেদে যে-ছেলের উদাহরণ তুলে ধরা হয়েছে, তার সঙ্গে আমাদের পরিস্থিতির কোন মিল রয়েছে?

 ধনী পরিবারের একটা ছেলের কথা চিন্তা করুন। একদিন সে জানতে পারে, একটা দুর্ঘটনায় তার বাবা-মা দু-জনেই মারা গিয়েছে। এটা শুনে সে পুরোপুরিভাবে ভেঙে পড়ে। তারপর সে আরেকটা খারাপ খবর পায় আর সেটা হল, তার বাবা-মা সমস্ত টাকাপয়সা নষ্ট করে ফেলেছে আর এটাও জানতে পারে, তার বাবা-মা ঋণে ডুবে ছিলেন এবং সেই ঋণ এখন তাকে শোধ করতে হবে। শুধু তা-ই নয়, যারা ঋণ দিয়েছিল তারা তাকে চাপ দিতে থাকে, যেন সে দ্রুত সেই ঋণ শোধ করে। সেই ছেলেটার উত্তরাধিকারসূত্রে সম্পত্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সে কী পেল? ঋণের বোঝা, যেটা সে কখনো শোধ করতে পারবে না।

আমাদের সঙ্গে এমনই কিছু ঘটেছে। আমাদের আদি পিতা-মাতা আদম ও হবা নিখুঁত ছিলেন এবং তারা একটা সুন্দর বাগানে থাকতেন। (আদি. ১:২৭; ২:৭-৯) তাদের কাছে সমস্ত কিছুই ছিল এবং তারা চিরকাল বেঁচে থাকতে পারতেন। কিন্তু, সব কিছু বদলে যায়। তারা তাদের সুন্দর বাড়ি হারিয়ে ফেলেন। সেইসঙ্গে চিরকাল বেঁচে থাকার সুযোগও হারিয়ে ফেলেন। আদম ও হবা তার সন্তানদের অর্থাৎ আমাদের উত্তরাধিকারসূত্রে কী দিয়েছেন? বাইবেল বলে, “যেমন এক জন মানুষের মাধ্যমে পাপ এবং পাপের মাধ্যমে মৃত্যু জগতে প্রবেশ করেছে, তেমনই মৃত্যু সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, কারণ তারা সকলেই পাপ করেছে।” (রোমীয় ৫:১২) আদম উত্তরাধিকারসূত্রে আমাদের পাপ দিয়েছেন আর এই পাপের কারণেই আমরা মারা যাই। আর এই পাপ হল, একটা বড়ো ঋণের বোঝা, যেটা আমরা কখনোই শোধ করতে পারব না।—গীত. ৪৯:৮.

৩. যিশু পাপকে কীসের সঙ্গে তুলনা করেছিলেন এবং কেন?

যিশু বলেছিলেন, আমাদের পাপ হল ‘ঋণের’ মতো। (মথি ৬:১২, পাদটীকা; লূক ১১:৪) আমরা যখন পাপ করি, তখন যিহোবার কাছে ঋণী হয়ে যাই। আর আমাদের এই ঋণ শোধ করতেই হবে। আমরা যদি এই ঋণ শোধ না করি, তা হলে আমরা তখনই এই ঋণ থেকে মুক্ত হতে পারব, যখন আমরা মারা যাব।—রোমীয় ৬:৭, ২৩.

৪. (ক) কেউ যদি আমাদের সাহায্য না করতেন, তা হলে আমাদের কী হত? (গীতসংহিতা ৪৯:৭-৯) (খ) বাইবেলে “পাপ” শব্দের মানে কী? (“ পাপ” শিরোনামের বাক্সটা দেখুন।)

আদম ও হবা যেটা হারিয়েছিলেন, সেটা আমরা নিজেদের ক্ষমতায় কখনোই ফিরে পেতে পারতাম না। (পড়ুন, গীতসংহিতা ৪৯:৭-৯.) কেউ যদি আমাদের সাহায্য না করতেন, তা হলে আমরা কখনোই অনন্তজীবনের আশা পেতাম না। এর সঙ্গেসঙ্গে আমরা পুনরুত্থানের আশাও পেতাম না। আমাদের পরিস্থিতি অনেকটা পশুপাখিদের মতো হত, এরা জন্মায় এবং একদিন মারা যায়। এদের কাছে কোনো আশা নেই।—উপ. ৩:১৯; ২ পিতর ২:১২.

৫. আমাদের পাপের ঋণ শোধ করার জন্য আমাদের প্রেমময় পিতা কী করেছেন? (প্রচ্ছদে দেওয়া ছবিটা দেখুন।)

শুরুতে বলা সেই ছেলের কথা আবারও চিন্তা করুন। ধরুন, একজন ধনী ও দয়ালু ব্যক্তি এসে তাকে বলেন যে, তিনি তার সমস্ত ঋণ শোধ করে দেবেন। এটা শুনে সেই ছেলের কেমন লাগবে? সেই ব্যক্তির জন্য তার হৃদয় কৃতজ্ঞতায় ভরে যাবে এবং সে আনন্দের সঙ্গে তার সাহায্য গ্রহণ করবে। সেই ধনী ব্যক্তির মতো আমাদের প্রেমময় পিতা যিহোবাও আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের পাপের ঋণ শোধ করার জন্য তিনি কী করেছেন? বাইবেল বলে, “ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, নিজের একজাত পুত্রকে দান করলেন, যাতে যে-কেউ তাঁর উপর বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, বরং অনন্তজীবন পায়।” (যোহন ৩:১৬) আমাদের পাপ ক্ষমার জন্য যিহোবা তাঁর একজাত পুত্রকে দান করেছেন। এটা এক সুন্দর উপহারের মতো। আর এই উপহারের জন্যই আমরা যিহোবার সঙ্গে এক উত্তম সম্পর্ক গড়ে তুলতে পেরেছি।

যিশু সুসমাচার প্রচার করেছিলেন যে, মুক্তির মূল্যের উপর ভিত্তি করে যিহোবা আমাদের পাপ ক্ষমা করে দেন। (যোহন ৩:১৬) আর এরপর তিনি মুক্তির মূল্য দেওয়ার জন্য ইচ্ছুক মনে নিজের জীবন দান করেছিলেন (৫ অনুচ্ছেদ দেখুন)


৬. এই প্রবন্ধে আমরা কোন শব্দগুলোর মানে জানতে পারব এবং কেন?

যিহোবা আমাদের যে-উপহার দিয়েছেন, সেটা থেকে আমাদের পাপ বা “ঋণ” ক্ষমা হতে পারে। কিন্তু, এই উপহার থেকে পুরোপুরি উপকার লাভ করার জন্য আমাদের কী করতে হবে? এর উত্তর জানার জন্য আমাদের বাইবেলে দেওয়া কিছু শব্দের মানে জানতে হবে। যেমন, পুনরায় সম্মিলিত হওয়া, প্রায়শ্চিত্ত, মুক্তির মূল্য, মুক্ত করা এবং ধার্মিক হিসেবে গণ্য করা। এই প্রবন্ধে আমরা এই শব্দগুলোর মানে জানতে পারব। এর থেকে আমরা বুঝতে পারব, আমাদের পাপ ক্ষমা করার জন্য যিহোবা কী কী করেছেন। আর এর ফলে, আমাদের হৃদয় তাঁর প্রতি কৃতজ্ঞতায় ভরে যাবে।

যিহোবা চান আমরা যেন তাঁর সঙ্গে পুনরায় সম্মিলিত হই

৭. (ক) আদম ও হবা চিরকাল বেঁচে থাকার সুযোগ হারানোর পাশাপাশি আর কী হারিয়েছিলেন? (খ) আদম ও হবার সন্তান হিসেবে আমাদের কোন বিষয়টা মনে রাখা গুরুত্বপূর্ণ? (রোমীয় ৫:১০, ১১)

আদম ও হবা চিরকাল বেঁচে থাকার সুযোগ হারিয়েছিলেন। তারা আর কী হারিয়েছিলেন? পিতা যিহোবার সঙ্গে তাদের যে-বিশেষ সম্পর্ক ছিল, সেটাও তারা হারিয়েছিলেন। তারা দু-জনেই যিহোবার পরিবারের অংশ ছিলেন। (লূক ৩:৩৮) কিন্তু, তারা যিহোবার আজ্ঞা পালন করেননি। আর তাই যিহোবা তাদের তাঁর পরিবার থেকে বের করে দেন এবং তারপরই তাদের সন্তান হয়।। (আদি. ৩:২৩, ২৪; ৪:১) আমরা তাদেরই সন্তান আর তাই আমরা যিহোবার পরিবারের অংশ ছিলাম না। সেইজন্য যিহোবার সঙ্গে পুনরায় সম্মিলিত হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল অর্থাৎ তাঁর সঙ্গে আমাদের এক উত্তম সম্পর্ক গড়ে তোলা। (পড়ুন, রোমীয় ৫:১০, ১১.) একটা বই এভাবে বলে, যে-গ্রিক শব্দকে “পুনরায় সম্মিলিত” হওয়া হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটার অর্থ এও হতে পারে, একজন শত্রুর সঙ্গে বন্ধুত্ব করা। আর এটা কতই-না চমৎকার এক বিষয় যে, যিহোবা নিজে আমাদের দিকে তাঁর বন্ধুত্বের হাত বাড়িয়েছেন! কীভাবে?

যিহোবা প্রায়শ্চিত্তের ব্যবস্থা করেছিলেন

৮. প্রায়শ্চিত্তের ব্যবস্থা কী?

পাপী মানুষদের সঙ্গে পুনরায় সম্মিলিত হওয়ার জন্য যিহোবা এক ব্যবস্থা করেছেন। এই ব্যবস্থা হল, প্রায়শ্চিত্তের ব্যবস্থা। এতে একটা জিনিসের বদলে আরেকটা জিনিস দেওয়া হয় এবং এই দুটো জিনিসের দাম সমান থাকে। আদম যা-হারিয়েছিলেন, সেটা পুনরায় ফিরে পাওয়ার জন্য যিহোবা সমান মূল্য দিয়েছিলেন। এই ব্যবস্থার ফলে মানুষ যিহোবার সঙ্গে পুনরায় সম্মিলিত হতে পারে এবং আবারও তাঁর বন্ধু হতে পারে।—রোমীয় ৩:২৫.

৯. ইজরায়েলীয়দের পাপ ক্ষমা করার জন্য যিহোবা কোন ব্যবস্থা করেছিলেন?

প্রাচীনকালে যিহোবা ইজরায়েলীয়দের পাপ ক্ষমা করার ব্যবস্থা করেছিলেন, যেটার মাধ্যমে ইজরায়েলীয়েরা পুনরায় যিহোবার সঙ্গে এক উত্তম সম্পর্ক গড়ে তুলতে পারত। এই ব্যবস্থা কিছু সময়ের জন্যই ছিল আর এটাকে প্রায়শ্চিত্তের দিন বলা হত। ইজরায়েলীয়েরা প্রতি বছর এই বিশেষ দিনটা পালন করত। এই দিনে মহাযাজক লোকদের পাপের জন্য পশুবলি দিতেন। আসলে, এই বলিদান থেকে তারা পুরোপুরিভাবে ক্ষমা লাভ করতে পারত না। কেন? কারণ পশুপাখির জীবনের মূল্য এবং মানুষের জীবনের মূল্য সমান নয়। তবে, একজন ইজরায়েলীয় যদি হৃদয় থেকে অনুতপ্ত হতেন এবং ব্যবস্থা অনুযায়ী পশুবলি উৎসর্গ করতেন, তা হলে যিহোবা তাকে ক্ষমা করে দিতেন। (ইব্রীয় ১০:১-৪) প্রায়শ্চিত্তের দিনে এবং অন্যান্য সময়ে ইজরায়েলীয়েরা যখন বলি দিত, তখন তারা এটাও অনুভব করত যে, তারা পাপী এবং তাদের আরও শ্রেষ্ঠ বলিদানের প্রয়োজন। এমন এক বলিদানের প্রয়োজন, যেটা তাদের পাপ পুরোপুরিভাবে ক্ষমা করতে পারে।

১০. মানুষ যাতে পুরোপুরিভাবে পাপের ক্ষমা লাভ করতে পারে, সেইজন্য যিহোবা কী করেছিলেন?

১০ মানুষ যাতে পুরোপুরিভাবে পাপের ক্ষমা লাভ করতে পারে, সেইজন্য যিহোবা এক চমৎকার বলিদানের ব্যবস্থা করেছিলেন। তিনি তাঁর প্রিয় পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেন তিনি “অনেকের পাপ বহন করার জন্য এক বার, চিরকালের জন্য নিজেকে উৎসর্গ” করেন। (ইব্রীয় ৯:২৮) আর যিশু এটাই করেছিলেন। বাইবেলে লেখা আছে, তিনি “অনেকের জীবনের পরিবর্তে নিজের জীবন মুক্তির মূল্য হিসেবে” দিয়েছিলেন। (মথি ২০:২৮) কিন্তু, মুক্তির মূল্যের মানে কী?

মুক্তির মূল্য জোগানো হয়েছিল

১১. (ক) বাইবেল অনুযায়ী মুক্তির মূল্য কী? (খ) যে-ব্যক্তি মুক্তির মূল্য দেবেন, তাকে কেমন হতে হত?

১১ বাইবেল অনুযায়ী মুক্তির মূল্য হল, সেই মূল্য যেটা ঈশ্বরের সঙ্গে পুনরায় সম্মিলিত হতে এবং আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে জোগানো হত। a মুক্তির মূল্যের কারণেই আমরা সেই সমস্ত কিছু ফিরে পেতে পারতাম, যেগুলো আদম হারিয়েছিলেন। কিন্তু, তিনি কী হারিয়েছিলেন? আদম ও হবা নিখুঁত ছিলেন এবং তাদের কাছে চিরকাল বেঁচে থাকার আশা ছিল। কিন্তু, তারা সেটা হারিয়েছিলেন। (১ তীম. ২:৬) তাই যে-ব্যক্তি মুক্তির মূল্য দেবেন, তাকে আদমের মতো হতে হত অর্থাৎ তাঁর কাছে সেই সমস্ত কিছু থাকতে হত, যেগুলো আদম হারিয়েছিলেন। এর মানে এমন একজন ব্যক্তিকে মুক্তির মূল্য দিতে হত, যিনি (১) নিখুঁত হতেন (২) যার কাছে চিরকাল পৃথিবীতে বেঁচে থাকার আশা থাকত আর (৩) যিনি আমাদের জন্য নিজের জীবন বলি দিতে প্রস্তুত হতেন। এমন একজন ব্যক্তির বলিদানের মাধ্যমেই আমরা সেই সমস্ত কিছু ফিরে পেতে পারতাম, যেগুলো আদম হারিয়েছিলেন।

১২. কেন যিশুই মুক্তির মূল্য দিতে পারতেন?

১২ যিশুই ছিলেন সেই ব্যক্তি, যিনি মুক্তির মূল্য দিতে পারতেন। কেন আমরা এমনটা বলতে পারি? (১) যিশু নিখুঁত ছিলেন এবং “তিনি কোনো পাপ করেননি।” (১ পিতর ২:২২) (২) নিখুঁত হওয়ার কারণে তিনি চিরকাল ধরে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারতেন। আর (৩) তিনি আমাদের জন্য তাঁর নিখুঁত জীবন বলি দিতে প্রস্তুত ছিলেন। (ইব্রীয় ১০:৯, ১০) তিনি আদমের মতো নিখুঁত ছিলেন। (১ করি. ১৫:৪৫) তাই, তিনি আমাদের জন্য নিজের জীবন বলি দিয়ে মুক্তির মূল্য জোগাতে পারতেন এবং আদম যা-কিছু হারিয়েছিলেন, সেগুলো আবারও ফিরিয়ে দিতে পারতেন। (রোমীয় ৫:১৯) এই জন্যই বাইবেলে তাঁকে “শেষ আদম” বলা হয়েছে। যিশু “এক বার, চিরকালের জন্য” নিজেকে বলি হিসেবে উৎসর্গ করেছিলেন, তাই এখন আমাদের আর কোনো নিখুঁত ব্যক্তির বলিদানের প্রয়োজন নেই।—ইব্রীয় ৭:২৭; ১০:১২.

১৩. যিহোবার সঙ্গে আমরা যাতে এক উত্তম সম্পর্ক গড়ে তুলতে পারি, সেইজন্য যিহোবা কী করেছেন?

১৩ এই পর্যন্ত আমরা দেখলাম যে, প্রায়শ্চিত্তের ব্যবস্থার মাধ্যমে যিহোবা মানুষের জন্য একটা পথ খুলে দিয়েছেন। এর ফলে, আমরা পাপের ক্ষমা পেতে পারি এবং যিহোবার সঙ্গে এক উত্তম সম্পর্ক গড়ে তুলতে পারি। কিন্তু, পাপের প্রায়শ্চিত্তের জন্য মুক্তির মূল্য দেওয়া গুরুত্বপূর্ণ ছিল। যিশু আমাদের জন্য নিজের রক্ত দেওয়ার মাধ্যমে সেই মূল্য জুগিয়েছেন। (ইফি. ১:৭; ইব্রীয় ৯:১৪) এর ফলে, কী সম্ভব হয়েছে? আসুন তা দেখি।

আমাদের মুক্ত করা হয়েছে এবং ধার্মিক হিসেবে গণ্য করা হয়েছে

১৪. আমরা এখন কোন বিষয় নিয়ে আলোচনা করব এবং কেন?

১৪ প্রায়শ্চিত্তের ব্যবস্থা থেকে আমরা অনেক উপকার পাই। এটা বোঝার জন্য আসুন বাইবেলে দেওয়া কিছু শব্দের উপর মনোযোগ দিই, আর সেটা হল মুক্ত করা এবং ধার্মিক হিসেবে গণ্য করা। এই শব্দগুলোর মানে বোঝার মাধ্যমে আমরা জানতে পারব, যিহোবা যখন আমাদের ক্ষমা করেন, তখন এর থেকে আমরা আর কোন কোন উপকার পাই?

১৫-১৬. (ক) মুক্তির মূল্য জোগানোর মাধ্যমে আমরা কোন কোন উপকার পেয়েছি? (খ) আপনি পাপ ও মৃত্যুর দাসত্ব থেকে মুক্ত হতে পারেন, এটা জেনে আপনার কেমন লাগছে?

১৫ বাইবেলে বলা হয়েছে, মুক্তির মূল্য জোগানোর মাধ্যমে আমাদের মুক্ত করা হয়েছে বা স্বাধীন করা হয়েছে। প্রেরিত পিতর এই বিষয়ে লিখেছিলেন, “তোমরা জান যে, তোমাদের পূর্বপুরুষদের কাছ থেকে তোমরা যে-অসার জীবনধারা লাভ করেছিলে, সেটা থেকে তোমাদের রুপো কিংবা সোনার মতো নশ্বর বিষয়গুলোর দ্বারা মুক্ত করা হয়নি। বরং নিষ্কলঙ্ক ও নির্দোষ মেষশাবকস্বরূপ সেই খ্রিস্টের মূল্যবান রক্তের দ্বারা তোমাদের মুক্ত করা হয়েছে।”—১ পিতর ১:১৮, ১৯.

১৬ মুক্তির মূল্যের মাধ্যমে আমরা পাপ ও মৃত্যুর দাসত্ব থেকে মুক্ত হতে পারি। (রোমীয় ৫:২১) যিশু আমাদের জন্য তাঁর রক্ত দেওয়ার মাধ্যমে আমাদের মুক্ত করেছেন। এর জন্য, আমরা যিশু এবং যিহোবার প্রতি অনেক কৃতজ্ঞ।—১ করি. ১৫:২২.

১৭-১৮. (ক) ধার্মিক হিসেবে গণ্য করার মানে কী? (খ) ধার্মিক হিসেবে গণ্য হওয়ার ফলে আমরা কোন উপকার লাভ করি?

১৭ বাইবেলে এটাও বলা হয়েছে যে, যিহোবার উপাসকদের ধার্মিক হিসেবে গণ্য করা হয়েছে। এর মানে হল, যিহোবা আমাদের উপর আনা সমস্ত অভিযোগ তুলে নিয়েছেন এবং আমাদের পাপগুলো পুরোপুরিভাবে মুছে দিয়েছেন। এমনটা করার মাধ্যমে যিহোবা কি তাঁর ধার্মিক মানের সঙ্গে আপোশ করেছেন? না, একেবারেই না। এমনটা নয় যে, তিনি আমাদের পাপগুলো উপেক্ষা করেন অথবা আমরা কোনো ভালো কাজ করেছি বলে আমাদের ধার্মিক হিসেবে গণ্য করেন। এর পরিবর্তে, যিহোবা আমাদের ঋণ বা পাপ ক্ষমা করেন কারণ মুক্তির মূল্য জোগানো হয়েছে এবং আমরা প্রায়শ্চিত্তের ব্যবস্থার উপর বিশ্বাস করি।—রোমীয় ৩:২৪; গালা. ২:১৬.

১৮ যিহোবা আমাদের ধার্মিক হিসেবে গণ্য করেছেন, এর ফলে আমরা কোন উপকার পাই? যাদের যিশুর সঙ্গে স্বর্গে রাজত্ব করার জন্য বাছাই করা হয়েছে, তাদের যিহোবা ঈশ্বর নিজের সন্তান বলেছেন। (তীত ৩:৭; ১ যোহন ৩:১) যিহোবা তাদের পাপ ক্ষমা করেছেন, এটা এমন যেন যিহোবা তাদের উপর আনা সমস্ত অভিযোগ তুলে নিয়েছেন। আর তাই তারা স্বর্গে যিশুর সঙ্গে শাসন করার সুযোগ পেয়েছেন। (রোমীয় ৮:১, ২, ৩০) যাদের পৃথিবীতে বেঁচে থাকার আশা রয়েছে, যিহোবা তাদেরও ধার্মিক হিসেবে গণ্য করেছেন। তিনি তাদের পাপ ক্ষমা করে দিয়েছেন এবং তাঁর বন্ধু হওয়ার সুযোগ দিয়েছেন। (যাকোব ২:২১-২৩) এ ছাড়া, যে-বিরাট জনতা আরমাগিদোন থেকে রক্ষা পাবে, তাদের কাছে চিরকাল বেঁচে থাকার সুযোগ থাকবে। (যোহন ১১:২৬) কিন্তু, যে-সমস্ত “ধার্মিক” ও “অধার্মিক” লোক মৃত্যুতে ঘুমিয়ে রয়েছে, তারা কোন উপকার পাবে? তাদের নতুন জগতে পুনরুত্থিত করা হবে। (প্রেরিত ২৪:১৫; যোহন ৫:২৮, ২৯) অবশেষে, পৃথিবীতে ঈশ্বরের সমস্ত বিশ্বস্ত সেবক তাঁর সন্তান হিসেবে “মহিমাপূর্ণ স্বাধীনতা লাভ করবে।” (রোমীয় ৮:২১) প্রায়শ্চিত্তের ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের পিতা যিহোবার সঙ্গে পুরোপুরিভাবে সম্মিলিত হতে পারব। আমরা কতই-না চমৎকার আশীর্বাদগুলো লাভ করব!

১৯. যিহোবা ও যিশু আমাদের জন্য যা করেছেন, তা কীভাবে আমাদের জীবনকে বদলে দিয়েছে? (“ যিহোবা আমাদের কীভাবে ক্ষমা করেছেন?” শিরোনামের বাক্সটা দেখুন।)

১৯ আবারও শুরুতে দেওয়া সেই ছেলের কথা চিন্তা করুন, যে তার সমস্ত কিছু হারিয়ে ফেলেছিল। সে এমন একটা বড়ো ঋণের বোঝায় ডুবে গিয়েছিল, যেটা কখনোই শোধ করতে পারত না। আমাদের পরিস্থিতি সেই ছেলেটার মতোই ছিল। কিন্তু, যিহোবা যখন আমাদের দিকে তাঁর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, তখন সমস্ত কিছু বদলে গিয়েছিল। তিনি আমাদের জন্য প্রায়শ্চিত্তের ব্যবস্থা করেছেন এবং যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যাতে আমাদের জন্য মুক্তির মূল্য দিতে পারেন। আমরা যিশু খ্রিস্টের উপর বিশ্বাস করি, তাই আমাদের পাপ ও মৃত্যুর দাসত্ব থেকে মুক্ত করা হয়েছে। শুধু তা-ই নয়, আমাদের পাপ বাতিল করা হয়েছে এবং আমাদের উপর আনা সমস্ত অভিযোগ তুলে নেওয়া হয়েছে। আর সবচেয়ে বড়ো বিষয় হল, এই কারণে আমাদের প্রেমময় পিতা যিহোবার সঙ্গে আমাদের এক উত্তম সম্পর্ক রয়েছে।

২০. পরের প্রবন্ধে আমরা কী নিয়ে আলোচনা করব?

২০ যখন আমরা এটা নিয়ে চিন্তা করি যে, যিহোবা ও যিশু আমাদের জন্য কী কী করেছেন, তখন আমাদের হৃদয় তাঁদের প্রতি কৃতজ্ঞতায় ভরে যায়। (২ করি. ৫:১৫) যদি তাঁরা আমাদের দিকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে না দিতেন, তা হলে আমাদের কোনো আশাই থাকত না। পরের প্রবন্ধে আমরা কিছু উদাহরণের উপর মনোযোগ দেব এবং জানতে পারব যে, যিহোবা কীভাবে আমাদের ক্ষমা করেন।

গান ১০ আমাদের ঈশ্বর যিহোবার প্রশংসা করো!

a কিছু ভাষাতে “মুক্তির মূল্য” শব্দকে এভাবেও অনুবাদ করা হয়েছে: “জীবনের মূল্য” অথবা “মূল্য দেওয়া হয়েছে।”