অধ্যয়ন প্রবন্ধ ১০
আপনি ‘পুরোনো ব্যক্তিত্বকে কাপড়ের মতো খুলে ফেলতে’ পারেন
“পুরোনো ব্যক্তিত্বকে এর সমস্ত অভ্যাস-সহ কাপড়ের মতো খুলে ফেলো।”—কল. ৩:৯.
গান ৩৪ নামের যোগ্যরূপে চলা
সারাংশ *
১. বাইবেল অধ্যয়ন শুরু করার আগে আপনার জীবন কেমন ছিল?
যিহোবার সাক্ষিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করার আগে আপনার জীবন কেমন ছিল? আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে, যারা হয়তো তাদের অতীতের কথা আর মনে করতে চায় না। সঠিক ও ভুলের ব্যাপারে আমরা সেটাই মেনে চলতাম, যেটা জগতের লোকেরা মেনে চলে আর আমরা তাদের মতো জীবনযাপন করতাম। ‘এই জগতে আমাদের কোনো প্রত্যাশা ছিল না এবং আমরা ঈশ্বরকে জানতাম না।’ (ইফি. ২:১২) তবে, আমরা যখন বাইবেল অধ্যয়ন করতে শুরু করি, তখন আমাদের জীবন পালটে যায়।
২. বাইবেল অধ্যয়ন থেকে আপনি কী শিখেছেন?
২ বাইবেল অধ্যয়ন করার ফলে আপনি জেনেছেন যে, একজন ঈশ্বর রয়েছেন, যাঁর নাম হল যিহোবা আর তিনি আপনাকে খুব ভালোবাসেন। আপনি শিখেছেন, তাঁকে সন্তুষ্ট করার আর তাঁর পরিবারের অংশ হওয়ার জন্য আপনাকে আপনার জীবনধারা ও চিন্তাভাবনায় বড়ো বড়ো পরিবর্তন করতে হবে। আপনি এও শিখেছেন, আপনাকে সেই কাজগুলো করতে হবে, যেগুলো যিহোবা পছন্দ করেন আর সেই কাজগুলোকে ঘৃণা করতে হবে, যেগুলো যিহোবা ঘৃণা করেন।—ইফি. ৫:৩-৫.
৩. (ক) কলসীয় ৩:৯, ১০ পদ অনুযায়ী যিহোবা আমাদের কাছ থেকে কী চান? (খ) এই প্রবন্ধে আমরা কী জানব?
৩ যিহোবা হলেন আমাদের সৃষ্টিকর্তা এবং আমাদের পিতা। তাই, কীভাবে আমাদের জীবনযাপন করা উচিত, এই বিষয়ে বলার তাঁর অধিকার রয়েছে। তিনি বলেছেন, বাপ্তিস্ম নেওয়ার আগে আমাদের ‘পুরোনো ব্যক্তিত্বকে এর সমস্ত অভ্যাস-সহ কাপড়ের মতো খুলে ফেলতে’ হবে। * (পড়ুন, কলসীয় ৩:৯, ১০.) যারা বাপ্তিস্ম নেওয়ার কথা চিন্তা করছে, তারা এই প্রবন্ধ থেকে তিনটে প্রশ্নের উত্তর পাবে: (১) ‘পুরোনো ব্যক্তিত্ব’ কী? (২) কেন যিহোবা চান, আমরা সেটা কাপড়ের মতো খুলে ফেলি? (৩) এটাকে কাপড়ের মতো খুলে ফেলার জন্য আমাদের কী করতে হবে? এই প্রবন্ধ সেই ব্যক্তিদেরও উপকৃত করবে, যাদের বাপ্তিস্ম হয়ে গিয়েছে। তারা শিখতে পারবে যে, আবারও পুরোনো ব্যক্তিত্বকে কাপড়ের মতো না পরার জন্য তারা কী করতে পারে।
‘পুরোনো ব্যক্তিত্ব’ কী?
৪. যে-ব্যক্তি “পুরোনো ব্যক্তিত্বকে” কাপড়ের মতো পরে থাকেন, তিনি কী করেন?
৪ যে-ব্যক্তি “পুরোনো ব্যক্তিত্বকে” কাপড়ের মতো পরে থাকেন, প্রায়ই তার চিন্তাভাবনা ও কাজ মন্দ হয়। তিনি হয়তো খুব স্বার্থপর হন, কথায় কথায় রাগ করেন, কারো প্রতি কৃতজ্ঞতা দেখান না এবং খুব গর্বিত হন। তিনি হয়তো অশ্লীল ছবি কিংবা পর্নোগ্রাফি দেখতে আর সেইসঙ্গে দৌরাত্ম্য বা মারপিট রয়েছে এমন সিনেমা দেখতে পছন্দ করেন। কিন্তু, এমনটা নয় যে, তার মধ্যে শুধু খারাপ গুণই রয়েছে। তার মধ্যে কিছু ভালো গুণ থাকতে পারে আর তিনি হয়তো নিজের ভুল কাজের জন্য আপশোসও করেন। তবে, তিনি নিজেকে পরিবর্তন করার জন্য কোনো পদক্ষেপ নেন না।—গালা. ৫:১৯-২১; ২ তীম. ৩:২-৫.
৫. আমরা কি আমাদের মন ও হৃদয় থেকে মন্দ চিন্তাভাবনা এবং আকাঙ্ক্ষা পুরোপুরিভাবে দূর করতে পারি? ব্যাখ্যা করুন। (প্রেরিত ৩:১৯)
৫ আমরা সবাই পাপী। তাই, আমরা কেউই আমাদের মন ও হৃদয় থেকে সমস্ত মন্দ চিন্তাভাবনা এবং আকাঙ্ক্ষা পুরোপুরিভাবে দূর করতে পারব না। কখনো কখনো আমরা হয়তো এমন কিছু করে বসি অথবা বলে ফেলি, যেটার বিষয়ে পরে গিয়ে আমরা খুব আপশোস করি। (যির. ১৭:৯; যাকোব ৩:২) কিন্তু, আমরা যখন পুরোনো ব্যক্তিত্বকে কাপড়ের মতো খুলে ফেলি, তখন আমরা অনেকটাই নিজেদের মন্দ চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে পারি এবং মন্দ কাজ করা থেকে নিজেদের আটকাতে পারি।—যিশা. ৫৫:৭; পড়ুন, প্রেরিত ৩:১৯.
৬. কেন যিহোবা চান, আমরা যেন পুরোনো ব্যক্তিত্বকে কাপড়ের মতো খুলে ফেলি?
৬ যিহোবা আমাদের খুব ভালোবাসেন আর চান যেন আমরা আমাদের জীবন উপভোগ করি। (যিশা. ৪৮:১৭, ১৮) তাই, তিনি আমাদের বলেন, যেন আমরা খারাপ বিষয় নিয়ে চিন্তা করা বন্ধ করি এবং মন্দ অভ্যাস ত্যাগ করি। তিনি জানেন, আমরা যদি তা না করি, তা হলে আমরা নিজেদের কষ্ট দেব আর সেইসঙ্গে অন্যদেরও দুঃখ দেব। যখন আমরা দুঃখের মধ্যে থাকি, তখন এটা দেখে যিহোবাও অনেক দুঃখ পান।
৭. রোমীয় ১২:১, ২ পদ অনুযায়ী আমাদের কোন সিদ্ধান্ত নিতে হবে?
৭ আমরা যখন নিজেদের পরিবর্তন করতে শুরু করি, তখন আমাদের কিছু বন্ধু এবং আত্মীয় আমাদের বিরোধিতা করতে পারে। (১ পিতর ৪:৩, ৪) তারা বলতে পারে, আমরা সবাই স্বাধীন, আমাদের অন্যদের কথা শোনার প্রয়োজন নেই বরং নিজেদের মন যা চায়, তা-ই করা উচিত। কিন্তু সত্যি বলতে কী, আমরা যদি যিহোবার মান অনুযায়ী জীবনযাপন না করি, তা হলে আমরা স্বাধীন হব না। কারণ আমরা শয়তানের জগতের মতো চিন্তা করতে শুরু করব। (পড়ুন, রোমীয় ১২:১, ২.) সিদ্ধান্ত আমাদেরই হাতে রয়েছে। আমরা চাইলে পুরোনো ব্যক্তিত্বকে কাপড়ের মতো পরে থাকতে পারি অর্থাৎ পাপ এবং শয়তানের জগতের দ্বারা নিজেদের প্রভাবিত হতে দিতে পারি। কিংবা আমরা পুরোনো ব্যক্তিত্বকে কাপড়ের মতো খুলে ফেলতে পারি অর্থাৎ যিহোবার সাহায্য নিয়ে নিজেদের পরিবর্তন করতে পারি আর একজন ভালো ব্যক্তি হয়ে উঠতে পারি।—যিশা. ৬৪:৮.
পুরোনো ব্যক্তিত্বকে ‘কাপড়ের মতো খুলে ফেলার’ জন্য আপনাকে কী করতে হবে?
৮. পুরোনো ব্যক্তিত্বকে কাপড়ের মতো খুলে ফেলার জন্য কীভাবে যিহোবা আমাদের সাহায্য করেন?
৮ যিহোবা জানেন, আমাদের পক্ষে নিজেদের মন থেকে মন্দ চিন্তাভাবনা দূর করা এবং মন্দ অভ্যাস ত্যাগ করা সহজ নয়। এতে সময় ও পরিশ্রম লাগে। (গীত. ১০৩:১৩, ১৪) তাই, যিহোবা তাঁর বাক্য বাইবেল, পবিত্র শক্তি এবং সংগঠনের মাধ্যমে আমাদের বুদ্ধি, শক্তি আর সেইসঙ্গে প্রয়োজনীয় সাহায্য প্রদান করেন। হতে পারে, তাঁর সাহায্যে আপনি নিজেকে পরিবর্তন করতে শুরু করে দিয়েছেন। তবে, বাপ্তিস্ম নেওয়ার জন্য আপনাকে হয়তো আরও পরিবর্তন করতে হবে। আসুন দেখি, পুরোনো ব্যক্তিত্বকে কাপড়ের মতো খুলে ফেলার জন্য আপনি কোন কোন পদক্ষেপ নিতে পারেন।
৯. বাইবেল ব্যবহার করে আপনি কী করতে পারেন?
৯ বাইবেল ব্যবহার করে নিজেকে পরীক্ষা করুন। ঈশ্বরের বাক্য হল আয়নার মতো। এটির মাধ্যমে আপনি জানতে পারেন যে, আপনার চিন্তাভাবনা, কথাবার্তা ও কাজ সঠিক কি না। (যাকোব ১:২২-২৫) বাইবেল ব্যবহার করে নিজেকে পরীক্ষা করার সময় আপনার শিক্ষক আর সেইসঙ্গে মণ্ডলীর পরিপক্ব ভাই-বোনেরা আপনাকে সাহায্য করতে পারে। উদাহরণ স্বরূপ, তারা আপনাকে এমন শাস্ত্রপদ বলতে পারে, যেটা থেকে আপনি জানতে পারবেন যে, আপনার মধ্যে কোন ভালো গুণাবলি এবং দুর্বলতাগুলো রয়েছে। এ ছাড়া, তারা আপনাকে বলতে পারে, আপনার দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য কিংবা মন্দ অভ্যাস ত্যাগ করার জন্য আপনি কোথায় উত্তম পরামর্শ পেতে পারেন। শুধু তা-ই নয়, কীভাবে আমাদের বাইবেলভিত্তিক প্রকাশনা থেকে গবেষণা করতে হয়, সেই বিষয়েও তারা আপনাকে শেখাতে পারে। আর যিহোবা তো আপনাকে সাহায্য করার জন্য রয়েছেনই! তিনি আপনাকে সর্বোত্তম উপায়ে সাহায্য করতে পারেন কারণ তিনি জানেন, আপনার হৃদয়ে কী রয়েছে। (হিতো. ১৪:১০; ১৫:১১) তাই, প্রতিদিন যিহোবার কাছে প্রার্থনা করুন আর তাঁর বাক্য বাইবেল পড়ার এক অভ্যাস গড়ে তুলুন।
১০. ইলির অভিজ্ঞতা থেকে আপনি কী শিখেছেন?
১০ নিশ্চিত থাকুন যে, একমাত্র যিহোবার মান অনুযায়ী জীবনযাপন করলে আপনি উপকৃত হবেন। আমরা যদি যিহোবার কথা শুনি, তা হলে আমরা বিভিন্ন উপকার লাভ করব। আমরা আত্মসম্মান গড়ে তুলতে পারব এবং এক উদ্দেশ্যপূর্ণ জীবন আর সেইসঙ্গে প্রকৃত আনন্দ লাভ করতে পারব। (গীত. ১৯:৭-১১) কিন্তু, আমরা যদি যিহোবার মান অনুযায়ী জীবনযাপন না করি, তা হলে আমরা পাপপূর্ণ স্বভাবের কাজগুলো করতে শুরু করব আর সেগুলোর মন্দ পরিণতি ভোগ করব। ইলি নামে একজন ব্যক্তির উদাহরণ লক্ষ করুন। তার বাবা-মা যিহোবার সাক্ষি ছিলেন। তারা ছোটোবেলা থেকেই তাকে যিহোবাকে ভালোবাসতে শিখিয়েছিলেন। কিন্তু, ইলি যখন কিশোরবয়সি ছিলেন, তখন তিনি এমন ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করেন, যারা খুবই মন্দ কাজ করত। সেই ব্যক্তিদের দেখাদেখি, তিনি ড্রাগ নিতে এবং অনৈতিক কাজ করতে শুরু করেন। ধীর ধীরে তার স্বভাব পালটে যায়। তিনি কথায় কথায় রাগ এবং মারপিট করতে শুরু করেন। তিনি বলেন: “আমি এমন সবকিছু করতাম, যেগুলো একজন খ্রিস্টান হিসেবে আমাকে না করতে শেখানো হয়েছিল।” কিন্তু, ইলি ছোটোবেলায় তার বাবা-মায়ের কাছ থেকে যা-কিছু শিখেছিলেন, সেগুলো তিনি ভুলে যাননি। কিছুসময় পর, তিনি আবারও বাইবেল অধ্যয়ন করতে শুরু করেন। নিজের মন্দ অভ্যাস ত্যাগ করার জন্য তিনি অনেক পরিশ্রম করেন আর ২০০০ সালে তিনি বাপ্তিস্ম নেন। যিহোবার মান অনুযায়ী জীবনযাপন করার ফলে তিনি কীভাবে উপকৃত হন? তিনি বলেন: “এখন আমার মনের শান্তি ও এক শুদ্ধ বিবেক রয়েছে।” * এই অভিজ্ঞতা থেকে আমরা শিখি যে, যারা যিহোবার মান অনুযায়ী জীবনযাপন করে না, তারা আসলে নিজেদেরই ক্ষতি করে। তারপরও, যিহোবা তাদের পরিত্যাগ করেন না। তাদের সাহায্য করার জন্য তিনি সবসময় প্রস্তুত রয়েছেন।
১১. কোন কাজগুলোকে যিহোবা ঘৃণা করেন?
১১ যে-কাজগুলোকে যিহোবা ঘৃণা করেন, সেগুলো ঘৃণা করুন। (গীত. ৯৭:১০) বাইবেলে লেখা রয়েছে, যিহোবা “উদ্ধত দৃষ্টি, মিথ্যাবাদী জিহ্বা, নির্দ্দোষের রক্তপাতকারী হস্ত” ঘৃণা করেন। (হিতো. ৬:১৬, ১৭) এ ছাড়া, তিনি “রক্তপাতীকে ও ছলপ্রিয়কে ঘৃণা করেন।” (গীত. ৫:৬) কীভাবে আমরা বলতে পারি, যিহোবা এই কাজগুলোকে খুবই ঘৃণা করেন? নোহের সময় যারা এই কাজগুলোতে রত ছিল, যিহোবা তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছিলেন। (আদি. ৬:১৩) আরেকটা উদাহরণের উপর মনোযোগ দিন। যিহোবা ভাববাদী মালাখির মাধ্যমে বলেছিলেন, তিনি এমন ব্যক্তিদের ঘৃণা করেন, যারা বিবাহবিচ্ছেদ করার জন্য ষড়যন্ত্র করে। যিহোবার দৃষ্টিতে এই ব্যক্তিদের করা উপাসনার কোনো মূল্য নেই। আর যিহোবা এও বলেছেন, তিনি তাদের শাস্তি দেবেন।—মালাখি ২:১৩-১৬; ইব্রীয় ১৩:৪.
১২. ‘যা মন্দ, তা ঘৃণা করার’ অর্থ কী?
১২ যিহোবা চান আমরা যেন ‘যা মন্দ, তা ঘৃণা করি।’ (রোমীয় ১২:৯) কোনো বিষয়কে ঘৃণা করার অর্থ হল, সেটার কাছে যাওয়ার কথা চিন্তাও না করা। উদাহরণ হিসেবে বলা যায়, আপনাকে যদি কিছু পচা খাবার খাওয়ার জন্য বলা হয়, তা হলে আপনি কি তা খাবেন? সত্যি বলতে কী, খাওয়া তো দূরের কথা আপনি হয়তো এই বিষয়ে চিন্তা করে বমি করে ফেলবেন। একইভাবে, আমাদের এমন কাজগুলো করার কথা চিন্তাও করা উচিত নয়, যেগুলো যিহোবা ঘৃণা করেন।
১৩. কেন আমাদের মন্দ বিষয়গুলো নিয়ে চিন্তাও করা উচিত নয়?
১৩ মন্দ বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন না। প্রায়ই আমরা যে-বিষয়টা নিয়ে চিন্তা করি, সেটাই করি। তাই, যিশু আমাদের বলেছিলেন, আমরা যেন মন্দ বিষয়গুলো নিয়ে চিন্তাও না করি কারণ আমরা যদি সেগুলো নিয়ে ক্রমাগত চিন্তা করি, তা হলে আমরা গুরুতর পাপ করে ফেলতে পারি। (মথি ৫:২১, ২২, ২৮, ২৯) আমরা আমাদের পিতা যিহোবাকে সন্তুষ্ট করতে চাই। তাই, এটা খুবই গুরুত্বপূর্ণ যে, যখনই আমাদের মনে কোনো মন্দ চিন্তা আসে, তখনই আমরা যেন তা দূর করে দিই।
১৪. (ক) আমাদের কথাবার্তা থেকে কী বোঝা যায়? (খ) আমাদের কোন প্রশ্নগুলো নিজেদের জিজ্ঞেস করা উচিত?
১৪ খারাপ কথাবার্তা বলবেন না। যিশু বলেছিলেন: “মুখ দিয়ে যা বের হয়, তা হৃদয় থেকে বের হয়ে আসে।” (মথি ১৫:১৮) এর অর্থ হল, আমরা যা-কিছু বলি, সেগুলো থেকে বোঝা যায় যে, আমরা আসলে কেমন ব্যক্তি। তাই, নিজেকে জিজ্ঞেস করুন: ‘আমি কি সেইসময়েও সত্যি কথা বলি, যখন তা বলা সহজ হয় না? আমি কি এই বিষয়ে খেয়াল রাখি, যেন আমার মুখ থেকে কোনো নোংরা কথা বের হয়ে না যায়? একজন বিবাহিত ব্যক্তি হিসেবে আমি কি বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকি? কেউ যখন আমাকে রাগিয়ে তোলার চেষ্টা করে, তখনও কি আমি শান্তভাবে উত্তর দিই?’ আপনি যদি এই প্রশ্নগুলো নিয়ে মনোযোগ সহকারে চিন্তা করেন, তা হলে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। পুরোনো ব্যক্তিত্ব একটা কাপড়ের মতো আর গালিগালাজ করা, মিথ্যা কথা বলা এবং নোংরা কথা বলা সেই কাপড়ের বোতামের মতো। আপনি যখন এইরকম কথা বলা বন্ধ করবেন, তখন আপনি আসলে সেই কাপড়ের বোতামগুলো খুলে ফেলছেন। এভাবে, আপনি পুরোনো ব্যক্তিত্বকে সহজেই কাপড়ের মতো খুলে ফেলতে পারবেন।
১৫. পুরোনো ব্যক্তিত্বকে “দণ্ডে বিদ্ধ” করার অর্থ কী?
১৫ নিজেকে পরিবর্তন করার জন্য পদক্ষেপ নিন। এমনটা করা কতটা জরুরি, সেটা বোঝানোর জন্য প্রেরিত পৌল একটা উদাহরণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাদের পুরোনো ব্যক্তিত্বকে “দণ্ডে বিদ্ধ” করা উচিত। (রোমীয় ৬:৬) এর অর্থ কী? যিহোবাকে সন্তুষ্ট করার জন্য যিশু যাতনাদণ্ডে মৃত্যু সহ্য করেছিলেন। একইভাবে, যিহোবাকে সন্তুষ্ট করার জন্য আমাদের মন্দ অভ্যাস এবং মন্দ আকাঙ্ক্ষাকে মেরে ফেলতে হবে। আমরা যদি তা করি, তা হলে আমাদের বিবেক শুচি থাকবে এবং আমরা চিরকাল বেঁচে থাকার আশা ধরে রাখতে পারব। (যোহন ১৭:৩; ১ পিতর ৩:২১) মনে রাখবেন, যিহোবা আমাদের জন্য তাঁর মান পরিবর্তন করবেন না। এর পরিবর্তে, তাঁর মান অনুযায়ী জীবনযাপন করার জন্য আমাদেরই পরিবর্তিত হতে হবে।—যিশা. ১:১৬-১৮; ৫৫:৯.
১৬. কেন নিজেদের মন্দ আকাঙ্ক্ষার বিরুদ্ধে আমাদের লড়াই করে যেতে হবে?
১৬ নিজের মন্দ আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়াই করে চলুন। বাপ্তিস্ম নেওয়ার পরও আপনাকে আপনার মন্দ আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। এই বিষয়টা আমরা মাউরিসিয় নামে একজন ব্যক্তির অভিজ্ঞতা থেকে স্পষ্টভাবে বুঝতে পারি। তিনি যখন যুবক ছিলেন, তখন অন্য ছেলেদের সঙ্গে তিনি সমকামী সম্পর্ক রাখতে শুরু করেন। কিন্তু, কিছুসময় পর যিহোবার সাক্ষিদের সঙ্গে তার দেখা হয় আর তিনি বাইবেল অধ্যয়ন করতে শুরু করেন। তিনি নিজের জীবনে বিভিন্ন পরিবর্তন করেন এবং ২০০২ সালে বাপ্তিস্ম নেন। যদিও তিনি সেইসময় থেকে যিহোবার সেবা করছেন, তবে তিনি বলেন: “এখনও আমাকে কখনো কখনো সেই মন্দ আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়াই করতে হয়।” কিন্তু, তিনি হাল ছেড়ে দেন না। তিনি বলেন: “আমি যখন নিজের মন্দ আকাঙ্ক্ষার কাছে নতিস্বীকার করি না, তখন এটা দেখে যিহোবা খুশি হন। আর এটা জেনে আমি অনেক স্বস্তি লাভ করি।” *
১৭. নাবিহার অভিজ্ঞতা থেকে কী বোঝা যায়?
১৭ যিহোবার কাছে প্রার্থনা করুন এবং তাঁর পবিত্র শক্তির উপর নির্ভর করুন। (গালা. ৫:২২; ফিলি. ৪:৬) পুরোনো ব্যক্তিত্বকে কাপড়ের মতো খুলে ফেলার এবং সেটা আবারও না পরার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে। এমনটা আমরা নিজেদের শক্তিতে করতে পারব না, আমাদের যিহোবার পবিত্র শক্তির প্রয়োজন। আসুন, নাবিহা নামে একজন মহিলার অভিজ্ঞতা বিবেচনা করি। তার বয়স যখন ছয় বছর, তখন তার বাবা তাকে ছেড়ে চলে যায়। এর ফলে, তিনি খুবই কষ্ট পান আর এটা তার স্বভাবের উপরও প্রভাব ফেলে। তিনি কথায় কথায় রেগে যেতেন এবং লোকদের সঙ্গে খারাপভাবে আচরণ করতেন। কিছুসময় পর তিনি ড্রাগ বিক্রি করতে শুরু করেন। এই কারণে তাকে গ্রেপ্তার করা হয় এবং জেলে বন্দি করে রাখা হয়। সেই জেলে যিহোবার সাক্ষিরা প্রচার করতে যেত। নাবিহা তাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে এবং ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করতে শুরু করেন। তিনি বলেন: “কিছু মন্দ অভ্যাস ত্যাগ করা আমার জন্য সহজ ছিল, কিন্তু সিগারেটের প্রতি আসক্তি আমি কিছুতেই কাটিয়ে উঠতে পারছিলাম না।” প্রায় এক বছর পর, তিনি সেই আসক্তি কাটিয়ে উঠেছিলেন। কীভাবে তিনি তা করতে পেরেছিলেন? তিনি বলেন: “আমি যিহোবার কাছে অনেক প্রার্থনা করি এবং তিনি আমাকে সাহায্য করেন। আমি নিশ্চিত যে, যিহোবাকে সন্তুষ্ট করার জন্য যদি আমি পরিবর্তিত হতে পারি, তা হলে যে-কেউ পরিবর্তিত হতে পারে!” *
আপনিও বাপ্তিস্ম নেওয়ার জন্য যোগ্য হতে পারেন!
১৮. প্রথম করিন্থীয় ৬:৯-১১ পদ অনুযায়ী যিহোবার অনেক উপাসক কী করতে পেরেছে?
১৮ প্রথম শতাব্দীতে, যিহোবা যে-খ্রিস্টানদের স্বর্গে যিশুর সঙ্গে শাসন করার জন্য বাছাই করেছিলেন, তাদের মধ্যে কেউ কেউ আগে অনেক মন্দ কাজ করত। যেমন, কেউ কেউ ব্যভিচার করত এবং সমকামী সম্পর্ক রাখত। আবার কেউ কেউ চোর ছিল। কিন্তু, পবিত্র শক্তির সাহায্যে তারা নিজেদের পরিবর্তন করতে পেরেছিল আর সেই সমস্ত মন্দ কাজ ছাড়তে পেরেছিল। (পড়ুন, ১ করিন্থীয় ৬:৯-১১.) একইভাবে, বর্তমানে বাইবেল অধ্যয়ন করার পর লক্ষ লক্ষ লোক নিজেদের জীবনধারা পরিবর্তন করতে পেরেছে। * তারা এমন মন্দ অভ্যাসগুলো ত্যাগ করতে পেরেছে, যেগুলো নিজেদের ক্ষমতায় ত্যাগ করা তাদের পক্ষে অনেক কঠিন ছিল। তাই, আপনিও যদি কোনো মন্দ অভ্যাস ত্যাগ করার জন্য প্রচেষ্টা করে থাকেন, তা হলে নিশ্চিত থাকুন, আপনি পরিবর্তিত হতে পারেন এবং বাপ্তিস্ম নেওয়ার জন্য যোগ্য হতে পারেন।
১৯. পরের প্রবন্ধে কী নিয়ে আলোচনা করা হবে?
১৯ যারা বাপ্তিস্ম নিতে চায়, তাদের শুধু পুরোনো ব্যক্তিত্বকে কাপড়ের মতো খুলে ফেলাই যথেষ্ট নয়। কিন্তু সেইসঙ্গে, তাদের নতুন ব্যক্তিত্বকে কাপড়ের মতো পরতেও হবে। পরের প্রবন্ধে আলোচনা করা হবে যে, তারা কীভাবে তা করতে পারে আর অন্যেরা কীভাবে তাদের সাহায্য করতে পারে।
গান ৬ ঈশ্বরের দাসের প্রার্থনা
^ অনু. 5 বাপ্তিস্ম নেওয়ার জন্য আমাদের জীবনে অনেক পরিবর্তন করতে হবে। এই প্রবন্ধে আমরা জানব, পুরোনো ব্যক্তিত্বের অর্থ কী, আমাদের কেন সেটা কাপড়ের মতো খুলে ফেলতে হবে আর আমরা তা কীভাবে করতে পারি। পরের প্রবন্ধে আমরা জানব, কীভাবে আমরা নতুন ব্যক্তিত্বকে কাপড়ের মতো পরতে পারি আর বাপ্তিস্ম নেওয়ার পরও সেটা পরে থাকার জন্য আমাদের কী করতে হবে।
^ অনু. 3 এই অভিব্যক্তির অর্থ: ‘পুরোনো ব্যক্তিত্বকে কাপড়ের মতো খুলে ফেলার’ অর্থ হল, আমাদের মন থেকে এমন চিন্তাভাবনা ও আকাঙ্ক্ষা দূর করা, যেগুলো যিহোবা পছন্দ করেন না। আমাদের তা বাপ্তিস্ম নেওয়ার আগে করতে হবে।—ইফি. ৪:২২.
^ অনু. 10 আরও তথ্যের জন্য ২০১২ সালের জুলাই-সেপ্টেম্বর মাসের প্রহরীদুর্গ পত্রিকায় প্রকাশিত “বাইবেল জীবনকে পরিবর্তন করে—‘যিহোবার কাছে আমার ফিরে আসার প্রয়োজন ছিল’” শিরোনামের প্রবন্ধটা দেখুন।
^ অনু. 16 আরও তথ্যের জন্য ২০১২ সালের ১ মে প্রহরীদুর্গ (ইংরেজি) পত্রিকায় প্রকাশিত “বাইবেল জীবনকে পরিবর্তন করে—‘তারা আমার সঙ্গে সদয়ভাবে আচরণ করে’” শিরোনামের প্রবন্ধটা দেখুন।
^ অনু. 17 আরও তথ্যের জন্য ২০১২ সালের ১ অক্টোবর প্রহরীদুর্গ (ইংরেজি) পত্রিকায় প্রকাশিত “বাইবেল জীবনকে পরিবর্তন করে—‘আমি একজন রাগী ব্যক্তি হয়ে উঠেছিলাম’” শিরোনামের প্রবন্ধটা দেখুন।
^ অনু. 18 “ বাইবেল জীবনকে পরিবর্তন করে” শিরোনামের বাক্সটা দেখুন।
^ অনু. 64 ছবি সম্বন্ধে বর্ণনা: আমরা যেভাবে ছেঁড়া ও পুরোনো কাপড় খুলে ফেলে দিই, ঠিক একইভাবে আমাদের মন্দ বিষয়গুলো নিয়ে চিন্তা করা এবং মন্দ কাজ করা ত্যাগ করতে হবে।