সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাইবেলের শব্দগুলোর মানে

মুক্তির মূল্য জোগানোর আগে পাপের ক্ষমা

মুক্তির মূল্য জোগানোর আগে পাপের ক্ষমা

যিশু তাঁর রক্তের মাধ্যমে যে-মুক্তির মূল্য জুগিয়েছেন, সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের পাপের ক্ষমা পেতে পারি। (ইফি. ১:৭) তবে বাইবেলে লেখা আছে, “ঈশ্বর তাঁর সহ্যশক্তির জন্য অতীতে করা পাপগুলো ক্ষমা করে দিয়েছিলেন” অর্থাৎ যিশু মুক্তির মূল্য জোগানোর আগেই ঈশ্বর লোকদের পাপ ক্ষমা করেছিলেন। (রোমীয় ৩:২৫, পাদটীকা।) কিন্তু প্রশ্ন হল, কীভাবে যিহোবা তা করেছিলেন? এটা কি তাঁর ন্যায়বিচারের মান অনুযায়ী সঠিক ছিল?

যখনই যিহোবা ভবিষ্যদ্‌বাণী করেছিলেন যে, একটা ‘বংশ’ আসবে, যেটা সমস্ত মানুষকে পাপ ও মৃত্যু থেকে উদ্ধার করবে, তখন তাঁর চোখে বিষয়টা এমন ছিল যেন মুক্তির মূল্য জোগানো হয়ে গিয়েছে। (আদি. ৩:১৫; ২২:১৮) তিনি একেবারে নিশ্চিত ছিলেন, সময় এলে তাঁর একজাত পুত্র ইচ্ছুকমনে নিজেকে বলি হিসেবে উৎসর্গ করবেন। (গালা. ৪:৪; ইব্রীয় ১০:৭-১০) যিশু যখন পৃথিবীতে ছিলেন, তখন যিহোবা তাঁকে লোকদের পাপ ক্ষমা করার ক্ষমতা দিয়েছিলেন, যদিও তখনও পর্যন্ত মুক্তির মূল্য জোগানো হয়নি। যিশু কীসের ভিত্তিতে লোকদের পাপ ক্ষমা করেছিলেন? তিনি জানতেন, পরবর্তী সময়ে যে-কেউ মুক্তির মূল্যের উপর বিশ্বাস করবে, তার পাপ ক্ষমা করা হবে। তাই, তিনি সেই লোকদের পাপ ক্ষমা করেছিলেন, যারা তাঁর উপর বিশ্বাস করেছিল।—মথি ৯:২-৬.