সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

শেষকালে দুই জন রাজা একে অপরের বিরুদ্ধে লড়াই করে

শেষকালে দুই জন রাজা একে অপরের বিরুদ্ধে লড়াই করে

বিরুদ্ধে লড়াই করে এই তালিকায় দেওয়া ভবিষ্যদ্‌বাণীগুলোর মধ্যে কোনো কোনো ভবিষ্যদ্‌বাণী এমন কিছু ঘটনার বিষয়ে বলে, যেগুলো একই সময়ে ঘটে। সেইসমস্ত ভবিষ্যদ্‌বাণী এটা প্রমাণ করে যে, আমরা ‘শেষকালে’ বাস করছি।—দানি. ১২:৪.

  • শাস্ত্রপদ: প্রকা. ১১:৭; ১২:১৩, ১৭, ১৮; ১৩:১-৮, ১২

    ভবিষ্যদ্‌বাণী: “পশু”পৃথিবীর লোকেদের উপর ৩,০০০ বছরেরও বেশি সময় ধরে শাসন করেছে। শেষকালে এটির সপ্তম মস্তক আঘাত পায়। পরবর্তী সময়ে সেই মস্তক সুস্থ হয় এবং “সমুদয় পৃথিবী” সেই পশুকে অনুসরণ করে। শয়তান ‘অবশিষ্ট লোকদের সহিত যুদ্ধ করিবার’ জন্য এই পশুকে ব্যবহার করে।

    পরিপূর্ণতা: জলপ্লাবনের পর এমন কিছু মানব সরকার আবির্ভূত হয়, যারা যিহোবার বিরোধিতা করে। এই জলপ্লাবনের ৩,০০০ বছরেরও বেশি সময় পর প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ সাম্রাজ্য খুবই দুর্বল হয়ে পড়ে। তবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার পর এটা আবারও শক্তিশালী হয়ে ওঠে। বিশেষভাবে শেষকালে, শয়তান ঈশ্বরের লোকেদের উপর তাড়না নিয়ে আসার জন্য সমস্ত রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে।

  • শাস্ত্রপদ: দানি. ১১:২৫-৪৫

    ভবিষ্যদ্‌বাণী: উত্তর দেশের রাজা এবং দক্ষিণ দেশের রাজা আধিপত্য বিস্তার করার জন্য একে অপরের বিরুদ্ধে লড়াই করে।

    পরিপূর্ণতা: জার্মানি অ্যাংলো-আমেরিকার সঙ্গে লড়াই করে। ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়ন এবং তার সহযোগীরা উত্তর দেশের রাজা হয়ে ওঠে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয় এবং পরবর্তী সময়ে রাশিয়া এবং তার সহযোগীরা উত্তর দেশের রাজা হয়ে ওঠে।

  • শাস্ত্রপদ: যিশা. ৬১:১; মালাখি ৩:১; লূক ৪:১৮

    ভবিষ্যদ্‌বাণী: মশীহ রাজ্য স্থাপন করার আগে ‘পথ প্রস্তুত করিবার’ জন্য যিহোবা তাঁর “দূতকে” পাঠান। এই ‘দূত’ “নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে” শুরু করে।

    পরিপূর্ণতা: ১৮৭০-রের দশক থেকে ভাই সি. টি. রাসেল এবং তার সহযোগীরা বাইবেলের সত্য সম্বন্ধে ব্যাখ্যা করার জন্য উদ্যোগের সঙ্গে কাজ করেন। ১৮৮০-র দশকে তারা এই বিষয়টা তুলে ধরতে শুরু করেন যে, ঈশ্বরের দাসদের প্রচার করতে হবে। তারা কিছু প্রবন্ধ প্রকাশ করেন যেমন, “১,০০০ জন প্রচারক চাই” এবং “প্রচার করার জন্য অভিষিক্ত।”

  • শাস্ত্রপদ: মথি ১৩:২৪-৩০, ৩৬-৪৩

    ভবিষ্যদ্‌বাণী: একজন ব্যক্তি জমিতে গমের বীজ বপন করেন। তারপর, সেই একই জমিতে একজন শত্রু শ্যামাঘাসের বীজ বপন করেন। শ্যামাঘাস বৃদ্ধি পায় এবং গমকে ঢেকে ফেলে। শস্য ছেদনের সময়ে গমের মধ্যে থেকে শ্যামাঘাস পৃথক করা হয়।

    পরিপূর্ণতা: ১৮৭০ সালের শুরুর দিক থেকে সত্য ও মিথ্যা খ্রিস্টানদের মধ্যে পার্থক্য দিনের পর দিন স্পষ্ট হতে থাকে। শেষকালে সত্য খ্রিস্টানদের মণ্ডলীতে একত্রিত করা হয় এবং মিথ্যা খ্রিস্টানদের থেকে পৃথক করা হয়।

  • শাস্ত্রপদ: দানি. ২:৩১-৩৩, ৪১-৪৩

    ভবিষ্যদ্‌বাণী: বিভিন্ন ধাতু দিয়ে তৈরি প্রতিমার চরণ লৌহ ও মৃত্তিকার দিয়ে তৈরি।

    পরিপূর্ণতা: মৃত্তিকা সেই সাধারণ লোকেদের চিত্রিত করে, যাদের উপর অ্যাংলো-আমেরিকা বিশ্বশক্তি অর্থাৎ ব্রিটেন ও যুক্তরাষ্ট্র শাসন করে। তারা এই সরকারগুলোর বিরোধিতা করে। এই লোকেদের কারণে অ্যাংলো-আমেরিকা বিশ্বশক্তি সম্পূর্ণ ক্ষমতাকে ব্যবহার করতে পারে না।

  • শাস্ত্রপদ: মথি ১৩:৩০; ২৪:১৪, ৪৫; ২৮:১৯, ২০

    ভবিষ্যদ্‌বাণী: “গোম . . . গোলায়” সংগ্রহ করা হয় এবং ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাসকে পরিজনের’ উপরে নিযুক্ত করা হয়। “রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে” প্রচার করা শুরু হয়।

    পরিপূর্ণতা: ১৯১৯ সালে বিশ্বস্ত দাসকে ঈশ্বরের লোকেদের উপর নিযুক্ত করা হয়। সেই সময় থেকে বাইবেল ছাত্ররা আরও বেশি করে প্রচার করে চলেছে। বর্তমানে, যিহোবার সাক্ষিরা দেশ ও দ্বীপ মিলিয়ে ২০০টারও বেশি জায়গায় প্রচার করে এবং ১,০০০-রেরও বেশি ভাষায় বাইবেলভিত্তিক বিষয়বস্তু প্রকাশ করে।

  • শাস্ত্রপদ: দানি. ১২:১১; প্রকা. ১৩:১১, ১৪, ১৫

    ভবিষ্যদ্‌বাণী: দুই শৃঙ্গবিশিষ্ট একটা পশু পৃথিবীর লোকেদের ‘পশুর এক প্রতিমা’ নির্ম্মাণ করতে বলে এবং সেই দুই শৃঙ্গবিশিষ্ট পশু “প্রতিমার মধ্যে নিশ্বাস” প্রদান করে।

    পরিপূর্ণতা: অ্যাংলো-আমেরিকা বিশ্বশক্তির নেতৃত্বে লিগ অব নেশন্‌স গঠিত হয়। এই সংগঠনকে অন্যান্য দেশগুলো সমর্থন করে। পরিশেষে, উত্তর দেশের রাজাও লিগ অব নেশন্‌সকে সমর্থন করে। তবে, তা কেবল ১৯২৬ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত। লোকেরা বিশ্বাস করত যে, লিগ অব নেশন্‌স বিশ্বশান্তি নিয়ে আসতে পারবে, যেটা বাস্তবে একমাত্র ঈশ্বরের রাজ্যই নিয়ে আসতে পারে। লোকেরা এ-ও বিশ্বাস করে যে, ইউনাইটেড নেশন্‌স (ইউএন) বিশ্বশান্তি নিয়ে আসতে পারবে।

  • শাস্ত্রপদ: দানি. ৮:২৩, ২৪

    ভবিষ্যদ্‌বাণী: একজন ক্রুদ্ধ রাজা “আশ্চর্য্যরূপে বিনাশ” নিয়ে আসে।

    পরিপূর্ণতা: অ্যাংলো-আমেরিকা বিশ্বশক্তি অনেক লোককে হত্যা করেছে এবং প্রচুর ক্ষতি করেছে। উদাহরণ স্বরূপ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্র একটা দেশের উপর দুটো পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল, যে-দেশটা ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের শত্রু ছিল। এর ফলে যে-ক্ষয়ক্ষতি হয়েছিল, তা তার আগে কখনো হয়নি।

  • শাস্ত্রপদ: দানি. ১১:৩১; প্রকা. ১৭:৩, ৭-১১

    ভবিষ্যদ্‌বাণী: দশ শৃঙ্গবিশিষ্ট ‘সিন্দূরবর্ণের’ পশু অগাধলোক থেকে উঠে আসে এবং এটা হল অষ্টম রাজা। দানিয়েল বই এই রাজাকে “ধ্বংসকারী ঘৃণার্হ বস্তু” বলে নির্দেশ করে।

    পরিপূর্ণতা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে লিগ অব নেশন্‌স-এর পতন হয়। যুদ্ধের পর ইউএনকে “স্থাপন করা” হয়। লিগ অব নেশন্‌স-এর মতোই ইউএনকেও সেই একই সম্মান দেওয়া হয়, যা ঈশ্বরের রাজ্যের প্রাপ্য। ইউএন ধর্মের উপর আক্রমণ করবে।

  • শাস্ত্রপদ: ১ থিষল. ৫:৩; প্রকা. ১৭:১৬

    ভবিষ্যদ্‌বাণী: জাতিগুলো “শান্তি ও অভয়” ঘোষণা করে আর “দশ শৃঙ্গ” ও ‘পশু’ “বেশ্যাকে” আক্রমণ করে এবং তাকে ধ্বংস করে। তারপর, জাতিগুলোকে ধ্বংস করা হয়।

    পরিপূর্ণতা: জাতিগুলো হয়তো দাবি করতে পারে যে, তারা শান্তি ও অভয় নিয়ে আসতে পেরেছে। তারপর, ইউএন-এর সমর্থনকারী জাতিগুলো মিথ্যা ধর্মের সংগঠনগুলোকে ধ্বংস করবে। এভাবে মহাক্লেশ শুরু হবে। এই ক্লেশ সেই সময়ে শেষ হবে, যখন যিশু আরমাগিদোনের যুদ্ধে শয়তানের জগতের বাকি অংশকে ধ্বংস করবেন।

  • শাস্ত্রপদ: যিহি. ৩৮:১১, ১৪-১৭; মথি ২৪:৩১

    ভবিষ্যদ্‌বাণী: গোগ ঈশ্বরের লোকেদের দেশে আক্রমণ করে। তারপর, স্বর্গদূতেরা “মনোনীতদিগকে” একত্রিত করে।

    পরিপূর্ণতা: উত্তর দেশের রাজা এবং অন্যান্য সরকার ঈশ্বরের লোকেদের উপর আক্রমণ করবে। এই আক্রমণ শুরু হওয়ার পর অবশিষ্ট অভিষিক্ত ব্যক্তিদের স্বর্গে একত্রিত করা হবে।

  • শাস্ত্রপদ: যিহি. ৩৮:১৮-২৩; দানি. ২:৩৪, ৩৫, ৪৪, ৪৫; প্রকা. ৬:২; ১৬:১৪, ১৬; ১৭:১৪; ১৯:২০

    ভবিষ্যদ্‌বাণী: ‘শুক্লবর্ণ অশ্বের’ উপর “যিনি বসিয়া আছেন,” তিনি গোগ এবং তার সৈন্যদের ধ্বংস করার মাধ্যমে “জয়” সম্পন্ন করেন। ‘পশুকে অগ্নিহ্রদে নিক্ষেপ’ করা হয় এবং একটা পাথর সেই প্রকাণ্ড প্রতিমাকে ধ্বংস করে।

    পরিপূর্ণতা: ঈশ্বরের রাজ্যের রাজা হিসেবে যিশু ঈশ্বরের লোকদের উদ্ধার করতে আসবেন। ১,৪৪,০০০ জন সহ-শাসক এবং স্বর্গীয়বাহিনীকে সঙ্গে নিয়ে যিশু সমস্ত জাতির জোটকে ধ্বংস করবেন। এভাবে শয়তানের সমগ্র রাজনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।