সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গবেষণার জন্য পরামর্শ

গবেষণার জন্য পরামর্শ

ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি-তে দেওয়া গবেষণা করার জন্য প্রকাশনা

ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি-তে গবেষণার জন্য যে-প্রকাশনাগুলো দেওয়া হয়েছে, সেগুলো থেকে আপনি বিভিন্ন বিষয় সম্বন্ধে তথ্য নিতে পারেন। যেমন, যিহোবার সাক্ষিদের জন্য গবেষণা নির্দেশিকা। কিছু ভাষায় শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি এবং ওয়াচ টাওয়ার পাবলিকেশনস্‌ ইনডেক্স-ও রয়েছে।

ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি-তে দেওয়া অনুসন্ধান বাক্সের সাহায্যে আপনি সেই প্রকাশনাগুলোতে দেওয়া তথ্য পড়তে পারেন। আপনি যখন অনুসন্ধান বাক্সে কোনো শব্দ টাইপ করতে শুরু করবেন, তখন আপনি বাক্সের নীচে সেই শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন শব্দ দেখতে পাবেন। আপনি চাইলে সেগুলো তারিখ অনুসারে (সবচেয়ে নতুন অথবা সবচেয়ে পুরোনো) কিংবা কোথায় সেগুলো বেশিরভাগ জায়গায় এসেছে, সেই অনুসারে সাজাতে পারেন।

এটা করে দেখুন: অনুসন্ধান বাক্সে “যিহোবা” টাইপ করতে শুরু করুন। বাক্সের নীচে যে-শব্দটা দেখতে পাবেন, সেটার মধ্যে “যিহোবা” শব্দের উপর ক্লিক করুন। এখন আপনি এটার সঙ্গে সম্পর্কযুক্ত আলাদা আলাদা প্রকাশনা দেখতে পাবেন।