সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

কী নিয়ে অধ্যয়ন করতে পারেন?

কীভাবে আমরা অবিচার সহ্য করতে পারি?

কীভাবে আমরা অবিচার সহ্য করতে পারি?

আদিপুস্তক ৩৭:২৩-২৮; ৩৯:১৭-২৩ পদ পড়ুন আর জানার চেষ্টা করুন, যোষেফের কাছ থেকে অবিচার সহ্য করার বিষয়ে কী শিখতে পারেন।

গভীরে গিয়ে দেখুন। কেন অন্যেরা যোষেফের প্রতি অবিচার করেছিল? (আদি. ৩৭:৩-১১; ৩৯:১, ৬-১০) তাকে কত সময় ধরে অবিচার সহ্য করতে হয়েছিল? (আদি. ৩৭:২; ৪১:৪৬) সেই সময়ে যিহোবা যোষেফের জন্য কী করেছিলেন এবং কী করেননি?—আদি. ৩৯:২, ২১; প্রহরীদুর্গ ২৩.০১ ১৭ অনু. ১৩.

আপনি কী শিখতে পারেন, তা চিন্তা করুন। পোটীফরের স্ত্রী যোষেফের উপর মিথ্যা অভিযোগ নিয়ে এসেছিল, কিন্তু বাইবেলে এটা বলা হয়নি যে, যোষেফ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কিছু বলেছিলেন। নীচে দেওয়া শাস্ত্রপদগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করুন: কেন যোষেফ চুপ করে ছিলেন অথবা এই বিষয়ে কেন বাইবেলে সমস্ত কিছু স্পষ্টভাবে বলা হয়নি? (হিতো. ২০:২; যোহন ২১:২৫; প্রেরিত ২১:৩৭) কোন গুণগুলো থাকার ফলে যোষেফ অবিচার সহ্য করতে পেরেছিলেন?—মীখা ৭:৭; লূক ১৪:১১; যাকোব ১:২, ৩.

যা শিখেছেন, তা কাজে লাগান। নিজেকে জিজ্ঞেস করুন: