প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) সেপ্টেম্বর ২০১৯

এই সংখ্যায় ২০১৯ সালের অক্টোবর মাসের ২৮ তারিখ থেকে ডিসেম্বর মাসের ১ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

যিহোবা তাঁর নম্র দাসদের মূল্যবান হিসেবে দেখেন

একটা যে-গুরুত্বপূর্ণ গুণ আমাদের গড়ে তুলতে হবে, সেটা হল নম্রতা। কীভাবে পরিবর্তিত পরিস্থিতিগুলো আমাদের নম্রতাকে পরীক্ষায় ফেলতে পারে?

আমরা আরমাগিদোনের অপেক্ষায় আছি!

আরমাগিদোনের ঠিক আগে কোন প্রধান ঘটনাগুলো ঘটবে? শেষ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে কীভাবে আমরা বিশ্বস্ততা বজায় রাখতে পারি?

ইচ্ছুক মনে যিহোবার বশীভূত হওয়া—কেন ও কীভাবে?

প্রাচীন, বাবা ও মায়েরা দেশাধ্যক্ষ নহিমিয়, রাজা দায়ূদ ও যিশুর মা মরিয়মের উদাহরণ থেকে বশ্যতার বিষয়ে শিখতে পারেন।

“আমার নিকটে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব”

যিশুর আমন্ত্রণ গ্রহণ করার সঙ্গে কী জড়িত? আমরা যদি তিনটে বিষয় করি, তা হলে আমরা যিশুর জোয়ালের অধীনে ক্রমাগত সতেজতা লাভ করব।

‘দেখ, বিস্তর লোক’

যোহনের ভবিষ্যদ্‌বাণীমূলক দর্শনে যিহোবা ‘বিস্তর লোকের’ পরিচয়, আকার এবং তারা কোথা থেকে আসে, তা প্রকাশ করেছেন, যারা মহাক্লেশ থেকে রক্ষা পাবে এবং পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবে।