সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়ন প্রবন্ধ ৪০

“তোমার কাছে যাহা গচ্ছিত হইয়াছে, তাহা সাবধানে রাখ”

“তোমার কাছে যাহা গচ্ছিত হইয়াছে, তাহা সাবধানে রাখ”

“হে তীমথিয়, তোমার কাছে যাহা গচ্ছিত হইয়াছে, তাহা সাবধানে রাখ।”—১ তীম. ৬:২০.

গান সংখ্যা ৩৪ নামের যোগ্যরূপে চলা

সারাংশ *

১-২. প্রথম তীমথিয় ৬:২০ পদ অনুযায়ী তীমথিয়কে কী দেওয়া হয়েছিল?

আমরা প্রায়ই আমাদের মূল্যবান বিষয়গুলো অন্যদের কাছে যত্ন সহকারে রাখার জন্য দিয়ে থাকি। উদাহরণ স্বরূপ, আমরা হয়তো ব্যাঙ্কে আমাদের টাকা জমা রাখি। আমরা যখন এমনটা করি, তখন আমরা আশা করি যে, আমাদের টাকা সেখানে সুরক্ষিত থাকবে এবং সেখান থেকে হারিয়ে যাবে না অথবা চুরি হবে না। তাই, আমরা বুঝতে পারি যে, আমরা যে-বিষয়গুলোকে মূল্যবান হিসেবে দেখি, সেগুলো অন্যদের কাছে আস্থা সহকারে গচ্ছিত বা জমা রাখার অর্থ কী।

প্রথম তীমথিয় ৬:২০ পদ পড়ুন। প্রেরিত পৌল তীমথিয়কে স্মরণ করিয়ে দিয়েছিলেন, তীমথিয় এক মূল্যবান বিষয় অর্থাৎ মানবজাতির জন্য ঈশ্বরের উদ্দেশ্য সম্বন্ধে সঠিক জ্ঞান লাভ করেছিলেন। এ ছাড়া, তীমথিয়ের কাছে আস্থা সহকারে “বাক্য প্রচার” এবং ‘সুসমাচার-প্রচারকের কার্য্য করিবার’ বিশেষ সুযোগ অর্পণ করা হয়েছিল। (২ তীম. ৪:২, ৫) তীমথিয়ের কাছে আস্থা সহকারে যা-কিছু অর্পণ করা হয়েছিল, সেগুলো সাবধানে রাখার বিষয়ে পৌল তাকে জোরালো পরামর্শ দিয়েছিলেন। তীমথিয়ের মতো আমাদের কাছেও আস্থা সহকারে মূল্যবান বিষয়গুলো অর্পণ করা হয়েছে। সেগুলো কী? আর যিহোবা আমাদের কাছে যে-মূল্যবান বিষয়গুলো অর্পণ করেছেন, কেন আমাদের সেগুলোকে অবশ্যই সাবধানে রাখতে হবে?

যিহোবা আস্থা সহকারে আমাদের মূল্যবান সত্য জানিয়েছেন

৩-৪. বাইবেলের সত্যগুলো যে মূল্যবান, সেগুলোর কয়েকটা কারণ কী?

যিহোবা সদয়ভাবে আমাদের কাছে তাঁর বাক্য বাইবেলে প্রাপ্ত মূল্যবান সত্যের সঠিক জ্ঞান অর্পণ করেছেন। এই সত্যগুলো মূল্যবান কারণ সেগুলো আমাদের শিক্ষা দেয় যে, কীভাবে যিহোবার সঙ্গে এক উত্তম সম্পর্ক বজায় রাখা যায়। এ ছাড়া, সেগুলো ব্যাখ্যা করে যে, কোন বিষয়গুলো আমাদের জীবনে প্রকৃত আনন্দ নিয়ে আসে। আমরা যখন এই সত্যগুলো গ্রহণ করি এবং সেই অনুযায়ী জীবনযাপন করি, তখন আমরা মিথ্যা শিক্ষা এবং অনৈতিক অভ্যাসের দাসত্ব থেকে মুক্ত হই।—১ করি. ৬:৯-১১.

ঈশ্বরের বাক্যে প্রাপ্ত সত্যগুলো যে মূল্যবান, সেটার আরেকটা কারণ হল যিহোবা কেবলমাত্র নম্র ব্যক্তিদের কাছে সেগুলো প্রকাশ করেন, যারা “নিরূপিত [“সঠিক প্রবণতাসম্পন্ন,”NW]।” (প্রেরিত ১৩:৪৮) নম্র ব্যক্তিদের এই আস্থা রয়েছে যে, যিহোবা বর্তমানে বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসকে ব্যবহার করে এই সত্যগুলো প্রকাশ করছেন। (মথি ১১:২৫; ২৪:৪৫) আমরা বিনা সাহায্যে বাইবেলের সত্যগুলো বুঝতে পারি না এবং এই সত্যগুলো বোঝার চেয়ে মূল্যবান আর কিছুই হতে পারে না।—হিতো. ৩:১৩, ১৫.

৫. যিহোবা আমাদের কাছে আস্থা সহকারে আর কী অর্পণ করেছেন?

এ ছাড়া, যিহোবা আমাদের কাছে আস্থা সহকারে তাঁর সম্বন্ধে এবং তাঁর উদ্দেশ্য সম্বন্ধে অন্যদের সত্য শেখানোর বিশেষ সুযোগ অর্পণ করেছেন। (মথি ২৪:১৪) আমরা যে-বার্তা প্রচার করি, তা অত্যন্ত মূল্যবান কারণ এর সাহায্যে লোকেরা যিহোবার পরিবারের অংশ হয়ে উঠতে পারে এবং অনন্তজীবন লাভ করার সুযোগ পেতে পারে। (১ তীম. ৪:১৬) আমরা ব্যক্তিগতভাবে পরিচর্যায় যতটাই অংশ নিতে পারি না কেন, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজকে সমর্থন করছি। (১ তীম. ২:৩, ৪) ঈশ্বরের সহকার্যকারী হওয়ার কতই-না বিশেষ এক সুযোগ আমরা লাভ করেছি!—১ করি. ৩:৯.

আপনাকে যা দেওয়া হয়েছে, তা ধরে রাখুন!

তীমথিয়কে সেইসময়ে সত্যে দৃঢ় থাকতে হয়েছিল, যখন অন্যেরা সত্য ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল (৬ অনুচ্ছেদ দেখুন)

৬. যে-ব্যক্তিরা ঈশ্বরের সহকার্যকারী হওয়ার বিশেষ সুযোগের প্রতি উপলব্ধি দেখাতে ব্যর্থ হয়েছিল, তাদের প্রতি কী হয়েছিল?

তীমথিয়ের দিনে কোনো কোনো ব্যক্তি ঈশ্বরের সহকার্যকারী হওয়ার বিশেষ সুযোগের প্রতি উপলব্ধি দেখাতে ব্যর্থ হয়েছিল। দীমা যেহেতু এই জগৎকে ভালোবেসে ছিলেন, তাই তিনি পৌলের সঙ্গে সেবা করার বিশেষ সুযোগকে পরিত্যাগ করেছিলেন। (২ তীম. ৪:১০) ফুগিল্ল ও হর্ম্মগিনি সম্ভবত পরিচর্যার কাজ ছেড়ে দিয়েছিলেন কারণ তারা এই ভেবে ভয় পেয়েছিলেন যে, তাদেরও পৌলের মতোই তাড়না ভোগ করতে হবে। (২ তীম. ১:১৫) হুমিনায়, আলেক্সান্দর ও ফিলীত ধর্মভ্রষ্ট হয়ে গিয়েছিলেন এবং সত্য ছেড়ে চলে গিয়েছিলেন। (১ তীম. ১:১৯, ২০; ২ তীম. ২:১৬-১৮) এমনটা মনে হয়, এই ব্যক্তিরা সবাই এক সময়ে আধ্যাত্মিকভাবে শক্তিশালী ছিলেন কিন্তু তাদের কাছে যে-বিষয়গুলো অর্পণ করা হয়েছিল, পরবর্তী সময়ে তারা সেগুলোকে মূল্যবান হিসেবে দেখতে ব্যর্থ হয়েছিলেন।

৭. শয়তান আমাদের বিরুদ্ধে কোন চাতুরীগুলো ব্যবহার করে?

যিহোবা আমাদের কাছে আস্থা সহকারে যে-মূল্যবান বিষয়গুলো অর্পণ করেছেন, সেগুলোকে পরিত্যাগ করানোর জন্য শয়তান কীভাবে চেষ্টা করে থাকে? শয়তানের কিছু চাতুরীর বিষয়ে লক্ষ করুন। সে আমোদপ্রমোদ, টেলিভিশন ও সেইসঙ্গে অন্যান্য মাধ্যমকে ব্যবহার করে আমাদের এমনভাবে চিন্তা করতে এবং পদক্ষেপ নিতে প্ররোচিত করে, যার ফলে সত্যের প্রতি আমাদের উপলব্ধিবোধ কমে যেতে পারে। আমরা যাতে প্রচার করা বন্ধ করে দিই, সেইজন্য সে তাড়না অথবা সঙ্গীসাথিদের কাছ থেকে আসা চাপের কাছে আমাদের নতিস্বীকার করানোর চেষ্টা করে। এ ছাড়া, আমরা যাতে সত্য ছেড়ে চলে যাই, সেইজন্য সে ধর্মভ্রষ্টদের “অযথারূপে বিদ্যা নামে আখ্যাত” শিক্ষাগুলো শোনার জন্য আমাদের প্রলুব্ধ করানোর চেষ্টা করে।—১ তীম. ৬:২০, ২১.

৮. ড্যানিয়েল নামে একজন ভাইয়ের অভিজ্ঞতা থেকে আপনি কী শিখেছেন?

আমরা যদি সতর্ক না থাকি, তা হলে সত্যের প্রতি আমাদের উপলব্ধিবোধ ধীরে ধীরে কমে যেতে পারে। ড্যানিয়েল * নামে একজন ভাইয়ের উদাহরণ বিবেচনা করুন, যিনি ভিডিও গেম খেলতে ভালোবাসতেন। তিনি ব্যাখ্যা করেন, “আমি দশ বছর বয়স থেকে ভিডিও গেম খেলতে শুরু করি। প্রথম প্রথম আমি যে-ভিডিও গেমগুলো খেলতাম, সেগুলো ততটা ক্ষতিকর ছিল না। কিন্তু, ধীরে ধীরে আমি এমন গেমগুলো খেলতে শুরু করি, যেগুলোর সঙ্গে দৌরাত্ম্য ও জাদুবিদ্যা জড়িত ছিল।” আর এক সময়ে তিনি ভিডিও গেমের প্রতি এতটাই আসক্ত হয়ে গিয়েছিলেন যে, তিনি দিনে প্রায় ১৫ ঘণ্টা ভিডিও গেম খেলতেন। তিনি বলেন, “আমি জানতাম, আমি যে-ধরনের গেম খেলতাম এবং এর পিছনে যে-পরিমাণ সময় ব্যয় করতাম, সেগুলো যিহোবার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু, আমি যুক্তি করেছিলাম যে, বাইবেলের নীতিগুলো আমার প্রতি প্রযোজ্য নয়।” তাই, আমরা যদি সতর্ক না থাকি, তা হলে আমোদপ্রমোদের কারণে সত্যের প্রতি আমাদের উপলব্ধিবোধ সহজে কমে যেতে পারে। এমনটা হলে যিহোবা আমাদের কাছে যে-মূল্যবান বিষয়গুলো অর্পণ করেছেন, সেগুলো আমরা হয়তো এক সময়ে হারিয়ে ফেলতে পারি।

কীভাবে আমরা সত্যকে ধরে রাখতে পারি?

৯. প্রথম তীমথিয় ১:১৮, ১৯ পদ অনুযায়ী পৌল তীমথিয়কে কী করার জন্য জোরালো পরামর্শ দিয়েছিলেন?

প্রথম তীমথিয় ১:১৮, ১৯ পদ পড়ুন। পৌল তীমথিয়কে একজন সৈনিকের সঙ্গে তুলনা করেছিলেন এবং তিনি তাকে ‘উত্তম যুদ্ধ করিবার’ জন্য জোরালো পরামর্শ দিয়েছিলেন। সেই যুদ্ধ আক্ষরিক নয় বরং আধ্যাত্মিক যুদ্ধ ছিল। কোন কোন উপায়ে আমরা খ্রিস্টানদের যুদ্ধে রত সৈন্যদের সঙ্গে তুলনা করতে পারি? খ্রিস্টের সৈন্য হিসেবে আমাদের কোন গুণগুলো গড়ে তুলতে হবে? আসুন আমরা পৌলের দৃষ্টান্ত থেকে পাওয়া পাঁচটা শিক্ষা নিয়ে বিবেচনা করি। এই শিক্ষাগুলো সত্যকে ধরে রাখার জন্য আমাদের সাহায্য করতে পারে।

১০. ঈশ্বরীয় ভক্তি কী এবং কেন এটার আমাদের প্রয়োজন রয়েছে?

১০ ঈশ্বরীয় ভক্তি গড়ে তুলুন। একজন উত্তম সৈনিক অনুগত হয়ে থাকেন। তিনি তার ভালোবাসার কোনো ব্যক্তিকে অথবা কোনো মূল্যবান বিষয়কে সুরক্ষিত রাখার জন্য কঠোর প্রচেষ্টা করেন। পৌল তীমথিয়কে ঈশ্বরীয় ভক্তি অর্থাৎ ঈশ্বরের সঙ্গে এক অনুগত সম্পর্ক গড়ে তোলার জন্য উৎসাহিত করেছিলেন। (১ তীম. ৪:৭, ৮ক) ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা ও ভক্তি যতবেশি গভীর হবে, সত্যকে ধরে রাখার বিষয়ে আমাদের আকাঙ্ক্ষা ততবেশি বৃদ্ধি পাবে।—১ তীম. ৪:৮খ-১০; ৬:৬.

আমরা যখন দিনের শেষে ক্লান্ত হয়ে যাই, তখন সভায় যোগ দেওয়ার জন্য আমাদের হয়তো অতিরিক্ত প্রচেষ্টা করতে হয়। কিন্তু, এমনটা করার মাধ্যমে আমরা আশীর্বাদ লাভ করি! (১১ অনুচ্ছেদ দেখুন)

১১. কেন আমাদের আত্মশাসনের প্রয়োজন রয়েছে?

১১ আত্মশাসন গড়ে তুলুন। একজন সৈনিক যদি যুদ্ধে যাওয়ার জন্য শারীরিকভাবে প্রস্তুত থাকতে চান, তা হলে তাকে অবশ্যই আত্মশাসন করতে হবে। তীমথিয় আধ্যাত্মিক যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে পেরেছিলেন কারণ তিনি মন্দ আকাঙ্ক্ষা থেকে পলায়ন করার, ঈশ্বরীয় গুণাবলির অনুধাবন করার এবং সহবিশ্বাসীদের সঙ্গে মেলামেশা করার বিষয়ে পৌলের অনুপ্রাণিত পরামর্শ কাজে লাগিয়েছিলেন। (২ তীম. ২:২২) এরজন্য আত্মশাসন করার প্রয়োজন। আমাদের মাংসিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার জন্য আত্মশাসনের প্রয়োজন রয়েছে। (রোমীয় ৭:২১-২৫) এ ছাড়া, আমাদের পুরোনো মনুষ্য বা ব্যক্তিত্ব পরিত্যাগ করে নতুন ব্যক্তিত্ব পরিধান করার জন্যও আত্মশাসনের প্রয়োজন রয়েছে। (ইফি. ৪:২২, ২৪) আর আমরা যখন সারা দিন ব্যস্ত থাকার পর বিকেল বেলায় ক্লান্ত হয়ে যাই, তখন সভায় যোগ দেওয়ার জন্য আমাদের হয়তো অতিরিক্ত প্রচেষ্টা করতে হয়।—ইব্রীয় ১০:২৪, ২৫.

১২. কোন কোন উপায়ে আমরা বাইবেল ব্যবহার করার ক্ষেত্রে আরও উন্নতি করতে পারি?

১২ একজন সৈনিককে অস্ত্রশস্ত্র ব্যবহার করার জন্য অনুশীলন করতে হয়। আর তিনি যদি সেই অস্ত্রশস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে দক্ষ হতে চান, তা হলে তাকে অবশ্যই নিয়মিতভাবে অনুশীলন করতে হবে। একইভাবে, আমাদেরও ঈশ্বরের বাক্য ভালোভাবে ব্যবহার করার ক্ষেত্রে দক্ষ হতে হবে। (২ তীম. ২:১৫) এই দক্ষতাগুলোর মধ্যে কয়েকটা আমরা সভায় যোগ দেওয়ার মাধ্যমে অর্জন করতে পারি। তবে, বাইবেলের সত্যগুলো যে সত্যিই মূল্যবান, সেই বিষয়ে আমরা যদি অন্যদের প্রত্যয়ী করে তুলতে চাই, তা হলে আমাদের নিয়মিতভাবে এটি অধ্যয়ন করতে হবে। আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করার জন্য আমাদের ঈশ্বরের বাক্য ব্যবহার করতে হবে। এর সঙ্গে বাইবেল পড়ার চেয়ে আরও বেশি কিছু জড়িত। আমরা যা পড়ি, তা নিয়ে আমাদের ধ্যান করতে হবে এবং আমাদের প্রকাশনাদি ব্যবহার করে গবেষণা করতে হবে, যাতে আমরা সঠিকভাবে শাস্ত্র বুঝতে পারি এবং সেটি প্রয়োগ করতে পারি। (১ তীম. ৪:১৩-১৫) এমনটা করলে আমরা অন্যদের শিক্ষা দেওয়ার জন্য ঈশ্বরের বাক্যকে ব্যবহার করতে পারব। আবারও, এর সঙ্গে তাদের সামনে শাস্ত্রপদ পড়ার চেয়ে আরও বেশি কিছু জড়িত। আমরা আমাদের শ্রোতাদের শাস্ত্রপদ বোঝার জন্য এবং কীভাবে তারা তা প্রয়োগ করতে পারে, তা দেখানোর জন্য সাহায্য করতে চাই। তাই, নিয়মিত ব্যক্তিগতভাবে বাইবেল অধ্যয়ন করার মাধ্যমে আমরা আরও ভালো শিক্ষক হয়ে উঠতে পারি।—২ তীম. ৩:১৬, ১৭.

১৩. ইব্রীয় ৫:১৪ পদ অনুযায়ী কেন আমাদের উত্তম বিচারবুদ্ধি ব্যবহার করতে হবে?

১৩ উত্তম বিচারবুদ্ধি ব্যবহার করুন। একজন সৈনিককে অবশ্যই সম্ভাব্য বিপদগুলো সম্বন্ধে অনুমান করতে হবে আর তারপর সেগুলো এড়িয়ে চলতে হবে। একজন সৈনিকের মতো আমাদেরও অবশ্যই ক্ষতিকর পরিস্থিতিগুলো শনাক্ত করতে হবে আর তারপর সেগুলো এড়িয়ে চলার জন্য পদক্ষেপ নিতে হবে। (হিতো. ২২:৩; পড়ুন, ইব্রীয় ৫:১৪.) উদাহরণ স্বরূপ, আমাদের বিজ্ঞতার সঙ্গে বিনোদন ও আমোদপ্রমোদ বাছাই করতে হবে। টিভির অনুষ্ঠান ও সিনেমাগুলোতে প্রায়ই অনৈতিক আচরণ তুলে ধরা হয়। এই ধরনের আচরণ ঈশ্বরকে অসন্তুষ্ট করে এবং নিশ্চিতভাবেই সেগুলো আমাদের জীবনে ক্ষতি নিয়ে আসবে। তাই, আমাদের সেই আমোদপ্রমোদগুলো এড়িয়ে চলতে হবে, যেগুলো ধীরে ধীরে ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসাকে কমিয়ে দিতে পারে।—ইফি. ৫:৫, ৬.

১৪. উত্তম বিচারবুদ্ধি ব্যবহার করা কীভাবে ভাই ড্যানিয়েলকে সাহায্য করেছিল?

১৪ পূর্বে উল্লেখিত ভাই ড্যানিয়েল উত্তম বিচারবুদ্ধি ব্যবহার করতে শুরু করেছিলেন এবং এটা বুঝতে পেরেছিলেন যে, দৌরাত্ম্যপূর্ণ ও জাদুবিদ্যা সংক্রান্ত ভিডিও গেমগুলো খেলা ঠিক নয়। এই প্রতিদ্বন্দ্বিতা কাটিয়ে ওঠার জন্য তিনি ওয়াচটাওয়ার লাইব্রেরি-তে সাহায্যকারী বিষয়বস্তু খোঁজার চেষ্টা করেছিলেন। এর ফল কী হয়েছিল? তিনি অনুপযুক্ত ভিডিও গেমগুলো খেলা বন্ধ করে দিয়েছিলেন। তিনি টাকা দিয়ে অনলাইনে ভিডিও গেম খেলা বন্ধ করে দিয়েছিলেন আর সেইসঙ্গে তিনি অনলাইনে অন্যদের সঙ্গে ভিডিও গেম খেলাও বন্ধ করে দিয়েছিলেন। ভাই ড্যানিয়েল বলেন, “ভিডিও গেম খেলার পরিবর্তে আমি অতিরিক্ত সময় কাটানোর জন্য বাড়ির বাইরে বের হতে এবং মণ্ডলীর বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে শুরু করি।” ভাই ড্যানিয়েল বর্তমানে একজন অগ্রগামী ও প্রাচীন হিসেবে সেবা করেন।

১৫. কেন মিথ্যা গল্পগুলো বিপদজনক?

১৫ তীমথিয়ের মতো আমাদেরও উত্তম বিচারবুদ্ধি ব্যবহার করে এটা বুঝতে হবে যে, ধর্মভ্রষ্ট ব্যক্তিদের দ্বারা ছড়ানো মিথ্যা তথ্যগুলোর ফলে কোন কোন বিপদ ঘটতে পারে। (১ তীম. ৪:১, ৭; ২ তীম. ২:১৬) উদাহরণ স্বরূপ, তারা হয়তো আমাদের ভাইদের সম্বন্ধে মিথ্যা গল্প রটাতে পারে অথবা যিহোবার সংগঠন সম্বন্ধে সন্দেহ জাগিয়ে তোলার মতো করে তথ্যগুলো তুলে ধরতে পারে। এই ধরনের মিথ্যা তথ্য আমাদের বিশ্বাসকে দুর্বল করে দিতে পারে। আমাদের অবশ্যই এই ধরনের অপপ্রচারের দ্বারা ভ্রান্ত হওয়া এড়িয়ে চলতে হবে। কেন? কারণ এই ধরনের গল্পগুলো ‘নষ্টবিবেক ও হীনসত্য লোকেরা’ ছড়িয়ে থাকে। তাদের লক্ষ হল ‘বিতণ্ডা ও বাগ্‌যুদ্ধ’ শুরু করা। (১ তীম. ৬:৪, ৫) তারা চায় যেন আমরা তাদের দ্বারা ছড়ানো মিথ্যাগুলোকে বিশ্বাস করি এবং আমাদের ভাইদের উপর নির্ভর করা বন্ধ করে দিই।

১৬. কোন বিক্ষেপগুলো আমাদের অবশ্যই এড়িয়ে চলতে হবে?

১৬ বিক্ষেপগুলো এড়িয়ে চলুন। তীমথিয় ‘খ্রীষ্ট যীশুর উত্তম যোদ্ধা’ ছিলেন আর তাকে জাগতিক অথবা বস্তুগত বিষয়গুলো লাভ করার দ্বারা বিক্ষিপ্ত হওয়ার পরিবর্তে তার পরিচর্যার প্রতি মনোযোগ দিতে হয়েছিল। (২ তীম. ২:৩, ৪) তীমথিয়ের মতো আমরাও যেন সতর্ক থাকি এবং অতিরিক্ত বস্তুগত বিষয় লাভ করার আকাঙ্ক্ষার দ্বারা বিক্ষিপ্ত হয়ে না যাই। “ধনের মায়া” যিহোবার প্রতি আমাদের ভালোবাসাকে, তাঁর বাক্যের প্রতি আমাদের উপলব্ধিবোধকে এবং অন্যদের কাছে এটির বার্তা জানানোর বিষয়ে আমাদের আকাঙ্ক্ষাকে দুর্বল করে দিতে পারে। (মথি ১৩:২২) আমাদের অবশ্যই এক সাদাসিধে জীবনযাপন করতে হবে এবং নিজেদের সময় ও শক্তিকে ‘প্রথমে রাজ্যের বিষয়ে’ ব্যবহার করার ‘চেষ্টা করিতে’ হবে।—মথি ৬:২২-২৫, ৩৩.

১৭-১৮. যিহোবার সঙ্গে আমাদের বন্ধুত্বকে রক্ষা করার জন্য আমরা কী করতে পারি?

১৭ দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত হোন। একজন সৈনিক নিজেকে রক্ষা করার জন্য কী করবেন, সেই বিষয়ে তাকে আগে থেকে পরিকল্পনা করতে হয়। যিহোবা আমাদের কাছে আস্থা সহকারে যে-বিষয়গুলো দিয়েছেন, আমরা যদি সেগুলোকে সুরক্ষিত রাখতে চাই, তা হলে কোনো বিপদ দেখার সঙ্গেসঙ্গে আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। কী আমাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সাহায্য করতে পারে? কোনো হুমকির মুখোমুখি হলে কীভাবে প্রতিক্রিয়া দেখাব, সেই বিষয়ে আমাদের আগে থেকে পরিকল্পনা করতে হবে।

১৮ উদাহরণ স্বরূপ, আমরা যখন কোনো অনুষ্ঠানে যোগ দিই, তখন কার্যক্রম শুরু হওয়ার আগেই আমাদের স্মরণ করিয়ে দেওয়া হয় যে, কোনো আপৎকালীন পরিস্থিতি দেখা দিলে আমাদের কোন পথ দিয়ে বের হতে হবে। কেন? কারণ যদি কোনো আপৎকালীন পরিস্থিতি দেখা দেয়, তা হলে আমরা যেন দ্রুত সেই পথ দিয়ে বের হয়ে যেতে পারি। একইভাবে, আমাদেরও আগে থেকে পরিকল্পনা করতে হবে যে, ইন্টারনেট ব্যবহার করার সময়ে অথবা সিনেমা কিংবা টিভির অনুষ্ঠান দেখার সময়ে হঠাৎ কোনো অশ্লীল ও দৌরাত্ম্যপূর্ণ দৃশ্য অথবা ধর্মভ্রষ্ট বিষয়বস্তু চলে এলে আমরা কী করব। সম্ভাব্য ঘটনাগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য আমরা যদি আগে থেকে প্রস্তুত থাকি, তা হলে আমরা যিহোবার সঙ্গে আমাদের বন্ধুত্বকে রক্ষা করার এবং যিহোবার চোখে শুচি থাকার জন্য দ্রুত পদক্ষেপ নিতে পারব।—গীত. ১০১:৩; ১ তীম. ৪:১২.

১৯. যিহোবা আমাদের যে-মূল্যবান বিষয়গুলো দিয়েছেন, সেগুলো সাবধানে রাখলে আমরা কোন আশীর্বাদগুলো লাভ করব?

১৯ আমাদের অবশ্যই যিহোবার কাছ থেকে পাওয়া মূল্যবান বিষয়গুলোকে সাবধানে রাখতে হবে, যার অন্তর্ভুক্ত হল বাইবেলের মূল্যবান সত্যগুলো এবং সেগুলো অন্যদের শেখানোর বিশেষ সুযোগ। আমরা যখন এমনটা করব, তখন আমরা এক শুচি বিবেক এবং এক উদ্দেশ্যপূর্ণ জীবন লাভ করব আর সেইসঙ্গে যিহোবা সম্বন্ধে অন্যদের জানতে সাহায্য করার আনন্দ উপভোগ করব। যিহোবার সাহায্যে আমরা সেই বিষয়গুলো সাবধানে রাখতে পারব, যেগুলো তিনি আমাদের কাছে আস্থা সহকারে অর্পণ করেছেন।—১ তীম. ৬:১২, ১৯.

গান সংখ্যা ২৯ নীতিনিষ্ঠার পথে চলা

^ অনু. 5 যিহোবা আমাদের সত্য জানার এবং অন্যদের তা শেখানোর বিশেষ সুযোগ দিয়েছেন। এই প্রবন্ধ আমাদের এই বিশেষ সুযোগকে ধরে রাখতে এবং তা কখনো পরিত্যাগ না করতে সাহায্য করবে।

^ অনু. 8 নাম পরিবর্তন করা হয়েছে।