সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়নের জন্য পরামর্শ

শেখার মনোভাব নিয়ে অধ্যয়ন করুন

শেখার মনোভাব নিয়ে অধ্যয়ন করুন

যখন আমরা অধ্যয়ন করি তখন আমাদের চিন্তা করা উচিত যে, ‘আমি যে-বিষয়ে পড়ব, সেখান থেকে আমি কী শিখব?’ এটা করা ভালো, তবে আমাদের এমনটা চিন্তা করা উচিত নয় যে, এখানে তো এই বিষয়গুলোই বলা হবে। আসলে, আমরা যদি তা করি তা হলে আমরা জানতে পারব না যিহোবা আমাদের কী শেখাতে চান। তাহলে, আমরা শেখার মনোভাব নিয়ে কীভাবে বাইবেল অধ্যয়ন করতে পারি? আর এটা করার জন্য আমাদের কী করতে হবে?

যিহোবার কাছে প্রজ্ঞা চান। প্রার্থনা করার মাধ্যমে আপনি জানতে পারবেন যে, যিহোবা আপনাকে এখন কী শেখাতে চান। (যাকোব ১:৫) আপনি যদি কোনো বিষয় আগে থেকেই জেনে থাকেন, তা হলে শুধু সেটা জেনেই সন্তুষ্ট থাকবেন না।—হিতো. ৩:৫, ৬.

বাইবেলের কথাগুলোকে আপনার জীবনে প্রভাব ফেলতে দিন। “ঈশ্বরের বাক্য জীবন্ত।” (ইব্রীয় ৪:১২) যখনই আমরা বাইবেল পড়ি তখনই আমরা নতুন কিছু শিখতে পারি আর সেটা আমাদের জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। তবে, এমনটা তখনই হবে যখন আমরা শেখার মনোভাব নিয়ে অধ্যয়ন করব।

যিহোবার টেবিলে থাকা প্রতিটা খাবার উপভোগ করুন। যিহোবা আমাদের যে-বিভিন্ন বিষয় শেখাচ্ছেন সেগুলো আমাদের জন্য এক ‘ভোজের’ মতো। (যিশা. ২৫:৬) তাই, শুধুমাত্র নিজের পছন্দসই খাবার নয় বরং বিভিন্ন খাবার উপভোগ করুন। আর যখন এমনটা করবেন তখন আপনি অধ্যয়ন করা উপভোগ করবেন এবং এমন একজন ব্যক্তি হয়ে উঠবেন যাকে যিহোবা পছন্দ করেন।