সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

যিশু যখন প্রভুর সান্ধ্যভোজ প্রবর্তন করেছিলেন, তখন সেই ৭০ জন শিষ্য কোথায় ছিল, যাদের তিনি আগে প্রচার করার জন্য পাঠিয়েছিলেন? তারা কি তাঁকে ছেড়ে চলে গিয়েছিল?

যিশু যখন প্রভুর সান্ধ্যভোজ প্রবর্তন করেছিলেন, তখন সেখানে ৭০ জন শিষ্য উপস্থিত ছিল না বলে আমাদের এইরকম চিন্তা করার কোনো কারণ নেই যে, যিশু তাদের শিষ্য হিসেবে গ্রহণ করেননি। আসলে, যিশু কেবল তার ১২ জন প্রেরিতের সঙ্গেই সেই অনুষ্ঠান পালন করতে চেয়েছিলেন।

যিশু সেই ১২ জন আর ৭০ জন প্রত্যেককেই শিষ্য হিসেবে গ্রহণ করেছিলেন। যিশুর অনেক শিষ্য ছিল, কিন্তু তাদের মধ্য থেকে তিনি ১২ জন পুরুষকে বেছে নিয়েছিলেন আর পরে তাদের প্রেরিত নাম দিয়েছিলেন। (লূক ৬:১২-১৬) তিনি যখন গালীলে ছিলেন, তখন “তিনি সেই ১২ জনকে ডেকে . . . ঈশ্বরের রাজ্য সম্বন্ধে প্রচার করার এবং অসুস্থ ব্যক্তিদের সুস্থ করার জন্য” পাঠিয়েছিলেন। (লূক ৯:১-৬) পরে, যিশু যিহূদিয়াতে ‘আরও ৭০ জনকে নিযুক্ত করে তাদের দু-জন দু-জন করে’ পাঠিয়েছিলেন। (লূক ৯:৫১; ১০:১) তাই, যে যে জায়গায় যিশুর বার্তা প্রচার করা হয়েছিল, সেই সমস্ত জায়গায় তাঁর শিষ্যেরা ছিল।

যে-যিহূদিরা যিশুর শিষ্য হয়েছিল, তারাও প্রতি বছর, সম্ভবত পরিবারের সঙ্গে নিস্তারপর্ব পালন করত। (যাত্রা. ১২:৬-১১, ১৭-২০) যিশু তাঁর মৃত্যুর কিছু সময় আগে তাঁর প্রেরিতদের নিয়ে জেরুসালেমে গিয়েছিলেন। যিশু যিহূদিয়া, গালীল ও পিরিয়ার সমস্ত শিষ্যকে নিয়ে বড়ো আকারে নিস্তারপর্ব পালন করেননি। আসলে, যিশু চেয়েছিলেন যেন সেই অনুষ্ঠানে কেবল ১২ জন প্রেরিতই উপস্থিত থাকে। তিনি তাদের এই কথা বলেছিলেন: “আমার কষ্টভোগের আগে আমি তোমাদের সঙ্গে এই নিস্তারপর্বের ভোজ খাওয়ার জন্য উৎসুক হয়ে ছিলাম।”—লূক ২২:১৫.

যিশুর তা করার উপযুক্ত কারণ ছিল। যিশু খুব শীঘ্রই “ঈশ্বরের মেষশাবক“ হিসেবে “জগতের পাপ বয়ে নিয়ে” যাবেন! (যোহন ১:২৯) তিনি জেরুসালেমে মারা যাবেন, যেখানে অনেক আগে থেকে ঈশ্বরের উদ্দেশে বলি দেওয়া হত। নিস্তারপর্বের মেষশাবক ইজরায়েলীয়দের মনে করিয়ে দিত যে, যিহোবা তাদের মিশর থেকে উদ্ধার করেছিলেন। কিন্তু, যিশু তাঁর বলিদানের মাধ্যমে আরও বেশি কিছু করবেন। তিনি সমস্ত মানুষকে পাপ ও মৃত্যু থেকে উদ্ধার করবেন। (১ করি. ৫:৭, ৮) যিশুর বলিদানের কারণে সেই ১২ জন খ্রিস্টীয় মণ্ডলীর ভিত্তির অংশ হয়ে উঠতে পেরেছিলেন। (ইফি. ২:২০-২২) প্রকাশিত বাক্য বইয়ে বলা আছে, পবিত্র নগরে ‘১২টা ভিত্তিপ্রস্তর রয়েছে’ আর সেগুলোতে “মেষশাবকের ১২ জন প্রেরিতের ১২টা নাম রয়েছে।” (প্রকা. ২১:১০-১৪) তাই, ঈশ্বরের উদ্দেশ্য পরিপূর্ণ করার ক্ষেত্রে সেই ১২ জন প্রেরিতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই কারণে আমরা বুঝতে পারি, কেন যিশু কেবল সেই ১২ জনকে নিয়ে শেষ নিস্তারপর্ব এবং এর ঠিক পরেই প্রভুর সান্ধ্যভোজ উদ্‌যাপন করতে চেয়েছিলেন।

৭০ জন এবং অন্যান্য শিষ্য সেই ভোজে যিশুর সঙ্গে ছিল না। তবে, যিশু যা প্রবর্তন করেছিলেন অর্থাৎ প্রভুর সান্ধ্যভোজ থেকে সমস্ত বিশ্বস্ত শিষ্য উপকার লাভ করতে পারবে। সেই রাতে যিশু প্রেরিতদের সঙ্গে ঈশ্বরের রাজ্যের জন্য এক চুক্তি করেছিলেন। পরে যে-শিষ্যেরা অভিষিক্ত খ্রিস্টান হয়েছিল, তারাও এই চুক্তির অন্তর্ভুক্ত হতে পেরেছিল।—লূক ২২:২৯, ৩০.