প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) অক্টোবর ২০১৬

এই সংখ্যায় ২০১৬ সালের নভেম্বর মাসের ২৮ থেকে ডিসেম্বর মাসের ২৫ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

জীবনকাহিনি

আমি উত্তম উদাহরণগুলো অনুকরণ করার প্রচেষ্টা করেছি

পরিপক্ব খ্রিস্টানদের কাছ থেকে পাওয়া উৎসাহ অন্যদেরকে উপযুক্ত লক্ষ্যস্থাপন করতে ও সেই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে। অন্যদের উত্তম উদাহরণ কীভাবে টমাস ম্যাকলেনকে সাহায্য করেছে আর তিনি নিজেও কীভাবে অন্যদের সাহায্য করার জন্য প্রচেষ্টা করেছেন, সেই বিষয়ে তিনি বর্ণনা করেছেন।

“তোমরা অতিথিসেবা ভুলিয়া যাইও না”

ঈশ্বর অপরিচিত ব্যক্তিদের কীভাবে দেখেন? বিদেশ থেকে আসা ব্যক্তিরা যাতে মণ্ডলীতে স্বচ্ছন্দবোধ করে, সেইজন্য আমরা কীভাবে তাদের সাহায্য করতে পারি?

বিদেশে সেবা করার সময় যিহোবার সঙ্গে আপনার সম্পর্ক বজায় রাখুন

সকল খ্রিস্টানের জন্য, যিহোবার সঙ্গে নিজের ও তার পরিবারের সম্পর্ক রক্ষা করা অগ্রাধিকারের বিষয় হওয়া উচিত। তবে, আপনি যদি বিদেশিভাষী কোনো ক্ষেত্রে সেবা করে থাকেন, তা হলে আপনি নির্দিষ্ট কিছু প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হন।

আপনি কি ‘সূক্ষ্ম বুদ্ধি রক্ষা’ করছেন?

জ্ঞান ও বোধগম্যতার সঙ্গে ব্যাবহারিক প্রজ্ঞার কোন পার্থক্য রয়েছে? সেই পার্থক্য জানা সত্যিই উপকারী বলে প্রমাণিত হতে পারে।

প্রত্যাশিত বিষয়ের প্রতি আপনার বিশ্বাস দৃঢ় করুন

আমরা প্রাচীন কালের ও বর্তমান সময়ের বিশ্বাসের অনেক চমৎকার উদাহরণ থেকে অনুপ্রেরণা লাভ করতে পারি। কীভাবে আপনি আপনার বিশ্বাস দৃঢ় রাখতে পারেন?

যিহোবার প্রতিজ্ঞায় বিশ্বাস করে চলুন

বিশ্বাস আসলে কী? এ ছাড়া, আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি কীভাবে বিশ্বাস বজায় রাখতে পারেন?

আপনি কি জানতেন?

রোম প্রথম শতাব্দীতে যিহূদিয়ায় বিদ্যমান যিহুদি কর্তৃপক্ষকে কত দূর পর্যন্ত স্বাধীনতা প্রদান করেছিল? প্রাচীন কালে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির জমিতে শ্যামাঘাসের বীজ বপন করে চলে যেত। এই ঘটনা কি সত্যিই বিশ্বাসযোগ্য?