প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) অক্টোবর ২০১৮

এই সংখ্যায় ২০১৮ সালের ডিসেম্বর মাসের ৩-৩০ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

১৯১৮​—⁠এক-শো বছর আগে

ইউরোপে তখনও প্রথম বিশ্বযুদ্ধ চলছিল কিন্তু এই বছরের প্রথম দিকে এমন কিছু ঘটনা ঘটেছিল, যেগুলো মনে করিয়ে দিয়েছিল যে, বাইবেল ছাত্র ও সমগ্র মানবজাতির জন্য ভালো কিছু আসতে চলেছে।

সত্য কথা বলুন

কেন লোকেরা মিথ্যা কথা বলে থাকে এবং এর প্রভাব কী কী? কীভাবে আমরা একে অন্যের কাছে সত্য বলতে পারি?

সত্য শেখান

আমাদের কাছে সাক্ষ্য দেওয়ার যে-অল্প সময় বাকি রয়েছে, সেই সময়ের মধ্যে আমাদের অবশ্যই লোকেদের সত্য সম্বন্ধে শেখানোর উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে। কীভাবে আমাদের শিক্ষাদানের হাতিয়ার বাক্স আমাদের সাহায্য করতে পারে?

জীবনকাহিনি

যিহোবা আমার সিদ্ধান্তকে প্রচুররূপে আশীর্বাদ করেছেন

চার্লস মলোহান অল্পবয়সে বেথেল সেবার জন্য আবেদনপত্র পাঠানোর মাধ্যমে তার পরিচর্যা বৃদ্ধি করেন। সেই সময় থেকে যিহোবা তাকে প্রচুররূপে আশীর্বাদ করেছেন।

আমাদের সক্রিয় নেতা খ্রিস্টের উপর আস্থা রাখুন

ঈশ্বরের সংগঠন দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার সময়ে আমাদের কাছে খ্রিস্টের নেতৃত্বের উপর আস্থা রাখার কোন কোন কারণ রয়েছে?

পরিস্থিতির পরিবর্তন সত্ত্বেও মনের শান্তি বজায় রাখুন

আমাদের জীবন যখন অপ্রত্যাশিত উপায়ে পরিবর্তিত হয়, তখন আমাদের হয়তো আবেগগত চাপের মুখোমুখি হতে হয়। কীভাবে “ঈশ্বরের শান্তি” আমাদের সাহায্য করতে পারে?

আপনি কি জানতেন?

স্তিফান বিবরণ অনুযায়ী খ্রিস্টানদের মধ্যে প্রথম শহীদ হয়ে উঠেছিলেন। কীভাবে তিনি তাড়নার সময়ে এত শান্ত থাকতে পেরেছিলেন?