প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) এপ্রিল ২০১৬

এই সংখ্যায় ২০১৬ সালের মে মাসের ৩০ তারিখ থেকে জুন মাসের ২৬ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

আপনার পরিচর্যা কি শিশিরের মতো?

কীভাবে আপনার প্রচার কাজ স্নিগ্ধ বা কোমল, সতেজতাদায়ক এবং জীবনরক্ষাকারী হতে পারে?

বিশ্বস্ত থাকার মাধ্যমে ঈশ্বরের অনুমোদন লাভ করা যায়

বাইবেলে উল্লেখিত যিপ্তহ ও তার মেয়ের বিবরণ থেকে খ্রিস্টানরা কোন শিক্ষাগুলো লাভ করতে পারে?

আপনি কি নিজের কল্পনাশক্তিকে বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করছেন?

এটা আপনাকে সমস্যার দিকে পরিচালিত করতে পারে কিংবা আরও ভালো ব্যক্তি হয়ে ওঠার জন্য সাহায্য করতে পারে।

“ধৈর্য্যগুণকে তোমাদের জীবনে পুরোপুরিভাবে কাজ করতে দাও”

ধৈর্যের পরীক্ষার মুখোমুখি হলে কোন বিষয়টা ঝুঁকির মুখে পড়ে? আর ধৈর্যের কোন অসাধারণ উদাহরণগুলো আপনাকে শক্তি দিতে পারে?

কেন উপাসনার জন্য আমাদের একত্রে মিলিত হওয়া উচিত?

সভাতে আপনার উপস্থিতি আপনাকে উপকৃত করে, অন্যদের সাহায্য করে ও সেইসঙ্গে যিহোবাকে খুশি করে। কীভাবে তা করে, সেটা কি আপনি বুঝতে পারেন?

জীবনকাহিনি

প্রাক্তন নানরা প্রকৃত আধ্যাত্মিক বোন হয়ে ওঠেন

কী তাদেরকে কনভেন্ট ত্যাগ করতে ও পরে ক্যাথলিক বিশ্বাস পরিবর্তন করতে অনুপ্রাণিত করেছিল??

এক বিভক্ত জগতে আপনার নিরপেক্ষতা বজায় রাখুন

নিরপেক্ষ অবস্থানের সঙ্গে জড়িত অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে মোকাবিলা করার ক্ষেত্রে চারটে বিষয় আপনাকে প্রস্তুত করতে পারে।

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

“বায়না” ও ‘মুদ্রাঙ্কন’ কী, যা প্রত্যেক অভিষিক্ত খ্রিস্টান ঈশ্বরের কাছ থেকে লাভ করেন?