সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

“বায়না” ও ‘মুদ্রাঙ্কন’ কী, যা প্রত্যেক অভিষিক্ত খ্রিস্টান ঈশ্বরের কাছ থেকে লাভ করেন?—২ করি. ১:২১, ২২.

অতীতে, কোনো দলিলের নির্ভরযোগ্যতা প্রমাণ করার জন্য কাদামাটি অথবা মোমের প্রলেপের উপর সিলমোহরযুক্ত আংটির ছাপ দেওয়া হতো

বায়না: একটা তথ্যগ্রন্থ অনুসারে, ২ করিন্থীয় ১:২২ পদে “বায়না” হিসেবে অনুবাদিত গ্রিক শব্দটা ছিল “আইনি ও বাণিজ্যিক পরিভাষায় ব্যবহৃত শব্দ” আর এর অর্থ “প্রথম কিস্তি, আমানত, আগাম অর্থ, বন্ধক, যা ক্রয়মূল্যের অংশ হিসেবে অগ্রিম দেওয়া হয় আর এভাবে কোনো শর্তের বৈধ দাবি নিশ্চিত করা হয় বা কোনো চুক্তি বৈধ করা হয়।” একজন খ্রিস্টান যখন অভিষিক্ত হন, তখন তার সঙ্গে একটা বায়না করা হয়। তবে এই বায়না অনুযায়ী সম্পূর্ণ মূল্য পরিশোধ বা পুরস্কার সম্বন্ধে ২ করিন্থীয় ৫:১-৫ পদে বর্ণনা করা হয়েছে, যেটার সঙ্গে অক্ষয় স্বর্গীয় দেহ পরিধান করা জড়িত। এ ছাড়া, এই পুরস্কারের সঙ্গে অমরতা লাভ করাও জড়িত।—১ করি. ১৫:৪৮-৫৪.

আধুনিক গ্রিক ভাষায়, বায়না শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত একটা অভিব্যক্তি, বাগ্‌দানের আংটির ক্ষেত্রে ব্যবহার করা হয়। যারা খ্রিস্টের রূপক স্ত্রীর অংশ হবে, তাদের জন্য এটা একটা উপযুক্ত উদাহরণ।—২ করি. ১১:২; প্রকা. ২১:২, ৯.

মুদ্রাঙ্কন: অতীতে মালিকানা, নির্ভরযোগ্যতা অথবা চুক্তি প্রমাণ করার জন্য স্বাক্ষর হিসেবে মুদ্রা বা সিলমোহরের ছাপ ব্যবহার করা হতো। অভিষিক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এভাবে বলা যায়, তারা ঈশ্বরের সম্পত্তি হিসেবে পবিত্র আত্মা দ্বারা রূপকভাবে “মুদ্রাঙ্কিত” বা চিহ্নিত হয়েছে। (ইফি. ১:১৩, ১৪) তবে এই মুদ্রাঙ্কন চূড়ান্ত মুদ্রাঙ্কন নয়, কারণ একজন অভিষিক্ত ব্যক্তি বিশ্বস্তভাবে মারা যাওয়ার অল্পসময় আগে অথবা মহাক্লেশ শুরু হওয়ার অল্পসময় আগে চূড়ান্ত মুদ্রাঙ্কন লাভ করেন।—ইফি. ৪:৩০; প্রকা. ৭:২-৪.