প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) জুন ২০১৬

এই সংখ্যায় ২০১৬ সালের আগস্ট মাসের ১-২৮ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

যিহোবা ‘আপনার জন্য চিন্তা করেন’

যিহোবা যে আপনার ব্যাপারে আগ্রহী, সেই বিষয়ে কেন আপনি নিশ্চিত হতে পারেন? প্রমাণ বিবেচনা করুন।

আমাদের কুম্ভকার হিসেবে যিহোবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা

কীভাবে ঈশ্বর সেই ব্যক্তিদের বাছাই করেন, যাদের তিনি গঠন করেন? কেন তিনি তাদের গঠন করেন? আর কীভাবে তিনি তা করেন?

আপনি কি মহান কুম্ভকারের দ্বারা নিজেকে গঠিত হতে দেন?

কোন চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আপনাকে ঈশ্বরের হাতে নরম মাটির মতো থাকতে সাহায্য করবে?

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

যিহিষ্কেলের দর্শনে বর্ণিত লেখকের মস্যাধার বহনকারী পুরুষ এবং হস্তে সংহারক অস্ত্র বহনকারী ছয় জন পুরুষ কাদেরকে চিত্রিত করে?

“আমাদের ঈশ্বর যিহোবা হলেন একমাত্র যিহোবা”

কোন অর্থে ঈশ্বর হলেন “একমাত্র” আর কীভাবে আমরা তাঁকে একমাত্র ঈশ্বর হিসেবে উপাসনা করতে পারি?

অন্যদের দোষত্রুটির কারণে আপনি যেন বিঘ্ন না পান

প্রাচীন কালে ঈশ্বরের বিশ্বস্ত দাসেরা এমন কিছু বলেছিল অথবা করেছিল, যা অন্যদের অনুভূতিতে আঘাত দিয়েছিল। বাইবেলের এই উদাহরণগুলো থেকে আমরা কী শিখতে পারি?

ঈশ্বরীয় এক গুণ হিরের চেয়েও দামি

এই গুণ হল এক অমূল্য অর্জন।

আপনার কি মনে আছে?

আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকা পড়েছেন? তা হলে দেখুন, আপনার কী মনে আছে