সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যিহোবা ‘আপনার জন্য চিন্তা করেন’

যিহোবা ‘আপনার জন্য চিন্তা করেন’

যিহোবা আপনার জন্য সত্যিই চিন্তা করেন। এই কথাগুলো যে সত্য, সেই বিষয়ে কেন আপনি নিশ্চিত হতে পারেন? একটা কারণ হল বাইবেল সুনির্দিষ্টভাবে তা বলে। ১ পিতর ৫:৭ পদে বলা হয়েছে: “তোমাদের সমস্ত ভাবনার ভার তাঁহার উপরে ফেলিয়া দেও; কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন।” যিহোবা যে আপনার ব্যাপারে আগ্রহী, সেটার কোন কোন প্রমাণ আপনি দেখতে পান?

ঈশ্বর লোকেদের জন্য বস্তুগত বিষয় জুগিয়ে থাকেন

যিহোবা এই ক্ষেত্রগুলোতে উদাহরণস্থাপন করেছেন, তিনি দয়ালু এবং মুক্তহস্ত দাতা

যিহোবার সেই গুণাবলি রয়েছে, যা আপনি আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে দেখতে চান। যারা একে অন্যের প্রতি দয়া ও উদারতা দেখায়, তারা প্রায়ই একে অন্যের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে। আর যিহোবা যে প্রতিদিন লোকেদের প্রতি দয়া ও উদারতা দেখিয়ে থাকেন, তা আপনি সহজেই বুঝতে পারেন। একটা উদাহরণ বিবেচনা করুন: “তিনি ভাল মন্দ লোকদের উপরে আপনার সূর্য্য উদিত করেন, এবং ধার্ম্মিকগণের উপরে জল বর্ষান।” (মথি ৫:৪৫) সূর্যের আলো এবং বৃষ্টি কী সম্পাদন করে? এগুলো ও সেইসঙ্গে অন্যান্য বিষয়ের মাধ্যমে ঈশ্বর “ভক্ষ্যে ও আনন্দে” লোকেদের “হৃদয় পরিতৃপ্ত করিয়া আসিতেছেন।” (প্রেরিত ১৪:১৭) যিহোবা লক্ষ রাখেন, যেন পৃথিবীতে প্রচুর পরিমাণ খাবার উৎপন্ন হয়। আর সুস্বাদু খাবার আমাদের অনেক আনন্দিত করে।

তা হলে, কেন অনেক লোক ক্ষুধার্ত থাকে? কারণ মানবসরকারগুলো সাধারণত লোকেদের জীবন উন্নত করার পরিবর্তে বরং তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি করার প্রতি এবং আর্থিকভাবে লাভবান হওয়ার প্রতি মনোযোগ দিয়ে থাকে। যিহোবা খুব শীঘ্রই বর্তমান রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করে সেই লোভী ব্যক্তিদের দূর করে দেবেন আর তাদের জায়গায় এক স্বর্গীয় রাজ্য নিয়ে আসবেন, যে-রাজ্যের রাজা হবেন তাঁর পুত্র। সেই সময়ে কেউ ক্ষুধার্ত থাকবে না। সেই সময় না আসা পর্যন্ত ঈশ্বর তাঁর লোকেদের জন্য খাদ্য জুগিয়ে যাবেন। (গীত. ৩৭:২৫) এটা কি তাঁর চিন্তার প্রকাশ নয়?

যিহোবা তাঁর সময় দেওয়ার ব্যাপারে কৃপণ নন

যিহোবা এই ক্ষেত্রগুলোতে উদাহরণস্থাপন করেছেন, তিনি তাঁর সময় দেওয়ার ব্যাপারে উদার

আপনার একজন উত্তম বন্ধু আপনার সঙ্গে সময় কাটিয়ে থাকেন। আপনাদের দু-জনের আগ্রহের বিষয় নিয়ে কথা বলার সময় তিনি হয়তো ঘণ্টার পর ঘণ্টা সময় দেন। আর আপনি যখন আপনার সমস্যা ও চিন্তার বিষয়ে তাকে জানান, তখন একজন উত্তম বন্ধু মনোযোগ দিয়ে আপনার কথা শোনেন। যিহোবাও কি আমাদের প্রতি একইরকম মনোযোগ দেন? অবশ্যই! তিনি আমাদের প্রার্থনা শুনতে আগ্রহী। তাই, বাইবেল আমাদের “প্রার্থনায় নিবিষ্ট” থাকতে, এমনকী “অবিরত প্রার্থনা” করতে উৎসাহিত করে।—রোমীয় ১২:১২; ১ থিষল. ৫:১৭.

আপনার প্রার্থনা শোনার জন্য যিহোবা কত সময় ব্যয় করতে ইচ্ছুক? বাইবেলের একটা উদাহরণ আমাদের এর উত্তর প্রদান করে। যিশু তাঁর প্রেরিতদের বাছাই করার আগে “ঈশ্বরের নিকটে প্রার্থনা করিতে করিতে সমস্ত রাত্রি যাপন করিলেন।” (লূক ৬:১২) সেই প্রার্থনায় যিশু সম্ভবত তাঁর সকল শিষ্যের নাম উল্লেখ করে তাদের গুণাবলি এবং দুর্বলতাগুলো বিবেচনা করেছিলেন এবং তাদের মধ্য থেকে বাছাই করার জন্য সাহায্য চেয়ে যিহোবার কাছে প্রার্থনা করেছিলেন। এক নতুন দিনের উষালগ্নে, যিশু এই বিষয়ে নিশ্চিত হয়ে গিয়েছিলেন, তিনি তাঁর প্রেরিত হওয়ার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিদের বাছাই করেছেন। “প্রার্থনা-শ্রবণকারী” হিসেবে যিহোবা সমস্ত আন্তরিক প্রার্থনা শুনে খুশি হন। (গীত. ৬৫:২) এমনকী একজন ব্যক্তি যখন কোনো গভীর চিন্তার বিষয় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা প্রার্থনা করেন, তখনও যিহোবা সময়ের হিসাব রাখেন না।

ঈশ্বর ক্ষমা করতে ইচ্ছুক

যিহোবা এই ক্ষেত্রগুলোতে উদাহরণস্থাপন করেছেন, তিনি ক্ষমা করতে ইচ্ছুক

ক্ষমা করার বিষয়টা যখন আসে, তখন এমনকী উত্তম বন্ধুদের পক্ষেও মাঝে মাঝে ক্ষমা করা কঠিন হয়ে পড়ে। কখনো কখনো লোকেদের মধ্যে পরস্পরকে ক্ষমা করা কঠিন হয়ে পড়ে বলে বহু পুরোনো বন্ধুত্বও ভেঙে যায়। কিন্তু যিহোবা মানুষের মতো নন। বাইবেল প্রত্যেক আন্তরিক ব্যক্তিকে যিহোবার কাছ থেকে ক্ষমা লাভ করার জন্য আমন্ত্রণ জানায় “কেননা তিনি প্রচুররূপে ক্ষমা করিবেন।” (যিশা. ৫৫:৬, ৭) কী ঈশ্বরকে এতটা উদারভাবে ক্ষমা করতে অনুপ্রাণিত করে?

এর কারণ হল ঈশ্বরের অতুলনীয় প্রেম। তিনি জগৎকে এতটাই প্রেম করেছেন যে, মানুষকে পাপ থেকে ও পাপের কারণে তাদের যে-ক্ষতি হয়েছে, তা থেকে উদ্ধার করার জন্য তিনি তাঁর পুত্র যিশুকে দান করেছেন। (যোহন ৩:১৬) আসলে, মুক্তির মূল্য আরও বেশি কিছু সম্পাদন করেছে। খ্রিস্টের বলিদানের মাধ্যমে ঈশ্বর সেই ব্যক্তিদের উদারভাবে ক্ষমা করেন, যাদের তিনি ভালোবাসেন। প্রেরিত যোহন লিখেছিলেন: “যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্ম্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন।” (১ যোহন ১:৯) যিহোবা ক্ষমা করেন বলে লোকেরা ক্রমাগত তাঁর বন্ধুত্ব উপভোগ করতে পারে আর তা জানা আমাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে।

আপনার প্রয়োজনের সময় তিনি আপনাকে সাহায্য করেন

যিহোবা এই ক্ষেত্রগুলোতে উদাহরণস্থাপন করেছেন, তিনি আমাদের প্রয়োজনের সময় সাহায্য করার জন্য প্রস্তুত

একজন প্রকৃত বন্ধু অন্যদের প্রয়োজনের সময় সাহায্য করার জন্য এগিয়ে আসেন। যিহোবাও কি একই বিষয় করেন? তাঁর বাক্য বলে: “পতিত হইলেও সে [ঈশ্বরের একজন দাস] ভূতলশায়ী হইবে না; কেননা সদাপ্রভু তাহার হস্ত ধরিয়া রাখেন।” (গীত. ৩৭:২৪) যিহোবা তাঁর দাসদের বিভিন্ন উপায়ে “ধরিয়া রাখেন।” ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সেন্ট ক্রয় নামে একটা দ্বীপে কী ঘটেছিল, সেই অভিজ্ঞতা বিবেচনা করুন।

একজন অল্পবয়সি মেয়ে ধর্মীয় কারণে পতাকা অভিবাদন করেনি। তাই, সে তার সহপাঠীদের কাছ থেকে বিভিন্ন চাপের মুখোমুখি হয়েছিল। যিহোবার কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করার পর, সে এই চাপের সঙ্গে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর ক্লাসে যখন রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল, তখন সে পতাকা অভিবাদনের বিষয়টা তুলে ধরেছিল। আমার বাইবেলের গল্পের বই ব্যবহার করে সে ব্যাখ্যা করেছিল, কীভাবে শদ্রক, মৈশক ও অবেদ্‌নগোর বিবরণ তার সিদ্ধান্তের উপর প্রভাব ফেলেছে। সে বলেছিল, “যিহোবা সেই তিন জন ইব্রীয়কে রক্ষা করেছিলেন, কারণ তারা প্রতিমার উপাসনা করেননি।” এরপর সে উপস্থিত সকলকে সেই বই নেওয়ার প্রস্তাব দিয়েছিল। তার সহপাঠীদের মধ্যে এগারো জন সেই বই নিয়েছিল। স্পর্শকাতর একটা বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য যিহোবা যে তাকে শক্তি ও প্রজ্ঞা দিয়েছেন, তা উপলব্ধি করে সেই অল্পবয়সি মেয়ে অনেক আনন্দিত হয়েছিল।

যিহোবা আপনার জন্য চিন্তা করেন কি না, সেই বিষয়ে আপনার মনে যদি কখনো সন্দেহ আসে, তা হলে বাইবেলের বিভিন্ন বিবরণ যেমন গীতসংহিতা ৩৪:১৭-১৯; ৫৫:২২ এবং ১৪৫:১৮, ১৯ পদ নিয়ে ধ্যান করুন। এ ছাড়া, দীর্ঘসময়ের সাক্ষিদের জিজ্ঞেস করুন, কীভাবে যিহোবা তাদের প্রতি চিন্তা প্রকাশ করেছেন। আর আপনার যখন কোনো বিষয়ে ঈশ্বরের সাহায্যের প্রয়োজন হয়, তখন প্রার্থনায় তাঁকে সেই বিষয়টা জানান। তা হলে, আপনি শীঘ্রই বুঝতে পারবেন, যিহোবা কীভাবে ‘আপনার জন্য চিন্তা করেন।’