আপনার কি মনে আছে?
আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকা মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তা হলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:
চারটে বিষয় কী, যেগুলো করার মাধ্যমে আমরা গান গাওয়ার ক্ষেত্রে উন্নতি করতে পারি?
আমরা গানবই উঁচু করে তুলে ধরে সোজা হয়ে দাঁড়াতে পারি। আমাদের সঠিক উপায়ে শ্বাস নেওয়া উচিত। আমরা যখন বড়ো করে মুখ খুলি এবং জোরগলায় গান গাই, তখন আমরা গান গাওয়ার ক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হই।—প্রহরীদুর্গ ১৭.১১, পৃষ্ঠা ৫.
ইস্রায়েলের আশ্রয় নগরগুলোর অবস্থান ও সেগুলোতে যাওয়ার জন্য রাস্তাগুলো সম্বন্ধে কোন বিষয়গুলো জেনে আমাদের অভিভূত হওয়া উচিত?
সেই দেশে ছ-টা আশ্রয় নগর ছিল আর সেগুলোতে যাওয়ার রাস্তাগুলো ভালো অবস্থায় রাখা হতো। এভাবে, একজন ব্যক্তি তুলনামূলকভাবে আরও দ্রুত ও সহজেই আশ্রয় খুঁজে পেতে পারতেন।—প্রহরীদুর্গ ১৭.১১, পৃষ্ঠা ১৪.
কীভাবে গীতসংহিতা ১১৮:২২ পদ যিশুর পুনরুত্থানের বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিল?
যিশুকে মশীহ হিসেবে প্রত্যাখ্যান করা হয়েছিল ও হত্যা করা হয়েছিল। “কোণের প্রধান প্রস্তর” হয়ে ওঠার জন্য তাঁকে পুনরুত্থিত হতে হতো।—প্রহরীদুর্গ ১৭.১২, পৃষ্ঠা ৯-১০.
মশীহের বংশধারা কি প্রথমজাত সন্তানের অধিকারের সঙ্গে যুক্ত ছিল?
কখনো কখনো যিশুর বংশধারা প্রথমজাত সন্তানের মাধ্যমে এসেছিল কিন্তু সবসময় এমনটা হয়নি। দায়ূদ যিশয়ের প্রথমজাত সন্তান ছিলেন না; তা সত্ত্বেও, মশীহ দায়ূদের বংশেই এসেছিলেন।—প্রহরীদুর্গ ১৭.১২, পৃষ্ঠা ১৪-১৫.
কেন খ্রিস্টানদের নিজেদের প্রতি কিছুটা ভালোবাসা থাকা উপযুক্ত?
আমাদের প্রতিবেশীদের নিজেদের মতো করে ভালোবাসতে হবে। (মার্ক ১২:৩১) স্বামীদের “আপন আপন স্ত্রীকে আপন আপন দেহ বলিয়া প্রেম” করতে হবে। (ইফি. ৫:২৮) অবশ্য, নিজেদের প্রতি ভালোবাসা স্বার্থযুক্ত হয়ে উঠতে পারে।—প্রহরীদুর্গ ১৮.০১, পৃষ্ঠা ২৩.
আধ্যাত্মিকভাবে বৃদ্ধি লাভ করার জন্য আমরা কী কী করতে পারি?
আমাদের ভালোভাবে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে হবে, সেটা নিয়ে ধ্যান করতে হবে এবং যা শিখি, তা কাজে লাগাতে হবে। এ ছাড়া, আমাদের অবশ্যই পবিত্র আত্মার নির্দেশনা গ্রহণ করতে হবে এবং অন্যদের কাছ থেকে সাহায্য গ্রহণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা দেখাতে হবে।—প্রহরীদুর্গ ১৮.০২, পৃষ্ঠা ২৬.
কেন জ্যোতিষবিদ্যা ও ভাগ্যগণনা ভবিষ্যৎ সম্বন্ধে জানার চাবিকাঠি নয়?
এর পিছনে বিভিন্ন কারণ রয়েছে কিন্তু মূল কারণটা এই যে, বাইবেল এই দুটো বিষয়কেই নিন্দা করে।—প্রহরীদুর্গ (জনসাধারণের সংস্করণ) ১৮.২, পৃষ্ঠা ৪-৫.
কোনো নিমন্ত্রণ গ্রহণ করাকে আমাদের কীভাবে দেখা উচিত?
আমরা যদি কোনো নিমন্ত্রণ গ্রহণ করি, তা হলে আমাদের কথা রাখার চেষ্টা করা উচিত। (গীত. ১৫:৪) কোনো নিমন্ত্রণ গ্রহণ করার পর নিমন্ত্রণকর্তাকে ‘না’ বলা উচিত হবে না, যদি না সেটা করা একেবারে জরুরি হয়ে পড়ে। সেই নিমন্ত্রণকর্তা হয়তো ইতিমধ্যেই খাবার প্রস্তুত করার জন্য কঠোর পরিশ্রম করেছেন।—প্রহরীদুর্গ ১৮.০৩, পৃষ্ঠা ১৮.
নিযুক্ত ভাইয়েরা তীমথিয়ের কাছ থেকে কোন কোন শিক্ষা লাভ করতে পারেন?
তীমথিয় লোকেদের জন্য সত্যিই চিন্তা করতেন এবং তিনি প্রচার কাজকে প্রথমে রেখেছিলেন। তিনি পবিত্র সেবায় কঠোর পরিশ্রম করেছিলেন এবং যে-শিক্ষাগুলো লাভ করেছিলেন, সেগুলো কাজে লাগিয়েছিলেন। তিনি নিজেকে প্রশিক্ষিত করে গিয়েছিলেন এবং যিহোবার আত্মার উপর নির্ভর করেছিলেন। প্রাচীনরা ও অন্যেরা, উভয়েই তার উদাহরণ অনুকরণ করতে পারে।—প্রহরীদুর্গ ১৮.০৪, পৃষ্ঠা ১৩-১৪.