সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যিহোবার গৌরব করার জন্য ‘আপনাদের দীপ্তি উজ্জ্বল হউক’

যিহোবার গৌরব করার জন্য ‘আপনাদের দীপ্তি উজ্জ্বল হউক’

“তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হউক, যেন তাহারা তোমাদের . . . পিতার গৌরব করে।”—মথি ৫:১৬.

গান সংখ্যা: ৪৭, 

১. আমাদের আনন্দিত হওয়ার কোন বিশেষ কারণ রয়েছে?

আমরা এটা জেনে কতই-না রোমাঞ্চিত হই যে, কীভাবে ঈশ্বরের দাসেরা তাদের দীপ্তিকে উজ্জ্বল হতে দিচ্ছে! গত বছর, যিহোবার লোকেরা ১ কোটিরও বেশি বাইবেল অধ্যয়ন পরিচালনা করেছিল। আর লক্ষ লক্ষ নতুন ও আগ্রহী ব্যক্তি স্মরণার্থ সভায় যোগ দিয়েছিল এবং যিহোবার প্রেমময় উপহার অর্থাৎ মুক্তির মূল্যের বিষয়ে জানতে পেরেছিল।—১ যোহন ৪:৯.

২, ৩. (ক) কী আমাদের “জ্যোতির্গণের ন্যায় প্রকাশ” পাওয়া বা উজ্জ্বল হওয়া থেকে বিরত করে না? (খ) এই প্রবন্ধে আমরা কী নিয়ে আলোচনা করব?

সারা পৃথিবীতে যিহোবার সাক্ষিরা ভিন্ন ভিন্ন অনেক ভাষায় কথা বলে থাকে। কিন্তু, এটা আমাদের এক একতাবদ্ধ পরিবার হিসেবে যিহোবার প্রশংসা করা থেকে বিরত করে না। (প্রকা. ৭:৯) আমরা যে-ভাষাতেই কথা বলি না কেন অথবা যেখানেই থাকি না কেন, আমরা “জগতে জ্যোতির্গণের ন্যায়” প্রকাশ পেতে বা উজ্জ্বল হতে পারি।—ফিলি. ২:১৫.

আমাদের পরিচর্যা, খ্রিস্টান হিসেবে আমাদের একতা এবং আমাদের তৎপরতার মনোভাব, এই সমস্ত কিছুই যিহোবার গৌরব নিয়ে আসে। কীভাবে আমরা এই তিনটে ক্ষেত্রে আমাদের দীপ্তিকে উজ্জ্বল হতে দিতে পারি?—পড়ুন, মথি ৫:১৪-১৬.

অন্যদের যিহোবার উপাসনা করতে সাহায্য করুন

৪, ৫. (ক) আমাদের প্রচার কাজের পাশাপাশি কীভাবে আমরা আমাদের দীপ্তিকে উজ্জ্বল হতে দিতে পারি? (খ) সদয়ভাব দেখানোর মাধ্যমে কোন কোন উত্তম ফল পাওয়া যায়? (শুরুতে দেওয়া ছবিটা দেখুন।)

প্রচার ও শিষ্য তৈরি করা হল একটা গুরুত্বপূর্ণ উপায়, যেটার মাধ্যমে আমরা আমাদের দীপ্তিকে উজ্জ্বল হতে দিই। (মথি ২৮:১৯, ২০) ১৯২৫ সালে “অন্ধকারের মধ্যে দীপ্তি” শিরোনামের প্রবন্ধে বলা হয়েছিল যে, শেষকালে কোনো ব্যক্তিই প্রভুর প্রতি বিশ্বস্ত থাকতে পারবেন না, যদি না তিনি “তার দীপ্তিকে উজ্জ্বল হতে দেওয়ার সুযোগকে” কাজে লাগান। এরপর, সেই প্রবন্ধে বলা হয়েছিল: “এমনটা করার জন্য তাকে অবশ্যই বিশ্বের লোকের কাছে সুসমাচার জানাতে হবে ও ব্যক্তিগতভাবে যিহোবার ধার্মিক মান অনুযায়ী চলতে হবে।” (প্রহরীদুর্গ, জুন ১, ১৯২৫, ইংরেজি) আমাদের প্রচার কাজের পাশাপাশি আমাদের আচার-ব্যবহারও যিহোবার গৌরব নিয়ে আসে। আমরা যখন প্রচার করি, তখন অনেকে আমাদের লক্ষ করে। আমরা যখন তাদের দিকে তাকিয়ে মিষ্টিভাবে হাসি এবং আন্তরিকভাবে সম্ভাষণ জানাই, তখন সেটা তাদের আমাদের সম্বন্ধে ও আমরা যে-ঈশ্বরের উপাসনা করি, তাঁর সম্বন্ধে ইতিবাচক চিন্তা করতে সাহায্য করে।

যিশু তাঁর শিষ্যদের বলেছিলেন, কোনো ব্যক্তির “গৃহে প্রবেশ করিবার সময়ে সেই গৃহকে মঙ্গলবাদ করিও।” (মথি ১০:১২) যিশু যে-এলাকায় প্রচার করেছিলেন, সেখানকার প্রথা অনুযায়ী লোকেরা অপরিচিত ব্যক্তিদের তাদের বাড়িতে আমন্ত্রণ জানাত। বর্তমানে, অনেক জায়গায় লোকেরা আর এই প্রথা মানে না। লোকেরা যখন কোনো অপরিচিত ব্যক্তিকে তাদের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে, তখন প্রায়ই তারা ঘাবড়ে যায় কিংবা বিরক্ত হয়ে যায়। কিন্তু, আমরা যদি বন্ধুত্বপরায়ণ ও সদয় হই, তা হলে তারা হয়তো স্বচ্ছন্দ বোধ করবে। ট্রলি ব্যবহার করে জনসাধারণ্যে সাক্ষ্যদান করার সময়ে আপনি কি কখনো লক্ষ করেছেন যে, আপনি যদি লোকেদের দিকে তাকিয়ে মিষ্টিভাবে হাসেন ও বন্ধুত্বপরায়ণভাবে সম্ভাষণ জানান, তা হলে তারা এগিয়ে এসে প্রকাশনা নেওয়ার জন্য আরও বেশি স্বচ্ছন্দ বোধ করে? তারা এমনকী কথা শুরু করার জন্য আগ্রহী হতে পারে!

৬. কী এক বয়স্ক দম্পতিকে পরিচর্যায় সক্রিয় থাকতে সাহায্য করেছে?

ইংল্যান্ডের এক বয়স্ক দম্পতি আর আগের মতো বেশি করে ঘরে ঘরে প্রচার করায় অংশ নিতে পারেন না কারণ তাদের শরীর খুব-একটা ভালো থাকে না। তাই, তারা ঠিক তাদের বাড়ির সামনেই একটা টেবিলে বিভিন্ন প্রকাশনা রাখেন। যেহেতু তারা একটা স্কুলের কাছেই থাকেন, তাই তারা টেবিলে এমন প্রকাশনাদি রাখেন, যেগুলো সেই বাবা-মায়েদের কাছে আগ্রহজনক হবে, যারা স্কুল থেকে তাদের সন্তানদের নিতে আসেন। কোনো কোনো বাবা-মা কিছু প্রকাশনা নিয়েছেন যেমন, যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে-উত্তরগুলো কাজ করে, খণ্ড ১ ও খণ্ড ২ (ইংরেজি)। একজন অগ্রগামী বোন প্রায়ই সেই দম্পতির সঙ্গে যোগ দেন। বাবা-মায়েরা লক্ষ করেছেন যে, সেই বোন খুবই বন্ধুত্বপরায়ণ এবং সেই দম্পতি সত্যিই অন্যদের সাহায্য করতে চান। একজন বাবা এমনকী বাইবেল অধ্যয়ন করতে শুরু করেছেন।

৭. কীভাবে আপনি আপনার এলাকার শরণার্থীদের সাহায্য করতে পারেন?

সম্প্রতি, অনেক লোককে তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে আর এখন তারা অন্য দেশে শরণার্থী হিসেবে বাস করছে। আপনার এলাকার শরণার্থীদের যিহোবা সম্বন্ধে জানতে সাহায্য করার জন্য আপনি কী করতে পারেন? প্রথমে, আপনি শিখতে পারেন যে, কীভাবে তাদের ভাষায় সম্ভাষণ জানাতে হয়। এর পাশাপাশি, আপনি JW ল্যাঙ্গুয়েজ  আ্যপ ব্যবহার করে তাদের ভাষায় এমন কিছু বাক্য বলা শিখতে পারেন, যেগুলো হয়তো তাদের থেমে আপনার কথা শোনার জন্য আগ্রহী করতে পারে। এরপর, আপনি jw.org থেকে তাদের ভাষায় কিছু ভিডিও ও প্রকাশনা দেখাতে পারেন।—দ্বিতীয়. ১০:১৯.

৮, ৯. (ক) কীভাবে সপ্তাহের মাঝের সভা আমাদের সাহায্য করে? (খ) কীভাবে বাবা-মায়েরা তাদের সন্তানদের সভায় মন্তব্য করার ক্ষেত্রে উন্নতি করার জন্য সাহায্য করতে পারেন?

কার্যকরীভাবে প্রচার করার জন্য আমাদের যা-কিছুর প্রয়োজন, যিহোবা আমাদের সেই সমস্তই প্রদান করেন। উদাহরণ স্বরূপ, আমরা জীবন ও পরিচর্যা সভায় যা শিখি, তা আমাদের আরও বেশি আস্থার সঙ্গে পুনর্সাক্ষাৎ করতে ও বাইবেল অধ্যয়ন শুরু করতে সাহায্য করে।

নতুন ব্যক্তিরা যখন আমাদের সভায় আসে, তখন প্রায়ই তারা আমাদের সন্তানদের মন্তব্য শুনে অভিভূত হয়ে যায়। আপনি আপনার সন্তানদের কোনো প্রকাশনা থেকে পড়ে পড়ে অথবা কারো কাছ থেকে শুনে উত্তর দিতে শেখানোর পরিবর্তে, নিজের ভাষায় উত্তর দেওয়া শেখাতে পারেন। কোনো কোনো ব্যক্তি যখন সন্তানদের তাদের বিশ্বাস সম্বন্ধে সহজসরলভাবে ও মন থেকে মন্তব্য করতে শুনেছে, তখন সেই ব্যক্তিরা সত্যের প্রতি আকৃষ্ট হয়েছে।—১ করি. ১৪:২৫.

একতাকে শক্তিশালী করুন

১০. কীভাবে পারিবারিক উপাসনা পরিবারগুলোকে আরও বেশি একতাবদ্ধ হওয়ার জন্য সাহায্য করতে পারে?

১০ আমরা যখন কঠোর প্রচেষ্টা করে আমাদের পরিবারকে একসঙ্গে একতাবদ্ধভবে ও শান্তিতে কাজ করার জন্য প্রশিক্ষিত করি, তখন আমরা যিহোবার গৌরব নিয়ে আসি। উদাহরণ স্বরূপ, আপনি যদি একজন বাবা অথবা মা হয়ে থাকেন, তা হলে নিয়মিতভাবে পারিবারিক উপাসনা করার ব্যবস্থা করুন। অনেক পরিবার একসঙ্গে JW ব্রডকাস্টিং দেখে থাকে আর তারপর, তারা যা শেখে, তা কীভাবে কাজে লাগাতে পারে, সেটা নিয়ে আলোচনা করে। মনে রাখবেন, একটি ছোটো সন্তানের যে-নির্দেশনার প্রয়োজন ও একটি কিশোরবয়সি সন্তানের যে-নির্দেশনার প্রয়োজন, সেটার মধ্যে পার্থক্য রয়েছে। আপনার পরিবারের প্রত্যেক সদস্য যাতে পারিবারিক উপাসনা থেকে সত্যিই উপকৃত হয়, সেই বিষয়ে তাদের সাহায্য করার জন্য যথাসাধ্য করুন।—গীত. ১৪৮:১২, ১৩.

বয়স্ক ব্যক্তিদের সঙ্গে সময় ব্যয় করা আমাদের জন্য ভালো (১১ অনুচ্ছেদ দেখুন)

১১-১৩. কীভাবে আমরা আমাদের মণ্ডলীকে আরও বেশি একতাবদ্ধ হয়ে ওঠার জন্য সাহায্য করতে পারি?

১১ তুমি যদি একজন অল্পবয়সি হয়ে থাকো, তারপরও তুমি মণ্ডলীর সকলকে এটা অনুভব করার জন্য সাহায্য করতে পার যে, তারা মূল্যবান। তা করার একটা উপায় হল বয়স্ক ভাই ও বোনদের সঙ্গে বন্ধুত্ব করা। তাদের জিজ্ঞেস করো যে, কী তাদের এত বছর ধরে যিহোবার সেবা চালিয়ে যেতে সাহায্য করেছে। তারা তোমাকে অনেক মূল্যবান শিক্ষা দিতে পারেন। এটা তাদেরকে ও তোমাকে উৎসাহিত করবে! আর আমরা অল্পবয়সি অথবা বৃদ্ধ, যা-ই হই না কেন, আমরা সবাই আমাদের কিংডম হলে আসা ব্যক্তিদের স্বচ্ছন্দ বোধ করার জন্য সাহায্য করতে পারি। তুমি তাদের সম্ভাষণ জানাতে পার, তাদের দিকে তাকিয়ে মিষ্টিভাবে হাসতে পার, তাদের বসার জায়গা খুঁজে পেতে সাহায্য করতে পার এবং অন্যদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতে পার। তাদের এমনটা অনুভব করতে সাহায্য করো যে, তাদের সাদরে গ্রহণ করা হয়েছে।

১২ আপনাকে যদি ক্ষেত্রের পরিচর্যার জন্য সভা পরিচালনা করার কার্যভার দেওয়া হয়, তা হলে আপনি বয়স্ক ব্যক্তিদের তাদের দীপ্তিকে ক্রমাগত উজ্জ্বল রাখার জন্য সাহায্য করতে পারেন। খেয়াল রাখুন যেন তাদের কাছে প্রচার করার জন্য উপযুক্ত এলাকা থাকে। তাদের সঙ্গে কমবয়সি ব্যক্তিদের প্রচার করার ব্যবস্থা করুন। যে-ভাই ও বোনেরা বয়স্ক হয়ে গিয়েছেন এবং যাদের স্বাস্থ্যগত সমস্যা রয়েছে, তারা প্রায়ই এই কারণে নিরুৎসাহিত হয়ে যান যে, তারা আর আগের মতো বেশি করে প্রচার কাজে অংশ নিতে পারেন না। কিন্তু, তারা যখন উপলব্ধি করবে যে, আপনি তাদের জন্য চিন্তা করেন এবং তাদের পরিস্থিতি বোঝেন, তখন তাদের অনেকটা ভালো লাগবে। তারা যত বয়স্কই হোন না কেন অথবা তারা যত বছর ধরেই সত্যে থাকুন না কেন, আপনার সদয়ভাব তাদের উদ্যোগের সঙ্গে প্রচার করে চলার জন্য উৎসাহিত করতে পারে।—লেবীয়. ১৯:৩২.

১৩ ইস্রায়েলীয়রা একসঙ্গে যিহোবার উপাসনা করাকে উপভোগ করত। গীতরচক লিখেছিলেন: “ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে, ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে!” (পড়ুন, গীতসংহিতা ১৩৩:১, ২.) তিনি এই একতাকে অভিষিক্ত করার তেলের সঙ্গে তুলনা করেছিলেন, যেটা ত্বককে সতেজ করত এবং যেটার এক চমৎকার সুগন্ধ ছিল। একইভাবে, আমরা হাসিখুশি স্বভাবের ও সদয় হওয়ার মাধ্যমে আমাদের ভাই-বোনদের সতেজ করতে পারি। এটা মণ্ডলীকে আরও বেশি একতাবদ্ধ করে তোলে। আপনি কি আপনার মণ্ডলীর ভাই-বোনদের সঙ্গে আরও ভালোভাবে পরিচিত হতে পারেন?—২ করি. ৬:১১-১৩.

১৪. আপনি যে-এলাকায় থাকেন, কীভাবে সেখানে আপনার দীপ্তিকে উজ্জ্বল হতে দিতে পারেন?

১৪ আপনি যেখানেই থাকেন না কেন, আপনার দীপ্তি উজ্জ্বল হতে পারে। আপনার সদয়ভাব আপনার প্রতিবেশীদের যিহোবা সম্বন্ধে আরও বেশি জানার জন্য অনুপ্রাণিত করতে পারে। নিজেকে জিজ্ঞেস করুন: ‘আমার প্রতিবেশীরা আমার সম্বন্ধে কী মনে করে? আমার বাড়ি কি পরিষ্কার-পরিচ্ছন্ন? আমার বাড়ির কারণে আমার এলাকাটা কি দেখতে সুন্দর লাগে? আমি কি আমার প্রতিবেশীদের সাহায্য করি?’ অন্যান্য সাক্ষিদের জিজ্ঞেস করুন যে, কীভাবে তাদের সদয়ভাব ও উত্তম উদাহরণ তাদের আত্মীয়স্বজন, প্রতিবেশী, সহকর্মী অথবা সহপাঠীদের প্রভাবিত করেছে।—ইফি. ৫:৯.

জেগে থাকুন

১৫. কেন আমাদের জেগে থাকতে হবে?

১৫ আমরা যদি আমাদের দীপ্তিকে উজ্জ্বল করে রাখতে চাই, তা হলে আমাদের এই বিষয়ে অবগত থাকতে হবে যে, আমরা কোন সময়ে বাস করছি। যিশু একাধিক বার তাঁর শিষ্যদের বলেছিলেন: “জাগিয়া থাক।” (মথি ২৪:৪২; ২৫:১৩; ২৬:৪১) আমরা যদি মনে করি, “মহাক্লেশ” আসতে এখনও অনেক দেরি আছে, তা হলে আমরা অন্যদের যিহোবা সম্বন্ধে জানতে সাহায্য করার জন্য প্রতিটা সুযোগ কাজে লাগানোর বিষয়ে সতর্ক থাকব না। (মথি ২৪:২১) আমাদের দীপ্তি উজ্জ্বল হওয়ার পরিবর্তে বরং ধীরে ধীরে কমে যাবে এবং একসময় হয়তো আর দেখা যাবে না।

১৬, ১৭. আপনার তৎপরতার মনোভাব বজায় রাখার জন্য আপনি কী করতে পারেন?

১৬ অন্য যেকোনো সময়ের চেয়ে এখন আরও বেশি করে আমাদের জেগে থাকতে হবে। জগতের পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। কিন্তু আমরা জানি যে, এই জগতের শেষ ঠিক যিহোবার নির্ধারিত সময়েই আসবে। (মথি ২৪:৪২-৪৪) সেই সময় না আসা পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে ও সেইসঙ্গে আমাদের ভবিষ্যতের দিকে মনোযোগ কেন্দ্রীভূত রাখতে হবে। প্রতিদিন বাইবেল পড়ুন এবং কখনো যিহোবার কাছে প্রার্থনা করা বন্ধ করবেন না। (১ পিতর ৪:৭) সেই ভাই-বোনদের কাছ থেকে শিখুন, যারা বহু বছর ধরে যিহোবার সেবা করেছে। উদাহরণ স্বরূপ, আপনি বিভিন্ন জীবনকাহিনি পড়তে পারেন যেমন, “সত্তর বছর ধরে এক এক যিহুদির বস্ত্রের অঞ্চল ধরে থাকা” শিরোনামের প্রবন্ধটা, যেটা ২০১২ সালের ১৫ এপ্রিল প্রহরীদুর্গ পত্রিকার ১৮-২১ পৃষ্ঠায় প্রকাশিত হয়েছিল।

১৭ যিহোবার সেবায় ব্যস্ত থাকুন। অন্যদের জন্য সদয় কাজ করুন এবং আপনার ভাই-বোনদের সঙ্গে সময় ব্যয় করুন। এমনটা করার মাধ্যমে আপনি সুখী হতে পারবেন এবং আপনার মনে হবে যেন সময় খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে। (ইফি. ৫:১৬) যিহোবার দাসেরা বিগত এক-শো বছরে অনেক কিছু সম্পাদন করেছে। আর বর্তমানে, আমরা যেকোনো সময়ের চেয়ে আরও বেশি ব্যস্ত। যিহোবার কাজের এই ব্যাপক বৃদ্ধি সম্বন্ধে আমরা আগে কখনো কল্পনাও করতে পারিনি। আমাদের দীপ্তি এখন খুবই উজ্জ্বল!

পালকীয় সাক্ষাতের সময়ে আমরা ঈশ্বরের প্রজ্ঞা থেকে উপকার লাভ করতে পারি (১৮, ১৯ অনুচ্ছেদ দেখুন)

১৮, ১৯. কীভাবে প্রাচীনরা আমাদের উদ্যোগের সঙ্গে যিহোবার সেবা করার জন্য সাহায্য করতে পারেন? একটা উদাহরণ দিন।

১৮ যদিও আমরা অনেক ভুল করি কিন্তু তারপরও, যিহোবা আমাদের তাঁর সেবা করার অনুমতি দেন। আমাদের সাহায্য করার জন্য তিনি ‘মনুষ্যদিগের নানা বর’ বা দানরূপ মানুষদের অর্থাৎ মণ্ডলীর প্রাচীনদের জোগান। (পড়ুন, ইফিষীয় ৪:৮, ১১, ১২.) তাই, প্রাচীনরা যখন আপনার সঙ্গে দেখা করতে আসেন, তখন তাদের প্রজ্ঞা ও পরামর্শ থেকে শিক্ষা লাভ করার জন্য সেই সময়ের সদ্‌ব্যবহার করুন।

১৯ উদাহরণ স্বরূপ, ইংল্যান্ডের এক দম্পতি তাদের বিয়েতে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিলেন আর তাই, তারা দু-জন প্রাচীনের কাছে সাহায্য চেয়েছিলেন। সেই স্ত্রী মনে করেছিলেন যে, তার স্বামী যিহোবার সেবায় নেতৃত্ব দিচ্ছেন না। আর তার স্বামী মনে করেছিলেন যে, তিনি একজন উত্তম শিক্ষক নন এবং স্বীকার করেছিলেন, তিনি নিয়মিতভাবে পারিবারিক উপাসনার ব্যবস্থা করছিলেন না। প্রাচীনরা সেই দম্পতিকে যিশুর উদাহরণ নিয়ে চিন্তা করতে সাহায্য করেছিলেন। তারা সেই স্বামীকে উৎসাহিত করেছিলেন যেন তিনি, যিশু যেভাবে তাঁর শিষ্যদের যত্ন নিতেন, সেটাকে অনুকরণ করেন। তারা সেই স্ত্রীকে উৎসাহিত করেছিলেন যেন তিনি তার স্বামীর প্রতি ধৈর্য ধরেন। এ ছাড়া, তারা এই বিষয়ে কিছু পরামর্শও দিয়েছিলেন যে, কীভাবে সেই দম্পতি তাদের দুই সন্তানের সঙ্গে পারিবারিক উপাসনা করতে পারেন। (ইফি. ৫:২১-২৯) সেই স্বামী তার পরিবারের আরও উত্তম এক মস্তক হওয়ার জন্য কঠোর প্রচেষ্টা করেছিলেন। প্রাচীনরা তাকে হাল ছেড়ে না দিতে ও যিহোবার আত্মার উপর নির্ভর করে চলতে উৎসাহিত করেছিলেন। প্রাচীনরা যে-প্রেম ও সদয়ভাব দেখিয়েছিলেন, সেটা সেই পরিবারকে সত্যিই সাহায্য করেছিল!

২০. আপনি যখন আপনার দীপ্তিকে উজ্জ্বল হতে দেবেন, তখন সেটার ফলাফল কী হবে?

২০ গীতরচক গেয়েছিলেন: “ধন্য” বা সুখী “সেই জন, যে কেহ সদাপ্রভুকে ভয় করে, যে তাঁহার সকল পথে চলে।” (গীত. ১২৮:১) আপনি যখন আপনার দীপ্তিকে উজ্জ্বল হতে দেবেন, তখন আপনি সুখী হবেন। তাই, অন্যদের যিহোবা সম্বন্ধে শেখান, আপনার পরিবার ও মণ্ডলীকে একতাবদ্ধ রাখতে সাহায্য করার জন্য আপনার যথাসাধ্য করুন এবং জেগে থাকুন। অন্যেরা আপনার উত্তম উদাহরণ লক্ষ করবে এবং তারাও আমাদের স্বর্গস্থ পিতা, যিহোবার গৌরব করতে অনুপ্রাণিত হবে।—মথি ৫:১৬.