সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আমরা যিহোবাকে কোন উপহার দিতে পারি?

আমরা যিহোবাকে কোন উপহার দিতে পারি?

যিশু একবার বলেছিলেন: “গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য” বা সুখী “হইবার বিষয়।” (প্রেরিত ২০:৩৫) এই মৌলিক সত্যটা যিহোবার সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য। কেন? যিহোবা আমাদের এমন অনেক উপহার দিয়েছেন, যেগুলো আমাদের সুখী করে তোলে কিন্তু আমরা যিহোবাকে উপহার দেওয়ার মাধ্যমে এমনকী আরও বেশি সুখ লাভ করতে পারি। আমরা যিহোবাকে কোন উপহার দিতে পারি? হিতোপদেশ ৩:৯ পদ বলে: “তুমি সদাপ্রভুর সম্মান কর আপনার ধনে।” আমাদের ‘ধন’ বা মূল্যবান বিষয়গুলোর মধ্যে রয়েছে আমাদের সময়, প্রতিভা, শক্তি ও বস্তুগত বিষয়। আমরা যখন এই ধরনের সম্পদকে সত্য উপাসনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করি, তখন আমরা আসলে যিহোবাকে উপহার দিই আর এটা আমাদের জন্য প্রচুর সুখ নিয়ে আসে।

যখন বস্তুগত সম্পদের বিষয়টা আসে, তখন কী আমাদের যিহোবাকে উপহার দেওয়ার বিষয়টা ভুলে না যেতে সাহায্য করবে? প্রেরিত পৌল করিন্থীয়দের দান হিসেবে দেওয়ার জন্য ‘কিছু কিছু অর্থ রাখিয়া সঞ্চয় করিতে’ বলেছিলেন। (১ করি. ১৬:২) আপনি যদি আপনার এলাকায় প্রাপ্ত দান দেওয়ার পদ্ধতিগুলো সম্বন্ধে আরও তথ্য লাভ করতে চান, তা হলে আপনি কী করতে পারেন? দয়া করে নীচের বাক্সটা দেখুন।

সব দেশে অনলাইনে দান করার ব্যবস্থা নেই। তবে, দান করার অন্যান্য উপায়গুলো সম্বন্ধে দান সংক্রান্ত ওয়েব পেজে তথ্য পাওয়া যেতে পারে। কোনো কোনো দেশে, সেই পেজে একটা ডকুমেন্ট রয়েছে, যেটাতে দান করার বিষয়ে প্রায়ই জিজ্ঞাস্য প্রশ্নগুলোর উত্তরগুলো রয়েছে।