প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) ফেব্রুয়ারি ২০১৬

এই সংখ্যায় ২০১৬ সালের এপ্রিল মাসের ৪ তারিখ থেকে মে মাসের ১ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

জীবনকাহিনি

যিহোবার সাহায্যে আমি তাঁর সেবায় সফল হতে পেরেছি

করউইন রবিসন ৭৩ বছর ধরে বিশ্বস্তভাবে ঈশ্বরের সেবা করেছিলেন আর এর মধ্যে তিনি ৬০ বছরের বেশি সময় যুক্তরাষ্ট্রের বেথেলে সেবা করেছেন

যিহোবা তাকে “আমার বন্ধু” বলেছিলেন

আপনি কি যিহোবার বন্ধু হতে চান? কীভাবে হতে পারেন, তা অব্রাহামের উদাহরণ থেকে শিখুন।

যিহোবার ঘনিষ্ঠ বন্ধুদের অনুকরণ করুন

কীভাবে রূৎ, হিষ্কিয় এবং মরিয়ম ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তুলতে পেরেছিলেন?

আনন্দের সঙ্গে যিহোবার সেবা করে চলুন

তিনটে গুরুত্বপূর্ণ নীতি নিয়ে ধ্যান করা আপনাকে আনন্দ বজায় রাখার ক্ষেত্রে সাহায্য করতে পারে।

যিহোবার প্রতি আপনার আনুগত্যের প্রমাণ দিন

যোনাথনের উদাহরণ আমাদেরকে চারটে কঠিন পরিস্থিতিতে যিহোবার প্রতি আনুগত্যের প্রমাণ দেওয়ার বিষয়ে সাহায্য করতে পারে।

যিহোবার অনুগত দাসদের কাছ থেকে শিখুন

কীভাবে দায়ূদ, যোনাথন, নাথন এবং হূশয় প্রথমে যিহোবার প্রতি আনুগত্য দেখিয়েছিলেন?

আমাদের আর্কাইভ থেকে

লক্ষ লক্ষ লোকের কাছে পরিচিত এক সাউন্ডকার

১৯৩৬ থেকে ১৯৪১ সাল পর্যন্ত “প্রহরীদুর্গ সাউন্ডকার”-এর সাহায্যে ব্রাজিলের অল্পসংখ্যক সাক্ষি লক্ষ লক্ষ লোকের কাছে রাজ্যের বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছিল।