সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যিহোবার অনুগত দাসদের কাছ থেকে শিখুন

যিহোবার অনুগত দাসদের কাছ থেকে শিখুন

“বস্তুতঃ ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ [“দয়া এবং আনুগত্য,” ইজি-টু-রিড ভারশন] ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন?”মীখা ৬:৮.

গান সংখ্যা: ১৮, ৪৩

১, ২. কীভাবে দায়ূদ ঈশ্বরের প্রতি আনুগত্য দেখিয়েছিলেন? (শুরুতে দেওয়া ছবিটা দেখুন।)

শৌল ও তার ৩,০০০ সৈন্য দায়ূদকে হত্যা করার জন্য যিহূদার প্রান্তরে তাকে খুঁজে বেড়াচ্ছিলেন। কিন্তু এক রাতে, দায়ূদ ও তার লোকেরা সেই জায়গাটা খুঁজে পেয়েছিলেন, যেখানে শৌল ও তার সৈন্যরা শিবিরস্থাপন করেছিলেন। তারা সকলে ঘুমিয়ে ছিলেন আর তাই দায়ূদ ও অবীশয় অত্যন্ত সতর্কতার সঙ্গে সৈন্যদের এড়িয়ে শৌলকে খুঁজে বের করেছিলেন। অবীশয় নীচুস্বরে দায়ূদকে বলেছিলেন: “বড়শা দ্বারা উহাঁকে এক আঘাতে ভূমির সহিত গাঁথিবার অনুমতি দিউন, আমি উহাঁকে দুই বার আঘাত করিব না।” কিন্তু, শৌলকে হত্যা করার জন্য দায়ূদ তাকে অনুমতি দেননি। তিনি অবীশয়কে বলেছিলেন: “উহাঁকে বিনষ্ট করিও না; কেননা সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে কে হস্ত বিস্তার করিয়া নির্দ্দোষ হইতে পারে?” তারপর দায়ূদ বলেছিলেন: “আমি যে সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে হস্ত বিস্তার করি, সদাপ্রভু এমন না করুন।”—১ শমূ. ২৬:৮-১২.

যিহোবার প্রতি অনুগত থাকার জন্য কী করা প্রয়োজন, দায়ূদ তা বুঝতে পেরেছিলেন। তিনি জানতেন, শৌলের প্রতি তার সম্মান দেখানো উচিত আর তিনি তাকে আঘাত করার কথা চিন্তাও করেননি। কেন? কারণ ঈশ্বর শৌলকে ইস্রায়েলের রাজা হিসেবে মনোনীত করেছিলেন। অতীতের মতো বর্তমানেও যিহোবা চান, তাঁর সকল দাস তাঁর প্রতি অনুগত থাকবে এবং তিনি যাদের কর্তৃত্বে থাকতে দিয়েছেন, তাদের প্রতি সম্মান দেখাবে।—পড়ুন, মীখা ৬:৮.

৩. কীভাবে অবীশয় দায়ূদের প্রতি আনুগত্য দেখিয়েছিলেন?

অবীশয় দায়ূদকে সম্মান করতেন, কারণ তিনি জানতেন, ঈশ্বর দায়ূদকে রাজা হওয়ার জন্য মনোনীত করেছেন। তবে রাজা হওয়ার পর, দায়ূদ কয়েকটা গুরুতর পাপ করেছিলেন। তিনি ঊরিয়ের স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করেছিলেন আর এরপর যোয়াবকে আদেশ দিয়েছিলেন, যেন যুদ্ধে ঊরিয়ের মৃত্যু হয়। (২ শমূ. ১১:২-৪, ১৪, ১৫; ১ বংশা. ২:১৬) যোয়াব অবীশয়ের ভাই ছিলেন, তাই অবীশয় নিশ্চয়ই দায়ূদের সেই কাজ সম্বন্ধে শুনেছিলেন। কিন্তু তারপরও তিনি দায়ূদের প্রতি সবসময় সম্মান দেখিয়েছিলেন। তা ছাড়া, অবীশয় একজন সেনাপতি ছিলেন আর তিনি চাইলে রাজা হওয়ার জন্য নিজের ক্ষমতা ব্যবহার করতে পারতেন। কিন্তু তিনি কখনো তা করেননি। এর পরিবর্তে, তিনি দায়ূদের অধীনে থেকে কাজ করেছিলেন এবং তাকে শত্রুদের হাত থেকে সুরক্ষা করেছিলেন।—২ শমূ. ১০:১০; ২০:৬; ২১:১৫-১৭.

৪. (ক) কীভাবে দায়ূদ ঈশ্বরের প্রতি আনুগত্যের এক উদাহরণ হয়ে উঠেছিলেন? (খ) আমরা আর কোন উদাহরণ নিয়ে আলোচনা করব?

দায়ূদ আজীবন যিহোবার প্রতি অনুগত ছিলেন। অল্পবয়সে তিনি দৈত্যাকৃতির গলিয়াৎকে হত্যা করেছিলেন কারণ গলিয়াৎ যিহোবা ও ইস্রায়েলীয়দের নিয়ে উপহাস করেছিলেন। (১ শমূ. ১৭:২৩, ২৬, ৪৮-৫১) এরপর দায়ূদ যখন রাজা হন ও পরবর্তী সময়ে পাপ করেন, তখন যিহোবার ভাববাদী নাথন তাকে সংশোধন করতে গিয়েছিলেন। দায়ূদ সঙ্গেসঙ্গে তার পাপ স্বীকার করেছিলেন এবং অনুতপ্ত হয়েছিলেন। (২ শমূ. ১২:১-৫, ১৩) পরে বৃদ্ধ বয়সে দায়ূদ যিহোবার মন্দির নির্মাণে সাহায্য করার জন্য বিভিন্ন ধরনের মূল্যবান সামগ্রী দান করেছিলেন। (১ বংশা. ২৯:১-৫) তাই এটা স্পষ্ট, দায়ূদ যদিও জীবনে বিভিন্ন গুরুতর ভুল করেছিলেন, কিন্তু তিনি কখনো ঈশ্বরের প্রতি ‘আনুগত্য’ দেখাতে ব্যর্থ হননি। (গীত. ৫১:৪, ১০; ৮৬:২, NW) এই প্রবন্ধে আমরা দায়ূদের ও তার সমসাময়িক অন্যান্য ব্যক্তির উদাহরণ আলোচনা করব এবং দেখব, আমরা কীভাবে অন্য কোনো ব্যক্তির চেয়ে বরং যিহোবার প্রতি অনুগত থাকতে পারি। আর আমরা এমন অন্যান্য গুণ নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের আনুগত্য বজায় রাখতে সাহায্য করবে।

আপনি কি যিহোবার প্রতি অনুগত থাকবেন?

৫. অবীশয়ের ভুল থেকে আমরা কোন শিক্ষা লাভ করতে পারি?

অবীশয় যখন শৌলকে হত্যা করতে চেয়েছিলেন, তখন তিনি আসলে দায়ূদের প্রতি আনুগত্য দেখানোর চেষ্টা করেছিলেন। কিন্তু দায়ূদ যেহেতু জানতেন, “সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তির” ক্ষতি করা অন্যায় হবে, তাই তিনি রাজাকে হত্যা করার জন্য অবীশয়কে অনুমতি দেননি। (১ শমূ. ২৬:৮-১১) এটা আমাদের এক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে: কার প্রতি প্রথমে আনুগত্য দেখাতে হবে, সেই বিষয়ে যখন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, তখন আমাদের বাইবেল থেকে এমন নীতিগুলো নিয়ে চিন্তা করতে হবে, যেগুলো সেই পরিস্থিতিতে সাহায্য করতে পারে।

৬. আমাদের পরিবারের কোনো সদস্য ও বন্ধুর প্রতি অনুগত থাকা যদিও স্বাভাবিক বিষয়, কিন্তু আমাদের কেন সতর্ক থাকতে হবে?

আমাদের প্রিয়জনদের প্রতি, যেমন আমাদের কোনো বন্ধু অথবা পরিবারের কোনো সদস্যের প্রতি অনুগত থাকা স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা যেহেতু অসিদ্ধ, তাই আবেগের কারণে আমরা ভ্রান্ত হতে পারি। (যির. ১৭:৯) এই কারণে, আমাদের কোনো প্রিয়জন যদি মন্দ কাজ করেন ও সত্য ছেড়ে চলে যান, তা হলে আমাদের মনে রাখতে হবে, অন্য যেকোনো ব্যক্তির চেয়ে যিহোবার প্রতি অনুগত থাকা আরও গুরুত্বপূর্ণ।—পড়ুন, মথি ২২:৩৭.

৭. কীভাবে একজন বোন কঠিন পরিস্থিতিতেও ঈশ্বরের প্রতি অনুগত ছিলেন?

আপনার পরিবারের কোনো সদস্য যদি সমাজচ্যুত হন, তা হলে আপনি যিহোবাকে দেখাতে পারেন, আপনি তাঁর প্রতি অনুগত আছেন। উদাহরণ হিসেবে বলা যায়, আ্যন নামে একজন বোনের মা সমাজচ্যুত হয়েছিলেন। [১] তিনি আ্যনকে ফোন করে বলেছিলেন, তিনি তার সঙ্গে দেখা করতে চান। মা আরও বলেছিলেন, পরিবারের সদস্যরা যেহেতু তার সঙ্গে কথা বলে না, তাই তিনি খুব কষ্ট পাচ্ছেন। তা শুনে আ্যনও কষ্ট পেয়েছিলেন এবং তাকে প্রতিজ্ঞা করেছিলেন, তিনি চিঠি লিখে উত্তর দেবেন। মাকে চিঠি লেখার আগে আ্যন বাইবেলের কিছু নীতি নিয়ে ধ্যান করেছিলেন। (১ করি. ৫:১১; ২ যোহন ৯-১১) তারপর, চিঠিতে তিনি সদয়ভাবে ব্যাখ্যা করেছিলেন, পাপ করার পর অনুতপ্ত না হওয়ার কারণে তার মা নিজেই পরিবারের কাছ থেকে দূরে সরে গিয়েছেন। আ্যন তার মাকে বলেছিলেন, একমাত্র যিহোবার কাছে ফিরে আসার মাধ্যমেই তিনি আবার আনন্দ লাভ করতে পারবেন।—যাকোব ৪:৮.

৮. কোন গুণগুলো আমাদেরকে ঈশ্বরের প্রতি অনুগত থাকতে সাহায্য করবে?

দায়ূদের সময়ে ঈশ্বরের অনুগত দাসেরা নম্র, সদয় ও সাহসী ছিলেন। আসুন আমরা দেখি, এই গুণগুলো কীভাবে যিহোবার প্রতি অনুগত থাকতে আমাদের সাহায্য করতে পারে।

আমাদের নম্র হতে হবে

৯. কেন অব্‌নের দায়ূদকে হত্যা করার চেষ্টা করেছিলেন?

শৌলের ছেলে যোনাথন এবং ইস্রায়েলীয় সেনাপতি অব্‌নের, দায়ূদকে গলিয়াতের কাটা মাথা হাতে নিয়ে রাজা শৌলের কাছে আসতে দেখেছিলেন। যোনাথন দায়ূদের বন্ধু হয়ে উঠেছিলেন এবং তার প্রতি আনুগত্য বজায় রেখেছিলেন। (১ শমূ. ১৭:৫৭–১৮:৩) কিন্তু অব্‌নের তা করেননি। আসলে, তিনি পরবর্তী সময়ে শৌলকে সাহায্য করেছিলেন, যিনি দায়ূদকে হত্যা করতে চেয়েছিলেন। (১ শমূ. ২৬:১-৫; গীত. ৫৪:৩) যোনাথন ও অব্‌নের দু-জনেই জানতেন, ইস্রায়েলের পরবর্তী রাজা হিসেবে ঈশ্বর দায়ূদকে মনোনীত করেছেন। কিন্তু শৌলের মৃত্যুর পর, অব্‌নের দায়ূদকে সমর্থন করেননি। এর পরিবর্তে, তিনি শৌলের ছেলে ঈশ্‌বোশৎকে রাজা বানানোর চেষ্টা করেছিলেন। পরে, অব্‌নের নিজেই হয়তো রাজা হতে চেয়েছিলেন আর সম্ভবত এই কারণেই তিনি রাজা শৌলের একজন উপপত্নীর সঙ্গে যৌন সম্পর্ক করেছিলেন। (২ শমূ. ২:৮-১০; ৩:৬-১১) দায়ূদ সম্বন্ধে যোনাথন ও অব্‌নেরের দৃষ্টিভঙ্গি কেন এত আলাদা ছিল? কারণ যোনাথন যিহোবার প্রতি অনুগত ও নম্র ছিলেন, কিন্তু অব্‌নের ছিলেন না।

১০. কেন অবশালোম ঈশ্বরের প্রতি অনুগত থাকেননি?

১০ দায়ূদের ছেলে অবশালোম নম্র ছিলেন না আর তাই তিনি ঈশ্বরের প্রতি অনুগত থাকেননি। তিনি রাজা হতে চেয়েছিলেন। এই কারণে তিনি “রথ, অশ্ব ও আপনার অগ্রে অগ্রে দৌড়িবার জন্য পঞ্চাশ জন লোক” রেখেছিলেন। (২ শমূ. ১৫:১) এ ছাড়া, তিনি প্রতারণা করে অনেক ইস্রায়েলীয় ব্যক্তির আনুগত্য লাভ করেছিলেন। এমনকী তিনি নিজের বাবাকে হত্যা করতে চেয়েছিলেন, যদিও তিনি জানতেন, যিহোবা দায়ূদকে ইস্রায়েলের রাজা হিসেবে মনোনীত করেছেন।—২ শমূ. ১৫:১৩, ১৪; ১৭:১-৪.

১১. অব্‌নের, অবশালোম ও বারূক সম্বন্ধে বাইবেলের বিবরণ থেকে আমরা কীভাবে উপকৃত হতে পারি?

১১ একজন ব্যক্তি যদি নম্র না হন এবং আরও ক্ষমতা লাভ করতে চান, তা হলে তার পক্ষে ঈশ্বরের প্রতি অনুগত থাকা কঠিন হয়ে পড়ে। নিশ্চিতভাবেই, আমরা যিহোবাকে ভালোবাসি আর আমরা অব্‌নের এবং অবশালোমের মতো স্বার্থপর ও মন্দ হতে চাই না। তবে আমাদের সতর্ক থাকতে হবে, যেন আমরা অনেক টাকাপয়সা অর্জন অথবা গুরুত্বপূর্ণ পদে চাকরি করার আকাঙ্ক্ষা করতে শুরু না করি। তা করলে, যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হবে। যিরমিয়ের সচিব বারূক, কিছু সময়ের জন্য এমন বিষয়ের আকাঙ্ক্ষা করেছিলেন, যা তার ছিল না আর তিনি যিহোবার সেবায় আনন্দ হারিয়ে ফেলেছিলেন। তখন যিহোবা বারূককে বলেছিলেন: “দেখ, আমি যাহা গাঁথিয়াছি, তাহা আমি ভাঙ্গিয়া ফেলিব; যাহা রোপণ করিয়াছি, তাহা আমি উৎপাটন করিব; আর এই সমগ্র দেশে উহা করিব। তবে তুমি কি আপনার জন্য মহৎ মহৎ বিষয় চেষ্টা করিবে? সে চেষ্টা করিও না।” (যির. ৪৫:৪, ৫) বারূক যিহোবার কথা শুনেছিলেন। আর আমাদেরও অবশ্যই তাঁর কথা শুনতে হবে কারণ শীঘ্রই তিনি এই দুষ্ট জগৎ ধ্বংস করে দেবেন।

১২. স্বার্থপর মনোভাব থাকলে আমরা কেন ঈশ্বরের প্রতি অনুগত থাকতে পারি না, তা ব্যাখ্যা করুন।

১২ ড্যানিয়েল নামে মেক্সিকোর একজন ভাইকে সিদ্ধান্ত নিতে হয়েছিল, তিনি কার প্রতি অনুগত থাকবেন। তিনি এমন একজন মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন, যে-মেয়ে যিহোবার উপাসনা করত না। ড্যানিয়েল বলেন: “এমনকী অগ্রগামী সেবা শুরু করার পরও আমি তার কাছে চিঠি লিখতাম।” কিন্তু পরে তিনি বুঝতে পেরেছিলেন, তিনি স্বার্থপরের মতো কেবল নিজের আকাঙ্ক্ষা চরিতার্থ করছেন। তিনি যিহোবার প্রতি আনুগত্য দেখাচ্ছেন না আর তার নম্রতা প্রয়োজন। তাই, তিনি একজন অভিজ্ঞ প্রাচীনকে সেই মেয়ের বিষয়ে বলেছিলেন। ড্যানিয়েল বলেন: “তিনি আমাকে বুঝতে সাহায্য করেছিলেন, ঈশ্বরের প্রতি অনুগত থাকার জন্য আমাকে সেই মেয়ের কাছে চিঠি লেখা বন্ধ করতে হবে। অনেক প্রার্থনা করার ও চোখের জল ফেলার পর, আমি তা করেছিলাম। শীঘ্রই, আমি প্রচার কাজে আরও বেশি আনন্দ পেতে শুরু করেছিলাম।” পরে ড্যানিয়েল এমন একজনকে বিয়ে করেন, যিনি যিহোবাকে ভালোবাসেন আর তিনি এখন একজন সীমা অধ্যক্ষ হিসেবে সেবা করছেন।

ঈশ্বরের প্রতি আনুগত্য আমাদের দয়ালু হতে সাহায্য করে

আপনি যদি বুঝতে পারেন, আপনার বন্ধু কোনো গুরুতর পাপ করেছেন, তা হলে আপনি কি সেই বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলবেন এবং তিনি যেন প্রাচীনদের কাছ থেকে সাহায্য লাভ করেন, সেই বিষয়টা নিশ্চিত করবেন? (১৪ অনুচ্ছেদ দেখুন)

১৩. দায়ূদ যখন পাপ করেছিলেন, তখন নাথন কীভাবে ঈশ্বর ও দায়ূদ উভয়ের প্রতি অনুগত ছিলেন?

১৩ আমরা যখন যিহোবার প্রতি অনুগত থাকি, তখন আমরা অন্যদের প্রতিও অনুগত থাকতে পারি এবং তাদের সর্বোত্তম উপায়ে সাহায্য করতে পারি। ভাববাদী নাথন যিহোবার প্রতি ও সেইসঙ্গে দায়ূদের প্রতি অনুগত ছিলেন। দায়ূদ একজন নারীর সঙ্গে ব্যভিচার করেছিলেন এবং সেই নারীর স্বামী যাতে যুদ্ধে নিহত হন, সেই ব্যবস্থা করেছিলেন। তখন যিহোবা দায়ূদকে পরামর্শ দেওয়ার জন্য নাথনকে পাঠিয়েছিলেন। নাথন সাহসী ছিলেন এবং যিহোবার বাধ্য ছিলেন। তবে একইসঙ্গে, তিনি বিচক্ষণতা দেখিয়ে আচরণ করেছিলেন এবং দায়ূদের সঙ্গে সদয়ভাবে কথা বলেছিলেন। তিনি দায়ূদকে এটা বোঝার জন্য সাহায্য করতে চেয়েছিলেন, তার পাপ কতটা গুরুতর ছিল। তাই, নাথন তাকে এমন একজন ধনী ব্যক্তির গল্প বলেছিলেন, যিনি একজন দরিদ্র ব্যক্তির একমাত্র মেষ চুরি করেছিলেন। সেই ধনী ব্যক্তি যা করেছেন, তা শুনে দায়ূদ অত্যন্ত রেগে গিয়েছিলেন। নাথন তখন বলেছিলেন: “আপনিই সেই ব্যক্তি।” দায়ূদ বুঝতে পেরেছিলেন, তিনি যিহোবার বিরুদ্ধে পাপ করেছেন।—২ শমূ. ১২:১-৭, ১৩.

১৪. কীভাবে আপনি যিহোবার প্রতি আর একইসময়ে আপনার বন্ধু অথবা আত্মীয়ের প্রতি অনুগত থাকতে পারেন?

১৪ আপনিও প্রথমে যিহোবার প্রতি অনুগত থাকতে পারেন আর একইসময়ে দয়া দেখানোর মাধ্যমে অন্যদের প্রতি আনুগত্য প্রকাশ করতে পারেন। মনে করুন, কোনো ভাই গুরুতর পাপ করেছেন আর আপনার কাছে হয়তো সেটার প্রমাণ রয়েছে। আপনি হয়তো তার প্রতি অনুগত থাকতে চাইবেন, বিশেষভাবে তিনি যদি আপনার ঘনিষ্ঠ বন্ধু অথবা পরিবারের সদস্য হয়ে থাকেন। তবে আপনি এটাও জানেন, যিহোবার প্রতি অনুগত থাকা আরও গুরুত্বপূর্ণ। তাই এইরকম সময়ে, নাথনের মতো যিহোবার বাধ্য হোন আর একইসময়ে আপনার ভাইয়ের প্রতি দয়া দেখান। তাকে প্রাচীনদের কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য জোরালো পরামর্শ দিন। তিনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তা না করেন, তা হলে আপনি নিজে প্রাচীনদের তা জানান। তা করার মাধ্যমে আপনি যিহোবার প্রতি অনুগত থাকবেন। একইসময়ে আপনি আপনার ভাইয়ের প্রতিও দয়া দেখাবেন কারণ প্রাচীনরা তাকে যিহোবার সঙ্গে পুনরায় উত্তম সম্পর্ক গড়ে তোলার জন্য সাহায্য করতে পারেন। তারা তাকে মৃদুতার সঙ্গে ও কোমল উপায়ে সংশোধন করবেন।—পড়ুন, লেবীয় পুস্তক ৫:১; গালাতীয় ৬:১.

ঈশ্বরের প্রতি অনুগত থাকার জন্য আমাদের সাহস প্রয়োজন

১৫, ১৬. ঈশ্বরের প্রতি অনুগত থাকার জন্য কেন হূশয়ের সাহস প্রয়োজন ছিল?

১৫ রাজা দায়ূদের আরেকজন অনুগত বন্ধু ছিলেন হূশয়। লোকেরা যখন অবশালোমকে রাজা বানাতে চেয়েছিল, তখন দায়ূদ ও ঈশ্বরের প্রতি অনুগত থাকার জন্য হূশয়ের সাহস প্রয়োজন ছিল। তিনি জানতেন, অবশালোম তার সেনাবাহিনী নিয়ে যিরূশালেমে পৌঁছেছেন এবং দায়ূদ পালিয়ে গিয়েছেন। (২ শমূ. ১৫:১৩; ১৬:১৫) কিন্তু হূশয় কী করেছিলেন? তিনি কি দায়ূদকে ত্যাগ করে অবশালোমকে সমর্থন করেছিলেন? না। যদিও দায়ূদের তখন বয়স হয়ে গিয়েছিল আর অনেকে তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু হূশয় দায়ূদের প্রতি অনুগত ছিলেন কারণ যিহোবা তাকে রাজা হিসেবে নিযুক্ত করেছেন। তাই, হূশয় জৈতুন পর্বতে দায়ূদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।—২ শমূ. ১৫:৩০, ৩২.

১৬ দায়ূদ হূশয়কে যিরূশালেমে ফিরে গিয়ে অবশালোমের বন্ধু হওয়ার ভান করতে বলেছিলেন। এর ফলে হূশয় অবশালোমের আস্থা অর্জন করতে পারবেন এবং অবশালোম অহীথোফলের পরিবর্তে হূশয়ের পরামর্শ শুনবেন। হূশয় সাহসী ছিলেন এবং দায়ূদের প্রতি বাধ্য থাকার ও যিহোবার প্রতি আনুগত্য বজায় রাখার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন। দায়ূদ যিহোবার কাছে প্রার্থনা করেছিলেন, যেন তিনি হূশয়কে সাহায্য করেন আর যিহোবা সেটাই করেছিলেন। অবশালোম অহীথোফলের পরিবর্তে হূশয়ের কথা শুনেছিলেন।—২ শমূ. ১৫:৩১; ১৭:১৪.

১৭. কেন অনুগত থাকার জন্য আমাদের সাহস প্রয়োজন?

১৭ আমাদের পরিবারের সদস্য, সহকর্মী অথবা সরকারি কর্তৃপক্ষ আমাদের যা করতে বলে, তা করার পরিবর্তে যিহোবার প্রতি অনুগত ও বাধ্য থাকার জন্য আমাদের সাহস প্রয়োজন। উদাহরণ হিসেবে বলা যায়, তারো নামে জাপানের একজন ভাই ছোটোবেলা থেকেই বাবা-মাকে খুশি করার জন্য যথাসাধ্য করতেন। তিনি শুধু কর্তব্যের খাতিরে নয় বরং তাদের ভালোবাসতেন বলে তাদের বাধ্য ও অনুগত ছিলেন। কিন্তু তিনি যখন যিহোবার সাক্ষিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে শুরু করেছিলেন, তখন তার বাবা-মা সেটা বন্ধ করতে চেয়েছিলেন। এতে তিনি কষ্ট পেয়েছিলেন আর সাক্ষিদের সভাতে যাওয়ার ব্যাপারে তাদেরকে নিজের সিদ্ধান্ত জানানো তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল। তারো বলেন: “তারা খুব রাগ করেছিলেন আর বেশ কয়েক বছর ধরে আমাকে ঘরে ঢুকতে দেননি। আমি নিজের সিদ্ধান্তে অটল থাকার জন্য সাহস চেয়ে প্রার্থনা করেছিলাম। এখন তাদের মনোভাব নরম হয়েছে আর আমি নিয়মিতভাবে তাদের সঙ্গে দেখা করতে পারি।”—পড়ুন, হিতোপদেশ ২৯:২৫.

১৮. এই অধ্যয়ন থেকে আপনি কীভাবে উপকৃত হয়েছেন?

১৮ দায়ূদ, যোনাথন, নাথন ও হূশয়ের মতো, আমরাও যেন যিহোবার প্রতি আনুগত্য বজায় রেখে গভীর পরিতৃপ্তি লাভ করি। আমরা অব্‌নের ও অবশালোমের মতো হতে চাই না, যারা অনুগত ছিলেন না। এটা ঠিক যে, আমরা অসিদ্ধ এবং ভুলত্রুটি করি। কিন্তু আসুন আমরা যিহোবাকে দেখাই, তাঁর প্রতি অনুগত থাকা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

^ [১] (৭ অনুচ্ছেদ) কিছু নাম পরিবর্তন করা হয়েছে।