প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) এপ্রিল ২০১৮
এই সংখ্যায় ২০১৮ সালের জুন মাসের ৪ তারিখ থেকে জুলাই মাসের ৮ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।
যে-পথ প্রকৃত স্বাধীনতার দিকে পরিচালিত করে
কেউ কেউ অন্যায্য আচরণ, বৈষম্য ও দরিদ্রতা থেকে স্বাধীনতা লাভ করতে চায়। অন্যেরা আবার ইচ্ছামতো কথা বলার ও বাছাই করার ক্ষেত্রে স্বাধীনতা লাভ করার দাবি করে। প্রকৃত স্বাধীনতা লাভ করা কি সম্ভব?
স্বাধীনতার ঈশ্বর যিহোবার সেবা করুন
কীভাবে যিহোবার আত্মা আমাদের স্বাধীন করেছে? আর কীভাবে আমরা ঈশ্বরের কাছ থেকে পাওয়া স্বাধীনতাকে ভুল উপায়ে ব্যবহার করা এড়িয়ে চলতে পারি?
নিযুক্ত ভাইয়েরা, তীমথিয়ের কাছ থেকে শিক্ষা লাভ করুন
এমনটা মনে করা হয় যে, তীমথিয় যখন প্রেরিত পৌলের সঙ্গে কাজ করতে শুরু করেছিলেন, তখন তার আত্মবিশ্বাসের অভাব ছিল। মণ্ডলীর প্রাচীন ও পরিচারক দাসেরা তীমথিয়ের উদাহরণ থেকে কী শিখতে পারেন?
উৎসাহ প্রদানকারী ঈশ্বর যিহোবাকে অনুকরণ করুন
যিহোবার লোকেদের সবসময়ই উৎসাহের প্রয়োজন হয়েছে।
একে অপরকে উৎসাহিত করুন, বিশেষভাবে এখন!
যেহেতু যিহোবার দিন খুবই নিকটে, তাই আমাদের ভাইদের প্রতি আরও বেশি আগ্রহী হতে হবে, যাতে আমরা যখনই প্রয়োজন, তখনই তাদের শক্তিশালী করতে পারি।
অল্পবয়সিরা, তোমাদের মনোযোগ কি যিহোবার সেবায় তোমাদের লক্ষ্যগুলোর উপর কেন্দ্রীভূত?
অল্পবয়সিদের জীবনে এত বাছাই ও সুযোগের মুখোমুখি হতে হয় যে, তারা ঘাবড়ে যেতে পারে। কীভাবে তারা ভবিষ্যতের বিষয়ে বিজ্ঞতার সঙ্গে বাছাই করতে পারে?
পাঠকদের কাছ থেকে প্রশ্ন
কেন যিহোবার সাক্ষিদের প্রকাশনাদি কোনো ব্যক্তিগত ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অনুমতি নেই?
পাঠকদের কাছ থেকে প্রশ্ন
গীতসংহিতা ১৪৪:১২-১৫ পদের কথাগুলো কি ঈশ্বরের লোকেদের প্রতি প্রযোজ্য, না কি ১১ পদে উল্লেখিত মন্দ বিজাতি সন্তানদের প্রতি প্রযোজ্য?