সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনার কি মনে আছে?

আপনার কি মনে আছে?

আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকা মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তা হলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

সন্তানদের যিহোবার সঙ্গে এক দৃঢ় সম্পর্ক বজায় রাখতে সাহায্য করার সময়, কেন অভিবাসী বাবা-মায়েদের ভাষার বিষয়টা বিবেচনা করে দেখা উচিত?

সন্তানরা হয়তো স্কুলে কিংবা অন্যদের কাছ থেকে স্থানীয় ভাষা শিখে থাকে। সন্তানদের জন্য একাধিক ভাষা শেখা উপকারজনক হতে পারে। বাবা-মায়েদের এই বিষয়টা বিবেচনা করে দেখা উচিত যে, কোথায় তাদের সন্তানরা সবচেয়ে ভালোভাবে সত্য সম্বন্ধে বুঝতে পারবে এবং যিহোবার সঙ্গে তাদের সম্পর্কের ক্ষেত্রে উন্নতি করতে পারবে, স্থানীয় ভাষার মণ্ডলীর সঙ্গে মেলামেশা করে, না কি অভিবাসী বাবা-মায়ের ভাষার মণ্ডলীর সঙ্গে মেলামেশা করে। খ্রিস্টান বাবা-মায়েরা নিজেদের পছন্দের চেয়ে সন্তানদের আধ্যাত্মিক মঙ্গলের বিষয়টা আগে রাখেন।—প্রহরীদুর্গ ১৭.০৫, পৃষ্ঠা ৯-১১.

যিশু যখন পিতরকে জিজ্ঞেস করেছিলেন: “ইহাদের অপেক্ষা তুমি কি আমাকে অধিক প্রেম কর?” তখন তিনি “ইহাদের” বলতে কোন বিষয়গুলোকে নির্দেশ করেছিলেন? (যোহন ২১:১৫)

হতে পারে, যিশু কাছেই পড়ে থাকা মাছগুলোকে এবং/অথবা মাছ ধরার ব্যাবসাকে নির্দেশ করেছিলেন। যিশুর মৃত্যুর পর, পিতর তার আগের পেশায় অর্থাৎ মাছ ধরার ব্যাবসায় ফিরে গিয়েছিলেন। খ্রিস্টানদের বিবেচনা করে দেখা উচিত যে, তাদের চাকরি তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ।—প্রহরীদুর্গ ১৭.০৫, পৃষ্ঠা ২২-২৩.

কেন অব্রাহাম তার স্ত্রীকে এমনটা বলার জন্য অনুরোধ করেছিলেন যে, তিনি তার বোন? (আদি. ১২:১০-১৩)

আসলে, সারা সত্যিই অব্রাহামের সৎ বোন ছিলেন। সারা যদি বলতেন, তিনি অব্রাহামের স্ত্রী, তা হলে অব্রাহামকে হয়তো মেরে ফেলা হতো আর এর ফলে অব্রাহাম সেই বংশ উৎপন্ন করতে পারতেন না, যেটার বিষয়ে ঈশ্বর তার কাছে প্রতিজ্ঞা করেছিলেন।—প্রহরীদুর্গ (জনসাধারণের সংস্করণ) ১৭.২, পৃষ্ঠা ১৪-১৫.

একজন খ্রিস্টান সহমানবদের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য কোনো আগ্নেয়াস্ত্র রাখবেন কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো তার বিবেচনা করা উচিত?

কয়েকটা বিষয় হল: ঈশ্বর জীবনকে পবিত্র হিসেবে দেখেন। যিশু তাঁর অনুসারীদের সুরক্ষার জন্য খড়্গ রাখতে বলেননি। (লূক ২২:৩৬, ৩৮) আমাদের খড়্গ ভেঙে লাঙ্গলের ফাল গড়া উচিত। বস্তুগত বিষয়ের চেয়ে জীবন অনেক বেশি মূল্যবান। আমরা অন্যদের বিবেকের প্রতি সম্মান দেখাই আর আমরা আদর্শজনক হতে চাই। (২ করি. ৪:২)—প্রহরীদুর্গ ১৭.০৭, পৃষ্ঠা ৩১-৩২.

কেন যিশুর প্রাথমিক জীবন সম্বন্ধে মথি ও লূকের বিবরণে পার্থক্য লক্ষ করা যায়?

মথির বিবরণ যোষেফের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে। যেমন, এতে মরিয়মের গর্ভবতী হওয়ার বিষয়টার প্রতি যোষেফের প্রতিক্রিয়া সম্বন্ধে এবং মিশরে পালিয়ে যাওয়ার ও পরবর্তী সময় সেখান থেকে ফিরে আসার বিষয়ে ঐশিক বার্তা সম্বন্ধে উল্লেখ করা হয়েছে। লূকের বিবরণ মরিয়মের উপর আরও বেশি মনোযোগ কেন্দ্রীভূত করে। যেমন, এতে তার আত্মীয়া ইলীশাবেতের সঙ্গে মরিয়মের সাক্ষাৎ সম্বন্ধে এবং অল্পবয়সে যিশু যখন মন্দিরে থেকে গিয়েছিলেন, তখন সেটার প্রতি মরিয়মের প্রতিক্রিয়া সম্বন্ধে উল্লেখ করা হয়েছে।—প্রহরীদুর্গ ১৭.০৮, পৃষ্ঠা ৩২.

কিছু বিষয় কী যেগুলো সত্ত্বেও বাইবেল টিকে রয়েছে?

বাইবেলে ব্যবহৃত বিভিন্ন শব্দ ও অভিব্যক্তির অর্থ সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে ভিন্ন হয়ে গিয়েছে। রাজনৈতিক পরিবর্তনগুলো প্রচলিত ভাষাকে প্রভাবিত করেছে। প্রচলিত ভাষায় বাইবেল অনুবাদ করার বিরুদ্ধে বিরোধিতা করা হয়েছে।—প্রহরীদুর্গ ১৭.০৯, পৃষ্ঠা ১৯-২১.

আপনার কি কোনো রক্ষক স্বর্গদূত রয়েছে?

না। যিশু বলেছিলেন, তাঁর শিষ্যদের স্বর্গদূতেরা ঈশ্বরের মুখের দিকে তাকিয়ে থাকে। (মথি ১৮:১০) যিশু আসলে বলছিলেন, স্বর্গদূতেরা তাঁর শিষ্যদের বিষয়ে আগ্রহী। তিনি এমনটা বলেননি যে, স্বর্গদূতেরা অলৌকিকভাবে তাঁর প্রত্যেক শিষ্যকে সুরক্ষিত রাখছে।—প্রহরীদুর্গ (জনসাধারণের সংস্করণ) ১৭.৩, পৃষ্ঠা ৫.

সর্বোত্তম প্রেম কী?

সর্বোত্তম প্রেম হল সেই প্রেম, যা সঠিক নীতির উপর ভিত্তি করে হয়। এই প্রেমকে আগাপে শব্দের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। এর অন্তর্ভুক্ত হতে পারে, স্নেহ ও উষ্ণ অনুভূতি অনুভব করা। তবে, এটা উচ্চ নীতিকে প্রতিফলিত করে যেমন, এটা অন্যদের মঙ্গলের জন্য করা বিভিন্ন নিঃস্বার্থ কাজ করার মাধ্যমে দেখানো হয়।—প্রহরীদুর্গ ১৭.১০, পৃষ্ঠা ৭.