সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আনন্দের সঙ্গে গান করুন!

আনন্দের সঙ্গে গান করুন!

“আমাদের ঈশ্বরের প্রশংসা গান করা উত্তম।”​—গীত. ১৪৭:১.

গান সংখ্যা: ৯, 

১. গান গাওয়া আমাদের কী করতে সাহায্য করে?

একজন বিখ্যাত গীতিকার একবার বলেছিলেন: “আপনি যখন কোনো শব্দ শোনেন, তখন সেটা আপনাকে চিন্তা করতে পরিচালিত করে। আপনি যখন কোনো যন্ত্রসংগীত শোনেন, তখন সেটা আপনাকে অনুভব করতে পরিচালিত করে। কিন্তু আপনি যখন গান করেন, তখন সেটার শব্দগুলো আপনার হৃদয়কে স্পর্শ করে।” আমরা আমাদের গানগুলো গাওয়ার মাধ্যমে আমাদের স্বর্গীয় পিতা যিহোবার প্রশংসা করি ও তাঁর প্রতি ভালোবাসা দেখাই। সেগুলো গাওয়ার মাধ্যমে আমরা তাঁর আরও নিকটবর্তী অনুভব করি। তাই, এতে অবাক হওয়ার কিছু নেই যে, গান গাওয়া বিশুদ্ধ উপাসনার এক গুরুত্বপূর্ণ অংশ, তা সেটা আমরা ব্যক্তিগতভাবে করি অথবা আমাদের ভাই-বোনদের সঙ্গে করি।

২, ৩. (ক) মণ্ডলীর ভাই-বোনদের সঙ্গে জোরে গান গাওয়ার বিষয়ে কেউ কেউ কেমন অনুভব করে? (খ) এই প্রবন্ধে আমরা কোন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব?

তবে, মণ্ডলীর ভাই-বোনদের সঙ্গে জোরে গান গাওয়ার বিষয়ে আপনি কেমন অনুভব করেন? আপনার কি তা করতে লজ্জা লাগে? কোনো কোনো সংস্কৃতিতে, পুরুষরা হয়তো অন্যদের সামনে গান গাওয়ার বিষয়ে অস্বস্তি বোধ করে। এই মনোভাব পুরো মণ্ডলীর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষভাবে যদি প্রাচীনরা গান গাইতে ইতস্তত করেন অথবা গানের সময় অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকেন।—গীত. ৩০:১২.

গান গাওয়া হল যিহোবার উপাসনার একটা অংশ। তাই নিশ্চিতভাবেই, আমরা গানের সময় অন্য কোথাও চলে যেতে অথবা সভার সেই অংশটা বাদ দিতে চাই না। তাই, আমাদের সকলেরই নিজেদের জিজ্ঞেস করা উচিত: ‘সভায় গান গাওয়ার বিষয়ে আমি কেমন অনুভব করি? আমি যদি অন্যদের সামনে গান গাইতে ইতস্তত করি, তা হলে আমি কী করতে পারি? আর কীভাবে আমি অনুভূতির সঙ্গে গান গাইতে পারি?’

গান গাওয়া হল সত্য উপাসনার এক অপরিহার্য অংশ

৪, ৫. প্রাচীন ইস্রায়েলে, মন্দিরে গান গাওয়ার বিষয়ে কোন কোন ব্যবস্থা ছিল?

ইতিহাসজুড়ে, যিহোবার উপাসকরা তাঁর প্রশংসা করার জন্য সংগীত ব্যবহার করে এসেছে। আগ্রহের বিষয় হল, ইস্রায়েলীয়রা যখন যিহোবার প্রতি বিশ্বস্ত ছিল, তখন গান গাওয়া তাদের উপাসনার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। উদাহরণ স্বরূপ, দায়ূদ যখন মন্দির নির্মাণের জন্য প্রস্তুতি নিয়েছিলেন, তখন তিনি যন্ত্রসংগীতের সাহায্যে যিহোবার প্রশংসা করার জন্য ৪,০০০ জন লেবীয়কে সংগঠিত করেছিলেন। তাদের মধ্যে ২৮৮ জন “সদাপ্রভুর উদ্দেশে গীতগানে শিক্ষিত . . . সঙ্গীতপারদর্শী লোক ছিল।”—১ বংশা. ২৩:৫; ২৫:৭.

এ ছাড়া, যন্ত্রসংগীত ও গান মন্দিরের উৎসর্গীকরণের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল। বাইবেল আমাদের বলে: “সেই তূরীবাদকেরা ও গায়কেরা সকলে একরবে সদাপ্রভুর প্রশংসা ও স্তব করিবার জন্য এক ব্যক্তির ন্যায় উপস্থিত ছিল; এবং যখন তাহারা তূরী ও করতালাদি বাদ্যের সহিত মহাশব্দ করিয়া . . . সদাপ্রভুর প্রশংসা করিল, তৎকালে . . . ঈশ্বরের গৃহ সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হইয়াছিল।” কল্পনা করুন, সেই ঘটনাটা ইস্রায়েলীয়দের বিশ্বাসকে কতটা শক্তিশালী করেছিল!—২ বংশা. ৫:১৩, ১৪; ৭:৬.

৬. নহিমিয় যখন যিরূশালেমের দেশাধ্যক্ষ ছিলেন, তখন তিনি যন্ত্রসংগীত ও গানের বিষয়ে কোন ব্যবস্থা করেছিলেন?

নহিমিয় যিরূশালেমের প্রাচীর পুনর্নির্মাণ করার কাজে ইস্রায়েলীয়দের সংগঠিত করেছিলেন আর সেইসঙ্গে গান গাওয়ার ও যন্ত্রসংগীত বাজানোর জন্য লেবীয়দের সংগঠিত করেছিলেন। তাদের উপস্থাপনার কারণে প্রাচীরের উৎসর্গীকরণ আরও আনন্দপূর্ণ হয়ে উঠেছিল। নহিমিয় “স্তবগানকারী দুই মহা সংকীর্ত্তন-দল” নিযুক্ত করেছিলেন। গায়কদের সেই দুটো দল নগরের প্রাচীরের উপর দিয়ে দুটো বিপরীত দিকে হেঁটে গিয়েছিল, যতক্ষণ পর্যন্ত না তারা সেই প্রাচীরে এসে মিলিত হয়েছিল, যেটা মন্দিরের সবচেয়ে কাছে অবস্থিত ছিল। তাদের আওয়াজ এতটাই জোরালো ছিল যে, সেটা অনেক দূর পর্যন্ত শোনা গিয়েছিল। (নহি. ১২:২৭-২৯, ৩১, ৩৮-৪৩) আমরা নিশ্চিত থাকতে পারি, যিহোবা যখন তাঁর উপাসকদের উদ্যমের সঙ্গে তাঁর প্রশংসায় গান গাইতে দেখেছিলেন, তখন তিনি আনন্দিত হয়েছিলেন।

৭. কীভাবে যিশু দেখিয়েছিলেন যে, গান গাওয়া খ্রিস্টানদের উপাসনার এক অপরিহার্য অংশ হবে?

যিশুর দিনেও সংগীত সত্য উপাসনার এক অপরিহার্য অংশ ছিল। মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতে কী হয়েছিল, তা নিয়ে চিন্তা করুন। যিশু তাঁর শিষ্যদের সঙ্গে প্রভুর সান্ধ্যভোজ উদ্‌যাপন করার পর, তারা সকলে মিলে যিহোবার প্রশংসায় গান গেয়েছিলেন।—পড়ুন, মথি ২৬:৩০.

৮. কীভাবে প্রথম শতাব্দীর খ্রিস্টানরা গান গাওয়ার মাধ্যমে ঈশ্বরের প্রশংসা করার ক্ষেত্রে উদাহরণ স্থাপন করেছিল?

প্রথম শতাব্দীর খ্রিস্টানরা গান গাওয়ার মাধ্যমে ঈশ্বরের প্রশংসা করার ক্ষেত্রে এক উত্তম উদাহরণ স্থাপন করেছিল। ইস্রায়েলীয়দের মতো মন্দিরে গিয়ে যিহোবার উপাসনা করার বিপরীতে সেই খ্রিস্টানরা ব্যক্তিগত বাড়িগুলোতে একত্রিত হতো। যদিও সেই বাড়িগুলো মন্দিরের মতো সুন্দর ও আকর্ষণীয় ছিল না কিন্তু তা সত্ত্বেও, ভাইয়েরা উদ্যোগের সঙ্গে গান গাইত। সত্যি বলতে কী, প্রেরিত পৌল তার খ্রিস্টান ভাইদের বলেছিলেন: “তোমরা . . . গীত, স্ত্রোত্র ও আত্মিক সঙ্কীর্ত্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান কর; অনুগ্রহে [“কৃতজ্ঞতার সংগে,” বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন] আপন আপন হৃদয়ে ঈশ্বরের উদ্দেশে গান কর।” (কল. ৩:১৬) নিশ্চিতভাবেই, আমাদের গানবইয়ের গানগুলো “কৃতজ্ঞতার সংগে” গাওয়া উচিত। এই গানগুলো “উপযুক্ত সময়ে” জোগানো ‘খাদ্যের’ এক অংশ, যা “বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাস” আমাদের প্রদান করে থাকে।—মথি ২৪:৪৫.

কীভাবে আপনি আস্থার সঙ্গে গান গাইতে পারেন?

৯. (ক) কেন কেউ কেউ হয়তো আমাদের সভা ও সম্মেলনগুলোতে আনন্দের সঙ্গে গান গাওয়ার বিষয়ে ইতস্তত বোধ করে থাকে? (খ) কীভাবে আমাদের যিহোবার প্রশংসায় গান গাওয়া উচিত আর কাদের এই বিষয়ে নেতৃত্ব দেওয়া উচিত? (শুরুতে দেওয়া ছবিটা দেখুন।)

কোন কোন কারণে আপনি হয়তো গান গাওয়ার বিষয়ে ইতস্তত বোধ করেন? হতে পারে, গান গাওয়া আপনার পরিবারে অথবা সংস্কৃতিতে খুব-একটা প্রচলিত নয়। অথবা হতে পারে, আপনি রেডিও কিংবা টেলিভিশনে পেশাদার গায়ক-গায়িকাদের গান শোনেন এবং তারা যেভাবে গান গায়, সেটার সঙ্গে আপনি যখন নিজের তুলনা করেন, তখন আপনি লজ্জিত অথবা হতাশ হয়ে পড়েন। কিন্তু, আমাদের সকলেরই যিহোবার প্রশংসায় গান গাওয়ার দায়িত্ব রয়েছে। তাই, আপনার গানবই উঁচু করে তুলে ধরুন, আপনার মাথা উপরের দিকে তুলুন এবং উদ্যমের সঙ্গে গান করুন! (ইষ্রা ৩:১১; পড়ুন, গীতসংহিতা ১৪৭:১.) বর্তমানে, অনেক কিংডম হলে স্ক্রিন রয়েছে, যেখানে গানের কথাগুলো দেখানো হয় এবং এটা আমাদের গান গাওয়ার জন্য সাহায্য করতে পারে। এ ছাড়া, একটা আগ্রহজনক বিষয় হল, রাজ্যের গান গাওয়ার বিষয়টা এখন প্রাচীনদের জন্য রাজ্যের পরিচর্যা বিদ্যালয়-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা দেখায় যে, মণ্ডলীর সভায় গান গাওয়ার ক্ষেত্রে প্রাচীনদের নেতৃত্ব দেওয়ার বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ।

১০. আমরা যদি জোরগলায় গান গাইতে ভয় পাই, তা হলে আমাদের কী মনে রাখা উচিত?

১০ অনেকে জোরগলায় গান গাইতে ভয় পায় কারণ তারা মনে করে যে, তারা অতিরিক্ত জোরে গান করে ফেলবে অথবা তাদের গানের গলা ভালো নয়। কিন্তু, একটা বিষয় নিয়ে চিন্তা করে দেখুন। কথা বলার সময় “আমরা সকলে অনেক প্রকারে উছোট খাই” বা ভুল করি কিন্তু সেটার কারণে আমরা কথা বলা বন্ধ করে দিই না। (যাকোব ৩:২) তা হলে, কেনই-বা আমরা আমাদের ত্রুটিযুক্ত গানের গলার কারণে যিহোবার প্রশংসায় গান গাওয়া বন্ধ করে দেব?

১১, ১২. কীভাবে আমরা গান গাওয়ার ক্ষেত্রে উন্নতি করতে পারি?

১১ আমরা হয়তো গান গাইতে ভয় পাই কারণ আমরা জানি না যে, কীভাবে গান গাইতে হয়। তবে, এমন কিছু সহজ বিষয় রয়েছে, যেগুলো করার মাধ্যমে আমরা গান গাওয়ার ক্ষেত্রে উন্নতি করতে পারি। *

১২ কীভাবে সঠিক উপায়ে শ্বাস নিতে হয়, তা শেখার মাধ্যমে আপনি দৃঢ় ও জোরগলায় গান গাইতে পারেন। ঠিক যেমন বিদ্যুৎ একটা বাল্বকে জ্বলে ওঠার শক্তি প্রদান করে, একইভাবে আপনি যখন কথা বলেন অথবা গান করেন, তখন শ্বাস নেওয়া কণ্ঠস্বরকে শক্তি প্রদান করে। আপনি যত জোরে কথা বলেন, ঠিক তত জোরে অথবা তার চেয়েও বেশি জোরে আপনার গান গাওয়া উচিত। (ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের শিক্ষা থেকে উপকার লাভ করুন, ইংরেজি, বইয়ের ১৮১ থেকে ১৮৪ পৃষ্ঠায় “আপনার শ্বাস-প্রশ্বাসকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করুন” উপশিরোনামের অধীনে দেওয়া পরামর্শগুলো দেখুন।) আসলে, বাইবেল কখনো কখনো যিহোবার উপাসকদের তাঁর প্রশংসায় গান গাওয়ার সময় জোরে ‘আনন্দধ্বনি করিতে’ বলে।—গীত. ৩৩:১-৩.

১৩. ব্যাখ্যা করুন, কীভাবে আমরা আরও আস্থার সঙ্গে গাইতে পারি।

১৩ পারিবারিক উপাসনার সময় অথবা ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো করার চেষ্টা করুন: আমাদের গানবই থেকে আপনার একটা প্রিয় গান বেছে নিন। গানের কথাগুলো দৃঢ়তা ও আস্থার সঙ্গে জোরে জোরে পড়ুন। এরপর, সেই একই আওয়াজে এক দমে একটা বাক্যাংশের প্রত্যেকটা শব্দ বলুন। তারপর, সেই একই দৃঢ়স্বরে বাক্যাংশটা গাওয়ার চেষ্টা করুন। (যিশা. ২৪:১৪) এগুলো করার মাধ্যমে আপনার গানের গলা আরও শক্তিশালী হয়ে উঠবে এবং এটা একটা ভালো বিষয়। আপনার গানের গলার কারণে ভয় পাবেন না অথবা লজ্জিত হবেন না।

১৪. (ক) কীভাবে বড়ো করে মুখ খোলা আমাদের গান গাওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারে? (“ যেভাবে আপনি গান গাওয়ার ক্ষেত্রে উন্নতি করতে পারেন” শিরোনামের বাক্সটা দেখুন।) (খ) গানের গলার সমস্যা কাটিয়ে ওঠার জন্য কোন পরামর্শগুলোকে আপনি সাহায্যকারী বলে মনে করেন?

১৪ আপনার গানের গলাকে শক্তিশালী করার জন্য আপনাকে আপনার মুখের ভিতর জায়গা তৈরি করতে হবে। তাই, আপনি যখন গান করেন, তখন সাধারণত কথা বলার সময় আপনি যতটা মুখ খোলেন, সেটার চেয়ে আরও বড়ো করে মুখ খুলুন। কিন্তু আপনি যদি মনে করেন যে, আপনার গানের গলা খুব দুর্বল, তা হলে আপনি কী করতে পারেন? আপনি যদি চান যে, আপনার গলার স্বর দূর পর্যন্ত পৌঁছাক, তা হলে আপনাকে আপনার স্বর আরও ভালোভাবে প্রতিধ্বনিত করার উদ্দেশ্যে মহড়া দিতে হবে। এরজন্য আপনার পুরো শরীরকে চাপমুক্ত করতে হবে। এই ক্ষেত্রে গুনগুন করে গান করা আপনাকে সাহায্য করতে পারে। আপনার গানের গলা যদি অতিরিক্ত তীক্ষ্ন হয়, তা হলে? আপনার স্বরতন্ত্রীকে চাপমুক্ত করার আর এভাবে স্বরের তীক্ষ্নতা কমানো জন্য আপনার গলার পেশিগুলোকে শক্ত না করার চেষ্টা করুন।

হৃদয় থেকে প্রশংসাগান করুন

১৫. (ক) ২০১৬ সালের বার্ষিক সভায় কোন ঘোষণা করা হয়েছিল? (খ) কয়েকটা কারণ কী, যেগুলোর জন্য গানবই পরিমার্জিত করা হয়েছে?

১৫ দু-হাজার ষোলো সালের বার্ষিক সভায় উপস্থিত সকলেই সেইসময় রোমাঞ্চিত হয়েছিল, যখন পরিচালকগোষ্ঠীর সদস্য ভাই স্টিভেন লেট একটা নতুন গানবই প্রকাশ করেছিলেন, যেটার শিরোনাম হল যিহোবার উদ্দেশে আনন্দের সঙ্গে গান গাও (ইংরেজি)। ভাই লেট যেমন ব্যাখ্যা করেছিলেন, একটা যে-কারণে আমাদের নতুন গানবইয়ের প্রয়োজন হয়েছিল, তা হল পবিত্র শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) বাইবেলকে পরিমার্জিত করা হয়েছে। যে-অভিব্যক্তিগুলো নতুন জগৎ অনুবাদ থেকে বাদ দেওয়া হয়েছে, সেগুলো সরিয়ে ফেলার জন্য গানের কথাগুলো পরিবর্তন করা হয়েছে। এ ছাড়া, প্রচার কাজ ও মুক্তির মূল্যের বিষয়ে নতুন নতুন গান যুক্ত করা হয়েছে। আর গান গাওয়া যেহেতু আমাদের উপাসনার এক অপরিহার্য অংশ, তাই পরিচালকগোষ্ঠী এক উচ্চ গুণগত মানের গানবই তৈরি করতে চেয়েছিল। তাই, গানবইয়ের উপরিভাগ অনেকটা নতুন জগৎ অনুবাদ বাইবেলের মতো তৈরি করা হয়েছে।

১৬, ১৭. নতুন গানবইয়ে আর কোন কোন পরিবর্তন করা হয়েছে?

১৬ গানবইটা যাতে সহজে ব্যবহার করা যায়, সেইজন্য গানগুলোকে বিষয় অনুযায়ী সাজানো হয়েছে। উদাহরণ স্বরূপ, প্রথম ১২টা গান যিহোবার বিষয়ে রয়েছে, পরের ৮টা গান যিশু ও মুক্তির মূল্যের বিষয়ে রয়েছে এবং এরপর এভাবেই বিভিন্ন বিষয় অনুযায়ী গানগুলো সাজানো হয়েছে। গানবইয়ের শুরুতেই সমস্ত বিষয়ের একটা তালিকা রয়েছে। এটা অনেক ক্ষেত্রে সাহায্যকারী হতে পারে। উদাহরণ স্বরূপ, একজন ভাই জনসাধারণের উদ্দেশে বক্তৃতার জন্য গান বাছাই করার সময় এই তালিকা ব্যবহার করতে পারেন।

১৭ সকলে যাতে হৃদয় থেকে গান গাইতে পারে, সেইজন্য কয়েকটা গানের কথা পরিবর্তন করা হয়েছে, যেন গানগুলোর বার্তা আরও স্পষ্ট হয়। উদাহরণ স্বরূপ, “তোমার হৃদয়কে রক্ষা করো” গানের শিরোনামটা উপযুক্তভাবেই একটা আজ্ঞা থেকে একটা বিবৃতিতে পরিবর্তন করা হয়েছে এবং এই গানের নতুন শিরোনাম রাখা হয়েছে, “আমরা আমাদের হৃদয় রক্ষা করি।” কেন? কারণ আগে এই গানটা গাওয়ার সময় একজন ব্যক্তি অন্যদের বলতেন যে, তাদের কী করা উচিত। এই বিষয়টা হয়তো আমাদের সভা ও সম্মেলনগুলোতে উপস্থিত নতুন ব্যক্তিদের, আগ্রহী ব্যক্তিদের, অল্পবয়সিদের ও বোনদের জন্য বিব্রতকর ছিল। তাই, এই গানের শিরোনাম ও সেইসঙ্গে কথাগুলো পরিবর্তন করা হয়েছে।

পারিবারিক উপাসনার সময় গানের মহড়া দিন (১৮ অনুচ্ছেদ দেখুন)

১৮. কেন আমাদের নতুন গানবইয়ের গানগুলো শেখার জন্য চেষ্টা করা উচিত? (এ ছাড়া, পাদটীকা দেখুন।)

১৮ যিহোবার উদ্দেশে আনন্দের সঙ্গে গান গাও শিরোনামের গানবইয়ের অনেক গান প্রার্থনার আকারে তৈরি করা হয়েছে। এই গানগুলো আপনাকে যিহোবার কাছে নিজের অনুভূতি প্রকাশ করার জন্য সাহায্য করতে পারে। অন্যান্য গানগুলো আমাদের ‘প্রেম ও সৎক্রিয়া’ প্রদর্শন করার বিষয়ে উদ্দীপিত হতে সাহায্য করবে। (ইব্রীয় ১০:২৪) আমরা আমাদের গানগুলোর সুর, ছন্দ ও কথার সঙ্গে সুপরিচিত হতে চাই। একটা যে-উপায়ে আমরা তা করতে পারি, তা হল ভাই-বোনদের গাওয়া গানের রেকর্ডিংগুলো শোনার মাধ্যমে। এই রেকর্ডিংগুলো jw.org ইংরেজি ওয়েবসাইটে পাওয়া যায়। আপনি বাড়িতে এই গানগুলোর মহড়া দেওয়ার মাধ্যমে আস্থা ও অনুভূতির সঙ্গে সেগুলো গাওয়া শিখতে পারেন। *

১৯. কীভাবে মণ্ডলীর সকলেই যিহোবার উপাসনা করতে পারে?

১৯ মনে রাখবেন, গান গাওয়া হল আমাদের উপাসনার একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা যে যিহোবাকে ভালোবাসি এবং তিনি আমাদের জন্য যা-কিছু করেছেন, সেগুলোর জন্য আমরা যে কৃতজ্ঞ, সেটা দেখানোর একটা জোরালো উপায় হল গান গাওয়া। (পড়ুন, যিশাইয় ১২:৫.) আপনি যখন উদ্যমের সঙ্গে গান করেন, তখন আপনি অন্যদেরও তা করতে উৎসাহিত করেন। মণ্ডলীর সকলেই এভাবে যিহোবার উপাসনা করতে পারে, তা তারা অল্পবয়সি, বৃদ্ধ অথবা নতুন ব্যক্তি, যে-ই হোন না কেন। তাই, হৃদয় থেকে গান গাইতে ইতস্তত করবেন না। সেই গীতরচকের নির্দেশনা অনুসরণ করুন, যিনি বলেছিলেন: “সদাপ্রভুর উদ্দেশে গীত গাও।” হ্যাঁ, আনন্দের সঙ্গে গান করুন!—গীত. ৯৬:১.

^ অনু. 11 গান গাওয়ার ক্ষেত্রে কীভাবে উন্নতি করা যায়, সেই বিষয়ে আরও পরামর্শের জন্য JW ব্রডকাস্টিং-এর (ইংরেজি) ২০১৪ সালের ডিসেম্বর মাসের কার্যক্রম দেখুন (ভিডিও বিভাগ FROM OUR STUDIO)।

^ অনু. 18 আমাদের সম্মেলনের প্রত্যেকটা সকালের ও দুপুরের অধিবেশন দশ মিনিটের যন্ত্রসংগীতের প্রদর্শনের মাধ্যমে শুরু হয়। এই প্রদর্শনগুলো আমাদের গান গাওয়ার বিষয়ে উৎসাহিত হতে ও সেইসঙ্গে কার্যক্রম শোনার জন্য আমাদের প্রস্তুত হতে সাহায্য করে। তাই, যখন যন্ত্রসংগীত শুরু হয়, তখন আমাদের সকলের নিজ নিজ আসনে বসে থাকা ও তা শোনার জন্য প্রস্তুত থাকা উচিত।