প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) মার্চ ২০১৮

এই সংখ্যায় ২০১৮ সালের এপ্রিল মাসের ৩০ তারিখ থেকে জুন মাসের ৩ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

বাপ্তিস্ম​—⁠খ্রিস্টানদের জন্য এক চাহিদা

বাপ্তিস্ম সম্বন্ধে বাইবেল কী শিক্ষা দেয়? একজন ব্যক্তিকে বাপ্তিস্ম নেওয়ার আগে অবশ্যই কোন কোন পদক্ষেপ নিতে হবে? আর কেন একজন খ্রিস্টান শিক্ষককে তার সন্তানদের অথবা অন্যান্য বাইবেল ছাত্রদের শিক্ষা দেওয়ার সময় বাপ্তিস্মের লক্ষ্যের বিষয়টা মনে রাখা উচিত?

বাবা-মায়েরা, আপনারা কি আপনাদের সন্তানকে বাপ্তিস্ম নেওয়ার জন্য উন্নতি করতে সাহায্য করছেন?

তাদের সন্তানরা বাপ্তিস্ম নেওয়ার আগে খ্রিস্টান বাবা-মায়েরা কোন বিষয়ে নিশ্চিত হতে চান?

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

কেন যিহোবার সাক্ষিরা প্রেরিত পৌলকে একজন টাক পড়া অথবা অল্প চুলওয়ালা ব্যক্তি হিসেবে তুলে ধরে?

আতিথেয়তা দেখানো খুবই আনন্দদায়ক ও প্রয়োজনীয় এক বিষয়!

কেন শাস্ত্র খ্রিস্টানদের একে অন্যের প্রতি আতিথেয়তা দেখানোর বিষয়ে জোরালো পরামর্শ দেয়? আতিথেয়তা দেখানোর কোন কোন সুযোগ আমাদের রয়েছে? যে-বিষয়গুলো আতিথেয়তা দেখানোর ক্ষেত্রে আমাদের বাধা দিতে পারে, কীভাবে আমরা সেগুলো কাটিয়ে উঠতে পারি?

জীবনকাহিনি

যিহোবা কখনো আমাকে হতাশ করেননি!

বোন এরিকা নেরার ব্রাইট একজন নিয়মিত অগ্রগামী, বিশেষ অগ্রগামী ও মিশনারি হিসেবে সেবা করেছেন। তিনি আমাদের জানান যে, কীভাবে বহু বছর ধরে বিশ্বস্তভাবে সেবা করার সময় ঈশ্বর তাকে সাহায্য করেছেন, শক্তি জুগিয়েছেন এবং ধরে রেখেছেন।

শাসন​—ঈশ্বরের প্রেমের এক প্রমাণ

ঈশ্বর অতীতে যাদের শাসন করেছেন, তাদের কাছ থেকে আমরা কী শিখতে পারি? আর আমাদের যখন অন্যদের শাসন প্রদান করার প্রয়োজন হয়, তখন কীভাবে আমরা যিহোবার উদাহরণ অনুকরণ করতে পারি?

“শাসনে অবধান কর, জ্ঞানবান হও”

কোন কোন উপায়ে যিহোবা আমাদের আত্মশাসন গুণটা গড়ে তুলতে শেখান? আর কীভাবে আমরা খ্রিস্টীয় মণ্ডলীর কাছ থেকে পাওয়া যেকোনো শাসন থেকে উপকার লাভ করতে পারি?