প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) সেপ্টেম্বর ২০১৭

এই সংখ্যায় ২০১৭ সালের অক্টোবর মাসের ২৩ থেকে নভেম্বর মাসের ২৬ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

ইন্দ্রিয়দমন গড়ে তুলুন

কীভাবে বাইবেলে পাওয়া উদাহরণগুলো আমাদের এই গুণ বৃদ্ধি করার ও দেখানোর বিষয়ে সাহায্য করতে পারে? কেন খ্রিস্টানদের ইন্দ্রিয়দমন গড়ে তোলার বিষয়ে ইচ্ছুক হওয়া উচিত?

যিহোবার সমবেদনা অনুকরণ করুন

একবার যিহোবা তাঁর নিজের নাম এবং নিজের কয়েকটা গুণ সম্বন্ধে ঘোষণা করার মাধ্যমে মোশির কাছে নিজেকে প্রকাশ করেছিলেন। ঈশ্বর প্রথমে যে-গুণগুলো সম্বন্ধে উল্লেখ করেছিলেন, সেগুলোর মধ্যে একটা হল সমবেদনা। সমবেদনা বলতে কী বোঝায় আর কেন আপনার এটার বিষয়ে আগ্রহী হওয়া উচিত?

জীবনকাহিনি

আমি পরিপক্ব ভাইদের সঙ্গে কাজ করার আশীর্বাদ লাভ করেছি

ডেভিট সিনক্লেয়ার ৬১ বছর ধরে ব্রুকলিন বেথেলে বিশ্বস্ত ভাই-বোনদের সঙ্গে কাজ করার সময়ে যে-আনন্দ ও বিশেষ সুযোগ লাভ করেছেন, সেগুলোর কয়েকটার বিষয়ে স্মরণ করে বলছেন।

“আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে”

বাইবেল লেখা শেষ হওয়ার শত শত বছর পরও, এটিভাষাগত পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন ও এটির অনুবাদের বিরুদ্ধে বিরোধিতা সত্ত্বেও এখনও খুবই জনপ্রিয়।

“ঈশ্বরের বাক্য . . . কার্য্যসাধক”

অনেকে বাইবেল অধ্যয়ন করার ফলে তাদের জীবনে বড়ো বড়ো পরিবর্তন করেছে। আমরা যদি চাই যে, বাইবেল আমাদের প্রভাবিত করুক, তা হলে আমাদের কী করতে হবে?

‘সাহস করুন, কার্য্য করুন’

কেন আমাদের সাহসের প্রয়োজন আর কীভাবে আমরা এটা লাভ করতে পারি?