প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) সেপ্টেম্বর ২০১৬
এই সংখ্যায় ২০১৬ সালের অক্টোবর মাসের ২৪ থেকে নভেম্বর মাসের ২৭ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।
“তোমার হস্ত শিথিল না হউক”
কীভাবে যিহোবা তাঁর দাসদের শক্তিশালী ও উৎসাহিত করেন? কীভাবে আপনিও একই বিষয় করতে পারেন?
যিহোবার আশীর্বাদ লাভের জন্য যুদ্ধ করে চলুন
ঈশ্বরের লোকেরা তাঁর অনুমোদন লাভের চেষ্টা করার সময় অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হয়ে থাকে। তা সত্ত্বেও, তারা জয়ী হতে পারে!
পাঠকদের কাছ থেকে প্রশ্ন
ইব্রীয় ৪:১২ পদে উল্লেখিত “ঈশ্বরের বাক্য” কী, যা “জীবন্ত ও কার্য্যসাধক”?
উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে সুসমাচারের পক্ষসমর্থন করা
প্রেরিত পৌল তার সময়ে প্রচলিত আইন ব্যবস্থাকে যেভাবে কাজে লাগিয়েছিলেন, তা থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি।
আপনার পোশাক-আশাকের ধরন কি ঈশ্বরকে গৌরবান্বিত করে?
শাস্ত্রীয় নীতিগুলো আমাদের নির্দেশক হতে পারে।
যিহোবার নির্দেশনা মেনে নিয়ে এখনই উপকার লাভ করুন
পোল্যান্ড ও ফিজির সাক্ষিরা বিজ্ঞতাপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।
অল্পবয়সিরা, তোমাদের বিশ্বাস শক্তিশালী করো
তুমি কি প্রচলিত বিভিন্ন বিশ্বাস মেনে নেওয়ার জন্য চাপ অনুভব করো, যেমন সৃষ্টির বিপরীতে বিবর্তনবাদ? তুমি যদি এইরকম চাপ অনুভব করে থাকো, তা হলে এই প্রবন্ধের তথ্য তোমার জন্য উপকারী।
বাবা-মায়েরা, আপনাদের সন্তানদের বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করুন
আপনার কি কখনো প্রতিদ্বন্দ্বিতা মোকাবিলা করার ক্ষেত্রে নিজেকে অযোগ্য বলে মনে হয়? চারটে পদক্ষেপ আপনাকে সফল হওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারে।