সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“তোমার হস্ত শিথিল না হউক”

“তোমার হস্ত শিথিল না হউক”

“তোমার হস্ত শিথিল না হউক।”—সফ. ৩:১৬.

গান সংখ্যা: ৫৪, ৩২

১, ২. (ক) বর্তমানে অনেকে কোন ধরনের সমস্যা ভোগ করে থাকে আর এর ফল কী হয়? (খ) যিশাইয় ৪১:১০ ও ১৩ পদে কোন নিশ্চিত আশা প্রদান করা হয়েছে?

একজন বোন, যিনি একজন নিয়মিত অগ্রগামী ও প্রাচীনের স্ত্রী, তিনি এভাবে মন্তব্য করেছেন: “এক উত্তম আধ্যাত্মিক তালিকা বজায় রাখা সত্ত্বেও, আমি বহু বছর ধরে উদ্‌বিগ্নতার সঙ্গে লড়াই করেছি। এটা আমার ঘুম কেড়ে নিয়েছে, স্বাস্থ্যের ক্ষতি করেছে, অন্যদের সঙ্গে আমি যেভাবে আচরণ করি তাতে প্রভাব ফেলেছে আর মাঝে মাঝে আমাকে হাল ছেড়ে দেওয়ার জন্য প্ররোচিত করেছে।”

আপনি কি এই বোনের অনুভূতি বুঝতে পারছেন? দুঃখের বিষয় হল, আমরা যেহেতু শয়তানের দুষ্ট জগতে বাস করছি, তাই আমরা প্রচণ্ড চাপের মধ্যে আছি। আর একটা নোঙর যেমন একটা জাহাজকে এগিয়ে চলার ক্ষেত্রে বাধা দেয়, তেমনই উদ্‌বিগ্নতা আমাদের ভারাক্রান্ত করার বা নিরুৎসাহিতার কারণ হতে পারে। (হিতো. ১২:২৫) আপনার উদ্‌বিগ্ন হওয়ার কারণ কী? হতে পারে, আপনি প্রিয়জনের মৃত্যুর কারণে শোকাহত কিংবা আপনি কোনো গুরুতর অসুস্থতা অথবা তাড়না ভোগ করছেন। কিংবা এটাও হতে পারে, আপনি চরম অর্থনৈতিক মন্দার মধ্যে আপনার পরিবারের যত্ন নিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এভাবে সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, আবেগগত চাপের কারণে আপনার শক্তি দুর্বল হয়ে পড়তে পারে আর এমনকী আপনার আনন্দ হারিয়ে যেতে পারে। কিন্তু, আপনি নিশ্চিত থাকতে পারেন, যিহোবা আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছেন।—পড়ুন, যিশাইয় ৪১:১০, ১৩.

৩, ৪. (ক) বাইবেলে “হস্ত” শব্দটা কীভাবে ব্যবহার করা হয়েছে? (খ) কী কারণে আমাদের হস্ত শিথিল হয়ে পড়তে পারে?

বাইবেলে প্রায়ই একজন ব্যক্তির বিভিন্ন গুণ অথবা কাজ সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে দেহের অঙ্গ-প্রত্যঙ্গের উদাহরণ ব্যবহার করা হয়েছে। উদাহরণ স্বরূপ, বাইবেলে হস্ত বা হাত শব্দটা শত শত বার উল্লেখ করা হয়েছে। বাইবেল যখন বলে কোনো ব্যক্তির হস্ত সবল করা হয়েছে, তখন এর অর্থ হতে পারে, সেই ব্যক্তিকে উৎসাহিত করা হয়েছে, সেই ব্যক্তি আগের চেয়ে বেশি শক্তি লাভ করেছেন ও কাজ করার জন্য প্রস্তুত আছেন। (১ শমূ. ২৩:১৬; ইষ্রা ১:৬) এর অর্থ এটাও হতে পারে, তার ইতিবাচক মনোভাব রয়েছে এবং ভবিষ্যতের এক আশা রয়েছে।

আবার কখনো কখনো, বাইবেলে এমন ব্যক্তির বর্ণনা রয়েছে, যিনি নিজের হস্ত শিথিল করেন। এটা এমন কোনো ব্যক্তিকে নির্দেশ করতে পারে, যিনি নিরুৎসাহিত হয়ে পড়েছেন অথবা আশা হারিয়ে ফেলেছেন। (২ বংশা. ১৫:৭; ইব্রীয় ১২:১২) আপনি যখন চাপগ্রস্ত অথবা পরিশ্রান্ত থাকেন কিংবা আপনার এমনটা মনে হতে থাকে, যিহোবার সঙ্গে আপনার সম্পর্ক দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, তখন আপনি হয়তো হাল ছেড়ে দিতে চান। সেই সময়ে, আপনি কোথা থেকে উৎসাহ লাভ করতে পারেন? ধৈর্য ধরার ও আনন্দ বজায় রাখার জন্য, আপনি কীভাবে অনুপ্রেরণা এবং শক্তি লাভ করতে পারেন?

“সদাপ্রভুর হস্ত এমন খাট নয় যে, তিনি পরিত্রাণ করিতে পারেন না”

৫. (ক) সমস্যা দেখা দিলে আমরা কেমন অনুভব করতে পারি, কিন্তু আমাদের কী মনে রাখা উচিত? (খ) এখন আমরা কী আলোচনা করব?

সফনিয় ৩:১৬, ১৭ পদ পড়ুন। সমস্যা দেখা দিলে, আমাদের ভয় পাওয়া ও নিরুৎসাহিত হওয়া অর্থাৎ আমাদের হস্ত শিথিল হতে দেওয়া উচিত নয়। আমাদের প্রেমময় স্বর্গীয় পিতা যিহোবা আমাদের ভাবনা বা উদ্‌বিগ্নতার ভার তাঁর উপর অর্পণ করার আমন্ত্রণ জানান। (১ পিতর ৫:৭) যিহোবা আমাদের জন্য চিন্তা করেন, ঠিক যেমনটা তিনি ইস্রায়েল জাতির জন্যও করেছিলেন। তিনি তাদের বলেছিলেন তাঁর হস্ত “এমন খাট নয় যে, তিনি পরিত্রাণ করিতে পারেন না।” তাঁর অনুগত দাসদের রক্ষা করার জন্য তিনি সবসময় প্রস্তুত আছেন। (যিশা. ৫৯:১) এই প্রবন্ধে আমরা বাইবেলের তিনটে চমৎকার উদাহরণ আলোচনা করব। এই উদাহরণগুলো যিহোবার সেই দাসদের শক্তিশালী করার ব্যাপারে তাঁর আকাঙ্ক্ষা ও ক্ষমতা সম্বন্ধে তুলে ধরে, যারা চরম সমস্যার মধ্যেও তাঁর ইচ্ছা পালন করে। আসুন আমরা এখন দেখি, এই উদাহরণগুলো আপনাকে কীভাবে শক্তিশালী করতে পারে।

৬, ৭. অমালেকীয়দের বিরুদ্ধে ইস্রায়েলের জয়ী হওয়ার বিবরণ থেকে আমরা কী শিখতে পারি?

ইস্রায়েলীয়রা মিশরের দাসত্ব থেকে মুক্ত হওয়ার অল্পসময় পরেই, অমালেকীয়রা তাদের আক্রমণ করেছিল। মোশি একজন সাহসী পুরুষ যিহোশূয়কে ইস্রায়েলীয়দের যুদ্ধে নেতৃত্ব দিতে বলেছিলেন। তারপর, মোশি হারোণ ও হূরকে নিয়ে কাছাকাছি পর্বতে উঠেছিলেন। সেখান থেকে তারা যুদ্ধক্ষেত্র দেখতে পেয়েছিলেন। এই তিন জন ব্যক্তি কি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছিলেন? অবশ্যই না!

মোশি এমন এক পরিকল্পনা অনুসরণ করেছিলেন, যা ইস্রায়েলীয়দেরকে অমালেকীয়দের বিরুদ্ধে জয়ী হতে সাহায্য করেছিল। তিনি সত্য ঈশ্বরের যষ্টি নিজের হাতে নিয়ে তা স্বর্গের দিকে উঁচু করে ধরেছিলেন। মোশি যখন তা করেছিলেন, তখন যিহোবা অমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইস্রায়েলীয়দের শক্তি দিয়েছিলেন। কিন্তু, মোশির হাত যখন ভারী হয়ে গিয়েছিল আর তা শিথিল হয়ে পড়তে শুরু করেছিল, তখন অমালেকীয়রা জয়ী হতে শুরু করেছিল। সেই সময়ে, মোশিকে সাহায্য করার জন্য হারোণ ও হূর দ্রুত পদক্ষেপ নিয়েছিলেন। “তখন উহাঁরা একখানি প্রস্তর আনিয়া তাঁহার নীচে রাখিলেন, আর তিনি তাহার উপরে বসিলেন; এবং হারোণ ও হূর এক জন এক দিকে ও অন্য জন অন্য দিকে তাঁহার হস্ত ধরিয়া রাখিলেন, তাহাতে সূর্য্য অস্তগত না হওয়া পর্য্যন্ত তাঁহার হস্ত স্থির থাকিল।” হ্যাঁ, ঈশ্বরের বলবান হস্তের কারণে ইস্রায়েলীয়রা সেই যুদ্ধে জয়ী হয়েছিল।—যাত্রা. ১৭:৮-১৩.

৮. (ক) কূশদেশীয় সৈন্যবাহিনী যখন যিহূদা আক্রমণের হুমকি দিয়েছিল, তখন আসা কী করেছিলেন? (খ) আমরা কীভাবে আসাকে অনুকরণ করতে পারি?

এ ছাড়া, রাজা আসার সময়েও যিহোবা তাঁর লোকেদের সাহায্য করার জন্য নিজের বলবান হস্ত ব্যবহার করতে প্রস্তুত ছিলেন। বাইবেলে অনেক সৈন্যবাহিনী সম্বন্ধে উল্লেখ করা আছে, তবে এর মধ্যে সবচেয়ে বড়ো সৈন্যবাহিনী ছিল কূশদেশীয় সেরহের। তার কাছে ১০,০০,০০০ দক্ষ সৈন্য ছিল। কূশদেশীয় সৈন্যবাহিনী আসার সৈন্যবাহিনীর প্রায় দ্বিগুণ ছিল। আসা কি উদ্‌বিগ্ন হয়েছিলেন, ভয় পেয়েছিলেন অথবা নিরুৎসাহিত হয়ে পড়েছিলেন? তিনি কি নিজের হস্ত শিথিল হয়ে পড়তে দিয়েছিলেন? না! আসা অবিলম্বে যিহোবার কাছে সাহায্য চেয়েছিলেন। একজন সৈনিকের দৃষ্টিকোণ থেকে, কূশদেশীয় সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়া হয়তো অসম্ভব বলে মনে হয়েছিল। “কিন্তু ঈশ্বরের সকলই সাধ্য।” (মথি ১৯:২৬) ঈশ্বর নিজের মহাপরাক্রম ব্যবহার করেছিলেন এবং ‘আসার সম্মুখে কূশীয়দিগকে আঘাত করিয়াছিলেন।’ আসার “অন্তঃকরণ যাবজ্জীবন সদাপ্রভুর উদ্দেশে একাগ্র ছিল।”—২ বংশা. ১৪:৮-১৩; ১ রাজা. ১৫:১৪.

৯. (ক) যিরূশালেমের প্রাচীর পুনর্নির্মাণ করার ক্ষেত্রে কোন বিষয়টা নহিমিয়ের জন্য বাধা হয়ে ওঠেনি? (খ) কীভাবে যিহোবা নহিমিয়ের প্রার্থনার উত্তর দিয়েছিলেন?

নহিমিয় যখন যিরূশালেমে ফিরে এসেছিলেন, তখন তিনি কী দেখতে পেয়েছিলেন? তিনি দেখতে পেয়েছিলেন, বিজাতীয় শত্রুরা যিহুদিদের হুমকি দিচ্ছে আর তাই তারা যিরূশালেমের প্রাচীর নির্মাণ করা বন্ধ করে দিয়েছে। সেই নগর সুরক্ষিত নেই আর যিহুদিরা নিরুৎসাহিত হয়ে পড়েছে। তখন নহিমিয় কেমন অনুভব করেছিলেন? তিনিও কি নিরুৎসাহিত হয়ে পড়েছিলেন এবং নিজের হস্ত শিথিল হয়ে পড়তে দিয়েছিলেন? না! মোশি, আসা ও যিহোবার অন্যান্য বিশ্বস্ত দাসের মতো, নহিমিয়ও সবসময় যিহোবার উপর নির্ভর করেছিলেন। আর এই পরিস্থিতিতেও নহিমিয় সাহায্যের জন্য যিহোবার কাছে প্রার্থনা করেছিলেন এবং যিহোবা তার প্রার্থনার উত্তর দিয়েছিলেন। যিহুদিদের শক্তিশালী করার জন্য ঈশ্বর নিজের “মহাপরাক্রম” ও “বলবান হস্ত” ব্যবহার করেছিলেন। (পড়ুন, নহিমিয় ১:১০; ২:১৭-২০; ৬:৯.) আপনি কি বিশ্বাস করেন, বর্তমানেও যিহোবা তাঁর দাসদের শক্তিশালী করার জন্য নিজের “মহাপরাক্রম” ও “বলবান হস্ত” ব্যবহার করে থাকেন?

যিহোবা আপনার হস্ত সবল করবেন

১০, ১১. (ক) আমরা যাতে নিজেদের হস্ত শিথিল হয়ে পড়তে দিই, সেইজন্য শয়তান কীভাবে চেষ্টা করে? (খ) আমাদের শক্তিশালী করার জন্য যিহোবা কোন বিষয়গুলো ব্যবহার করে থাকেন? (গ) যিহোবার নির্দেশনা থেকে আপনি কীভাবে উপকৃত হয়েছেন?

১০ আমরা এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারি, দিয়াবল কখনোই তার হস্তকে শিথিল হয়ে পড়তে দেবে না। আমাদের খ্রিস্টীয় কার্যকলাপ বন্ধ করার চেষ্টায় সে ক্রমাগত আমাদের উপর আক্রমণ করবে। সরকার, ধর্মীয় নেতা ও ধর্মভ্রষ্ট ব্যক্তিদের মাধ্যমে সে আমাদের মিথ্যা অপবাদ ও হুমকি দিয়ে থাকে। তার লক্ষ্য কী? সে চায় যেন আমরা রাজ্যের সুসমাচার প্রচার করা বন্ধ করে দিই। কিন্তু, যিহোবা আমাদের সাহায্য করতে সমর্থ ও ইচ্ছুক আছেন আর আমাদের শক্তিশালী করার জন্য তিনি তাঁর পবিত্র আত্মা দেন। (১ বংশা. ২৯:১২) তাই আমরা যাতে শয়তান ও তার দুষ্ট জগতের বিরুদ্ধে লড়াই করতে পারি, সেইজন্য ঈশ্বরের পবিত্র আত্মা চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। (গীত. ১৮:৩৯; ১ করি. ১০:১৩) এ ছাড়া, ঈশ্বরের বাক্য থেকে প্রাপ্ত সাহায্যের জন্যও আমরা কৃতজ্ঞ। প্রতি মাসে আমাদের বিভিন্ন প্রকাশনা থেকে আমরা কত কিছু শিখতে পারি, সেই সম্বন্ধেও একটু চিন্তা করে দেখুন। যদিও সখরিয় ৮:৯ ১৩ (পড়ুন) পদের কথাগুলো যিরূশালেমের মন্দির পুনর্নির্মাণ করার সময় বলা হয়েছিল, তবে সেই কথাগুলো বর্তমানেও আমাদের সাহায্য করতে পারে।

১১ খ্রিস্টীয় সভা, সম্মেলন ও সেইসঙ্গে আমাদের বিভিন্ন স্কুল থেকে আমরা যে-সমস্ত নির্দেশনা পাই, সেগুলোর মাধ্যমেও যিহোবা আমাদের শক্তিশালী করেন। এসব নির্দেশনা সঠিক উদ্দেশ্য নিয়ে ঈশ্বরের সেবা করতে, বিভিন্ন লক্ষ্যস্থাপন করতে এবং বিভিন্ন খ্রিস্টীয় দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে। (গীত. ১১৯:৩২) আপনি কি যিহোবার নির্দেশনা থেকে শক্তি লাভ করার ব্যাপারে উৎসুক?

১২. আধ্যাত্মিকভাবে শক্তিশালী থাকার জন্য আমাদের কী করতে হবে?

১২ যিহোবা তাঁর লোকেদের সাহায্য করেছিলেন যেন তারা অমালেকীয় ও কূশীয়দের পরাজিত করতে পারে। আর তিনি নহিমিয় ও যিহুদিদের যিরূশালেমের প্রাচীর নির্মাণ সমাপ্ত করার শক্তি দিয়েছিলেন। একইভাবে, ঈশ্বর আমাদেরও শক্তি দেবেন যাতে আমরা নিজেদের উদ্‌বিগ্নতা এবং অন্যদের বিরোধিতা ও উদাসীনতা সত্ত্বেও, প্রচার কাজ করে চলতে পারি। (১ পিতর ৫:১০) যিহোবা অলৌকিকভাবে আমাদের সমস্যাগুলো দূর করে দেবেন না। এর পরিবর্তে, আমাদের অবশ্যই নিজেদের অংশটুকু করতে হবে। কীভাবে? আমাদের প্রতিদিন ঈশ্বরের বাক্য পড়তে হবে, প্রতি সপ্তাহের সভার জন্য প্রস্তুতি নিতে হবে ও সভায় যেতে হবে, নিয়মিতভাবে ব্যক্তিগত অধ্যয়ন ও পারিবারিক উপাসনা করতে হবে এবং প্রার্থনায় যিহোবার উপর নির্ভর করতে হবে। আমাদের শক্তিশালী ও উৎসাহিত করার জন্য যিহোবা যে-ব্যবস্থাগুলো করেছেন, সেগুলো থেকে কোনো কিছুই যেন আমাদের বিক্ষিপ্ত করতে না পারে। আপনার যদি মনে হয়, এগুলোর মধ্যে কোনোটার ব্যাপারে আপনার হস্ত শিথিল হয়ে পড়েছে, তা হলে ঈশ্বরের কাছে সাহায্য চান। তারপর দেখুন, কীভাবে ঈশ্বরের আত্মা আপনার “অন্তরে ইচ্ছা ও কার্য্য উভয়ের সাধনকারী” হয়। (ফিলি. ২:১৩) তাহলে, আপনি কি অন্যদের হস্ত সবল করতে পারেন?

শিথিল হয়ে পড়তে পারে এমন হস্ত সবল করুন

১৩, ১৪. (ক) কীভাবে একজন ভাই মৃত্যুতে তার স্ত্রীকে হারানোর পর শক্তি লাভ করেছিলেন? (খ) কীভাবে আমরা অন্যদের শক্তিশালী করতে পারি?

১৩ যিহোবা আমাদের বিশ্বব্যাপী এক ভ্রাতৃসমাজ দিয়েছেন। এই প্রেমময় ভাই-বোনেরা আমাদের উৎসাহিত করতে পারে। প্রেরিত পৌল বলেছিলেন: “তোমরা শিথিল হস্ত ও অবশ হাঁটু সবল কর; এবং আপন আপন চরণের জন্য সরল পথ প্রস্তুত কর।” (ইব্রীয় ১২:১২, ১৩) প্রাথমিক খ্রিস্টানদের মধ্যে অনেকে তাদের ভাই-বোনদের কাছ থেকে এই ধরনের সাহায্য লাভ করেছিল। বর্তমানেও তা দেখা যায়। একটা উদাহরণ বিবেচনা করুন। একজন ভাই মৃত্যুতে তার স্ত্রীকে হারিয়েছিলেন ও অন্যান্য কঠিন পরিস্থিতি সহ্য করেছিলেন। এসব ঘটনার পর তিনি এভাবে মন্তব্য করেছিলেন: “আমি শিখতে পেরেছি, আমাদের প্রতি কেমন পরীক্ষা ঘটবে, কখন ঘটবে অথবা কত বার ঘটবে, তা আমরা নিজেরা বাছাই করতে পারি না। প্রার্থনা ও ব্যক্তিগত অধ্যয়ন একটা লাইফ জ্যাকেটের মতো, যেটা আমার মাথাটাকে জলের উপর উঠিয়ে রাখতে সাহায্য করেছে। আর আমার আধ্যাত্মিক ভাই ও বোনদের সমর্থন আমাকে অনেক সান্ত্বনা দিয়েছে। কঠিন পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই, যিহোবার সঙ্গে এক উত্তম ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার গুরুত্ব সম্বন্ধে আমি উপলব্ধি করতে পেরেছি।”

মণ্ডলীর প্রত্যেক ব্যক্তি অন্যদের উৎসাহিত করতে পারে (১৪ অনুচ্ছেদ দেখুন)

১৪ ইস্রায়েলীয়রা অমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধ করার সময় হারোণ ও হূর মোশির হাত দুটো ধরে রাখার মাধ্যমে সেগুলো সবল করতে সাহায্য করেছিলেন। বর্তমানে, আমরাও অন্যদের সাহায্য ও সমর্থন করার বিভিন্ন উপায় খুঁজতে পারি। আমাদের কোনো কোনো ভাই-বোন বার্ধক্য, স্বাস্থ্যগত সমস্যা, পরিবারের কাছ থেকে তাড়না, একাকীত্ব অথবা প্রিয়জনের মৃত্যুর কারণে কষ্টভোগ করে থাকে। এ ছাড়া, আমরা অল্পবয়সিদেরও শক্তিশালী করতে পারি, যারা প্রায়ই মন্দ কাজ করার জন্য অথবা এই জগতে সফলতা খোঁজার জন্য চাপের মুখোমুখি হয়। (১ থিষল. ৩:১-৩; ৫:১১, ১৪) কিংডম হলে, ক্ষেত্রের পরিচর্যায়, একসঙ্গে খাবার খাওয়ার সময় অথবা টেলিফোনে কথা বলার সময়, অন্যদের প্রতি অকৃত্রিম আগ্রহ দেখানোর বিভিন্ন উপায় খুঁজে বের করুন।

১৫. আমাদের ইতিবাচক কথাবার্তা আমাদের ভাই-বোনদের উপর কেমন প্রভাব ফেলতে পারে?

১৫ রাজা আসা কূশীয়দের বিরাট সৈন্যবাহিনীর বিরুদ্ধে এক অসাধারণ জয় লাভ করার পর, ভাববাদী অসরিয় তাকে ও তার লোকেদের উৎসাহিত করে বলেছিলেন: “কিন্তু তোমরা বলবান হও, তোমাদের হস্ত শিথিল না হউক, কেননা তোমাদের কার্য্য পুরস্কৃত হইবে।” (২ বংশা. ১৫:৭) এটা আসাকে সত্য উপাসনা পুনর্স্থাপন করার জন্য বিভিন্ন পরিবর্তন করতে অনুপ্রাণিত করেছিল। একইভাবে, আপনার ইতিবাচক কথাবার্তা অন্যদের উৎসাহিত করতে পারে ও যিহোবার সেবা করে চলার জন্য তাদের সাহায্য করতে পারে। (হিতো. ১৫:২৩) আর আপনি যখন সভাতে উৎসাহজনক মন্তব্য করেন, তখন আপনার ভাই-বোনেরা কতটা শক্তিশালী হয়, তা কখনো ভুলে যাবেন না।

১৬. (ক) কীভাবে প্রাচীনরা নহিমিয়কে অনুকরণ করতে পারেন? (খ) কীভাবে ভাই-বোনেরা আপনাকে ব্যক্তিগতভাবে সাহায্য করেছে, তা বলুন।

১৬ যিহোবার সাহায্যে, নহিমিয় ও যিহুদিরা নিজেদের হস্ত সবল করেছিল। তারা মাত্র ৫২ দিনে যিরূশালেমের প্রাচীর নির্মাণ সমাপ্ত করেছিল! (নহি. ২:১৮; ৬:১৫, ১৬) অন্যেরা কাজ করার সময় নহিমিয় কেবল তাকিয়ে তাকিয়ে তা দেখেননি, বরং তিনি নিজেও যিরূশালেমের প্রাচীর পুনর্নির্মাণে সাহায্য করেছিলেন। (নহি. ৫:১৬) একইভাবে, অনেক প্রাচীন নির্মাণ প্রকল্পে অথবা কিংডম হল পরিষ্কার ও রক্ষণাবেক্ষণে সাহায্য করার সময় নহিমিয়কে অনুকরণ করে থাকেন। এ ছাড়া, এই প্রেমময় ব্যক্তিরা, “চপলচিত্তদিগকে” বা উদ্‌বিগ্নতার মধ্যে রয়েছে এমন ভাই-বোনদের সঙ্গে সাক্ষাৎ করার মাধ্যমে এবং পরিচর্যায় তাদের সঙ্গে কাজ করার মাধ্যমে তাদের শক্তিশালী করে থাকেন।—পড়ুন, যিশাইয় ৩৫:৩, ৪.

‘আপনার হস্ত শিথিল না হউক’

১৭, ১৮. আমরা যখন সমস্যায় পড়ি অথবা উদ্‌বিগ্ন হই, তখন আমরা কোন বিষয়ে নিশ্চিত থাকতে পারি?

১৭ আমরা যখন আমাদের ভাই-বোনদের সঙ্গে একত্রে কাজ করি, তখন আমাদের একতা আরও দৃঢ় হয়। এ ছাড়া, আমরা স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে পারি এবং সেইসমস্ত আশীর্বাদের প্রতি আমাদের আস্থা দৃঢ় করতে পারি, যে-আশীর্বাদগুলো ঈশ্বরের রাজ্যের মাধ্যমে আমরা শীঘ্রই লাভ করব। আমরা যখন অন্যদের হস্ত সবল করি, তখন আমরা তাদেরকে কঠিন পরিস্থিতি সহ্য করতে এবং ভবিষ্যৎ সম্বন্ধে এক ইতিবাচক মনোভাব বজায় রাখতে সাহায্য করি। তা ছাড়া, অন্যদের সাহায্য করার সময় আমাদের নিজেদের হস্তও সবল হয় আর আমরা ভবিষ্যতের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত রাখতে পারি।

১৮ যিহোবা অতীতে তাঁর বিশ্বস্ত দাসদের যেভাবে সাহায্য ও সুরক্ষা করেছিলেন তা নিয়ে আমরা যখন চিন্তা করি, তখন তাঁর প্রতি আমাদের বিশ্বাস ও আস্থা দৃঢ় হয়। তাই, আপনি যখন সমস্যায় পড়েন ও উদ্‌বিগ্ন হন, তখন ‘আপনার হস্ত শিথিল না হউক’! আপনি এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন, আপনি যদি সাহায্যের জন্য যিহোবার কাছে প্রার্থনা করেন, তা হলে তাঁর বলবান হস্ত আপনাকে সবল করবে এবং নিকট ভবিষ্যতে রাজ্যের আশীর্বাদ লাভ করার দিকে পরিচালিত করবে।—গীত. ৭৩:২৩, ২৪.