প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) সেপ্টেম্বর ২০১৮

এই সংখ্যায় ২০১৮ সালের অক্টোবর মাসের ২৯ থেকে ডিসেম্বর মাসের ২ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

“এ সকল যখন তোমরা জান, ধন্য তোমরা, যদি এ সকল পালন কর”

কোন কোন উপায়ে আমরা আমাদের নম্রতা বজায় রাখতে পারি এবং কেন এটা করা গুরুত্বপূর্ণ?

বয়স্ক খ্রিস্টানরা​—⁠যিহোবা আপনাদের আনুগত্যকে মূল্যবান বলে মনে করেন

কীভাবে বর্তমানে বয়স্ক খ্রিস্টান পুরুষেরা বিনয়ী মনোভাব দেখাচ্ছেন?

প্রেম দেখিয়ে চলুন​—⁠এটা অন্যদের গেঁথে তোলে

দেখুন যে, কীভাবে আমরা এই শেষ কালের কঠিন সময়ে একে অন্যকে শক্তিশালী করতে পারি।

সুখী তারাই, যারা সুখী ঈশ্বরের সেবা করে

কীভাবে আমরা প্রতিদ্বন্দ্বিতা ও কঠিন পরিস্থিতি সত্ত্বেও সুখী হতে পারি?

আপনি কি জানেন, প্রাচীন কালে কীভাবে লোকেরা সময় নির্ধারণ করত?

কীভাবে বাইবেলের সময়ে লোকেরা সময় নির্ধারণ করত?

যিহোবা সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও বিবেচনা দেখান

কীভাবে যিহোবা অন্যদের প্রতি বিবেচনা দেখানোর ক্ষেত্রে এক চমৎকার উদাহরণ স্থাপন করেন?

যিহোবাকে অনুকরণ করে বিবেচনা ও দয়া দেখান

পরিবারে, মণ্ডলীতে ও ক্ষেত্রের পরিচর্যায় অন্যদের প্রতি বিবেচনা দেখানোর ব্যাবহারিক উপায়গুলো শিখুন।