ঈশ্বর কি আপনার প্রার্থনা শোনেন?
প্রার্থনা করার সময় আপনার কি মনে হয়, ঈশ্বর সত্যিই আপনার প্রার্থনা শোনেন?
বাইবেল কী বলে?
ঈশ্বর প্রার্থনা শোনেন। বাইবেল আমাদের আশ্বাস দেয়, “সদাপ্রভু সেই সকলেরই নিকটবর্ত্তী, যাহারা তাঁহাকে ডাকে, যাহারা সত্যে তাঁহাকে ডাকে। . . . আর তাহাদের আর্ত্তনাদ শুনিয়া” থাকেন।—গীতসংহিতা ১৪৫:১৮, ১৯.
ঈশ্বর চান যেন আপনি তাঁর কাছে প্রার্থনা করেন। বাইবেল আমাদের আমন্ত্রণ জানায়: “সমস্ত বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা আর সেইসঙ্গে ধন্যবাদ সহকারে তোমাদের অনুরোধ ঈশ্বরকে জানাও।”—ফিলিপীয় ৪:৬.
ঈশ্বর প্রকৃতই আপনার জন্য চিন্তা করেন। ঈশ্বর আমাদের সমস্ত সমস্যা ও উদ্বিগ্নতার বিষয় অবগত আছেন আর তিনি আমাদের সাহায্য করতে চান। বাইবেল বলে, “তোমাদের সমস্ত উদ্বিগ্নতার বোঝা তাঁর উপর ফেলে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন।”—১ পিতর ৫:৭.