সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

কেন ঈশ্বর সমস্ত প্রার্থনার উত্তর দেন না?

কেন ঈশ্বর সমস্ত প্রার্থনার উত্তর দেন না?

আমাদের স্বর্গীয় পিতা, যিহোবা ঈশ্বর আমাদের আন্তরিক প্রার্থনা শুনতে ইচ্ছুক এবং তিনি খুশি হয়ে তা শোনেন। কিন্তু, কিছু বিষয় রয়েছে, যা তাঁকে আমাদের প্রার্থনার উত্তর দেওয়া থেকে বিরত করে। এই বিষয়গুলো কী এবং প্রার্থনা করার সময় আমাদের কী মনে রাখতে হবে? আসুন, আমরা বাইবেলের কিছু নির্দেশনা বিবেচনা করে দেখি।

“প্রার্থনা করার সময় . . . একই কথা বার বার বোলো না।”—মথি ৬:৭.

যিহোবা চান না আমরা মুখস্থ প্রার্থনা বার বার বলি কিংবা কোনো প্রার্থনার বই থেকে দেখে দেখে পড়ি। এর পরিবর্তে, তিনি চান যেন আমরা হৃদয় থেকে কথা বলি। কল্পনা করুন, আপনার বন্ধু যদি সারা দিন ধরে আপনার সঙ্গে একই কথা বলে, তখন আপনার কেমন লাগবে! ভালো বন্ধুরা সবসময় মন খুলে আন্তরিকতার সঙ্গে কথা বলে। আমরা যখন আমাদের স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করার সময় মনের কথা খুলে বলি, তখন এটা দেখায় যে, আমরা তাঁকে একজন বন্ধু হিসেবে দেখি।

“আর যখন তোমরা চাও, তখন তিনি দেন না, কারণ তোমরা মন্দ উদ্দেশ্য নিয়ে তা চাও।”—যাকোব ৪:৩.

আমরা যদি জেনে শুনে এমন বিষয়গুলোর জন্য প্রার্থনা করি, যেটা ঈশ্বরের দৃষ্টিতে ভুল, তা হলে আশা করতে পারি না, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন। উদাহরণ স্বরূপ, কেউ যদি জুয়া খেলার সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করে, যাতে ভাগ্যবান হয়ে টাকা জিততে পারে, তা হলে যিহোবা কি তার প্রার্থনার উত্তর দেবেন? না! কারণ তিনি স্পষ্টভাবে বলেছেন, আমরা যেন লোভী না হই এবং অবাস্তব বিষয়গুলো বিশ্বাস না করি, যেমন সৌভাগ্য। (যিশাইয় ৬৫:১১; লূক ১২:১৫) ঈশ্বরের কাছ থেকে এইরকম প্রার্থনার উত্তর আশা করা কতই-না অযৌক্তিক! আমরা যদি চাই ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দিক, তা হলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে, আমাদের অনুরোধ যেন তাঁর ইচ্ছা অনুযায়ী হয়। পবিত্র শাস্ত্র বাইবেলে তাঁর ইচ্ছা সম্বন্ধে বলা রয়েছে।

“যে ব্যবস্থা শ্রবণ হইতে আপন কর্ণ ফিরাইয়া লয়, তাহার প্রার্থনাও ঘৃণাস্পদ।”—হিতোপদেশ ২৮:৯.

বাইবেলের সময়ে ঈশ্বর এমন লোকেদের প্রার্থনার উত্তর দেননি, যারা তাঁর ধার্মিক আইনকে প্রত্যাখ্যান করেছিল। (যিশাইয় ১:১৫, ১৬) তিনি পরিবর্তিত হননি। (মালাখি ৩:৬) আমরা যদি চাই ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দিক, তা হলে অবশ্যই তাঁর আইনের সঙ্গে মিল রেখে আমাদের যা করা প্রয়োজন, তা করতে হবে। কিন্তু, কী হবে যদি আমরা অতীতে কোনো ভুল করে থাকি? এর অর্থ কি এই যে, যিহোবা কখনোই আমাদের প্রার্থনা শুনবেন না? না! আমরা যদি আমাদের ভুল কাজের জন্য অনুতপ্ত হই এবং ঈশ্বরকে খুশি করার জন্য আমাদের সর্বোত্তমটা করি, তা হলে তিনি আমাদের প্রেমের সঙ্গে ক্ষমা করবেন।—প্রেরিত ৩:১৯.