ঘৃণার উপর জয়লাভ!
আপনি কি কখনো ঘৃণার শিকার হয়েছেন?
আপনি নিজে ঘৃণার শিকার না হলেও হয়তো অন্যদের সঙ্গে এমনটা ঘটতে দেখেছেন। আমরা খবরেও শুনি বা দেখি যে, লোকেরা সমকামী ব্যক্তিদের এবং অন্য বর্ণ ও জাতির লোকদের ঘৃণা করে। এর কারণে তারা বিভিন্ন অপরাধ করে থাকে আর তা নিয়ন্ত্রণ করার জন্য অনেক দেশের সরকার বিভিন্ন আইন তৈরি করেছে।
ঘৃণা থেকেই ঘৃণা জন্মায়। একজন ব্যক্তি যখন ঘৃণার শিকার হন, তখন তিনি অন্যদের প্রতি ঘৃণা প্রকাশ করার জন্য প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন আর এমনকী ক্ষতি করার চেষ্টা করেন। এভাবে, ঘৃণার চক্র চলতে থাকে।
হতে পারে, আপনিও ভেদাভেদ, ঠাট্টাতামাশা, অপমান ও হুমকির মুখোমুখি হয়েছেন। কিন্তু, লোকেরা ঘৃণার কারণে এর চেয়েও আরও বেশি কিছু করতে পারে। যেমন, জিনিসপত্র ভাঙচুর করা, অন্যদের উত্ত্যক্ত করা, ধর্ষণ, খুন ও এমনকী গণহত্যা। এই সমস্ত কিছুর মাধ্যমে তারা নিষ্ঠুরভাবে নিজেদের রাগ ও আক্রোশ প্রকাশ করে।
এই পত্রিকায় আমরা নীচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর পাব আর দেখব, কীভাবে ঘৃণার উপর জয় লাভ করা যায়:
কেন লোকদের মধ্যে এত বেশি ঘৃণা রয়েছে?
কীভাবে ঘৃণার এই চক্র থেকে বের হয়ে আসা যায়?
ঘৃণা কি কখনো পুরোপুরিভাবে শেষ হবে?