সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যেভাবে ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসা যায়

১ | পক্ষপাতিত্ব করবেন না

১ | পক্ষপাতিত্ব করবেন না

বাইবেলের শিক্ষা:

“ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না, কিন্তু প্রত্যেক জাতির মধ্য থেকে যে-কেউ তাঁকে ভয় করে এবং সঠিক কাজ করে, তাকে ঈশ্বর গ্রহণ করেন।”প্রেরিত ১০:৩৪, ৩৫.

এর অর্থ:

যিহোবা * ঈশ্বর আমাদের জাতি, বর্ণ কিংবা সংস্কৃতি দেখেন না বরং তিনি আমাদের চিন্তাভাবনা এবং হৃদয়ে কী রয়েছে, সেটার উপর মনোযোগ দেন। আর বাইবেলও জানায়, “মানুষ শুধু বাইরের চেহারা দেখে, কিন্তু যিহোবা হৃদয় দেখেন।”—১ শমূয়েল ১৬:৭, NW.

আপনি যা করতে পারেন:

এটা ঠিক, অন্যের মনে কী আছে, তা আমরা জানতে পারি না। তবে, আমরা তাদের বোঝার চেষ্টা করতে পারি এবং ঈশ্বর যেভাবে তাদের দেখেন, ঠিক সেভাবেই ভেদাভেদের মনোভাব ছাড়া তাদের দেখার চেষ্টা করতে পারি। এজন্য লোকদের একটা দল হিসেবে নয় বরং ব্যক্তি হিসেবে দেখার চেষ্টা করুন। যদি আপনি বুঝতে পারেন যে, অন্য জাতির লোকদের প্রতি আপনার মনে খারাপ ভাবনা রয়েছে, তা হলে ঈশ্বরের কাছে প্রার্থনা করে সাহায্য চান, যাতে আপনি সেই অনুভূতিকে শিকড়-সহ উপড়ে ফেলতে পারেন। (গীতসংহিতা ১৩৯:২৩, ২৪) ভেদাভেদের মনোভাব কাটিয়ে ওঠার জন্য আপনি যদি যিহোবার কাছে হৃদয় থেকে বিনতি করেন, তা হলে তিনি অবশ্যই আপনার প্রার্থনার উত্তর দেবেন।—১ পিতর ৩:১২.

^ অনু. 6 যিহোবা হল ঈশ্বরের ব্যক্তিগত নাম।—যাত্রাপুস্তক ৬:৩.

‘আমি কখনো কোনো শ্বেতাঙ্গ ব্যক্তির সঙ্গে শান্তিতে এক জায়গায় বসিনি . . . কিন্তু এখন, আমি এমন এক পরিবারের অংশ, যা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে আর তারা সত্যি সত্যি একে অন্যের সঙ্গে মিলেমিশে থাকে।’—টাইটাস