সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বর আপনার জন্য চিন্তা করেন

ঈশ্বর আপনার জন্য চিন্তা করেন

বাইবেলে উত্তম পরামর্শ রয়েছে, কারণ এটি যিহোবার কাছ থেকে এসেছে। যদিও বাইবেল কোনো চিকিৎসা সংক্রান্ত বই নয়, তবে এটি আমাদের অস্বস্তিকর পরিস্থিতি, দুশ্চিন্তা, বেদনাদায়ক অনুভূতি এবং শারীরিক ও মানসিক দিক দিয়ে কষ্ট দেয়, এমন সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য ব্যাবহারিক উপায়ে আমাদের সাহায্য করতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বাইবেল আমাদের আশ্বাস দেয় যে, আমাদের সৃষ্টিকর্তা যিহোবা ঈশ্বর a আমাদের চিন্তাভাবনা ও অনুভূতি অন্য যে-কারো চেয়ে আরও ভালো বোঝেন। আমরা যেকোনো সমস্যার মুখোমুখি হই না কেন, তিনি আমাদের সাহায্য করার জন্য প্রস্তুত। উদাহরণস্বরূপ, বাইবেলের দুটো সান্ত্বনাদায়ক শাস্ত্রপদ বিবেচনা করুন।

“সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্ত্তী, তিনি চূর্ণমনাদের পরিত্রাণ করেন।”—গীতসংহিতা ৩৪:১৮.

“আমি সদাপ্রভু তোমার ঈশ্বর তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব; তোমাকে বলিব, ভয় করিও না, আমি তোমার সাহায্য করিব।”—যিশাইয় ৪১:১৩.

কিন্তু, কীভাবে যিহোবা আমাদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করেন? পরবর্তী প্রবন্ধগুলোতে আপনি দেখবেন যে, সত্যিই তিনি অনেক সাহায্যকারী উপায়ে আমাদের যত্ন নেন।

a যিহোবা হল ঈশ্বরের ব্যক্তিগত নাম।—যাত্রাপুস্তক ৬:৩.