সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

উত্তম মানসিক স্বাস্থ্য সম্বন্ধে ঈশ্বরের প্রতিজ্ঞা

উত্তম মানসিক স্বাস্থ্য সম্বন্ধে ঈশ্বরের প্রতিজ্ঞা

বাইবেলের মাধ্যমে ঈশ্বর মানসিক অসুস্থতার সঙ্গে মোকাবিলা করার জন্য নির্দেশনা ও সান্ত্বনা প্রদান করেন।

কিন্তু ঈশ্বর শুধুমাত্র তা করার চেয়ে আরও বেশি কিছু করেছেন। তিনি প্রতিজ্ঞা করেছেন, মানসিক রোগের কারণগুলো তিনি চিরকালের জন্য দূর করে দেবেন।

ঈশ্বর যখন সেই প্রতিজ্ঞা পরিপূর্ণ করবেন, তখন কষ্টকর অনুভূতি, মানসিক কষ্ট ও বেদনাদায়ক স্মৃতি “স্মরণে থাকিবে না, আর মনে পড়িবে না।”—যিশাইয় ৬৫:১৭.

ঈশ্বর কখন ও কীভাবে এই অপূর্ব প্রতিজ্ঞা পরিপূর্ণ করবেন, তা খুঁজে পেতে যিহোবার সাক্ষিরা আপনাকে সাহায্য করতে পেরে আনন্দিত হবে।