প্রহরীদুর্গ নং  ৩ ২০১৬ | প্রিয়জনের মৃত্যু

মৃত্যুর হাত থেকে আমরা কেউই রেহাই পাই না। আমাদের পরিবারের কোনো সদস্য অথবা কোনো প্রিয় বন্ধু মারা গেলে আমরা কী করতে পারি?

প্রচ্ছদবিষয়

প্রিয়জনের মৃত্যু

কীভাবে একজন ব্যক্তি শোক কাটিয়ে উঠতে পারেন? আর আমাদের মৃত প্রিয়জনদের কি কোনো আশা রয়েছে?

প্রচ্ছদবিষয়

শোক করা কি ভুল?

কেউ যদি বলে মৃত্যুতে কোনো প্রিয়জনকে হারিয়ে আমরা অতিরিক্ত শোক প্রকাশ করছি, তা হলে?

প্রচ্ছদবিষয়

শোকের সঙ্গে মোকাবিলা করা

বাইবেল ব্যাবহারিক সাহায্য প্রদান করে, যা কার্যকারী বলে প্রমাণিত হয়েছে।

প্রচ্ছদবিষয়

শোকার্ত ব্যক্তিদের সান্ত্বনা দিন

এমনকী ঘনিষ্ঠ বন্ধুরাও শোকার্ত ব্যক্তির প্রয়োজনীয়তা বুঝতে পারে না।

প্রচ্ছদবিষয়

মৃত ব্যক্তিরা আবার জীবিত হবে!

বাইবেলে দেওয়া এই আশা কি বাস্তবসম্মত?

আপনি কি জানতেন?

কুষ্ঠরোগীদের সঙ্গে যিশুর আচরণ কীভাবে অন্যদের থেকে ভিন্ন ছিল? কোন কোন কারণে যিহুদি ধর্মীয় নেতারা বিবাহবিচ্ছেদের অনুমতি দিতেন?

বাইবেল জীবনকে পরিবর্তন করে

আমি মহিলাদের আর সেইসঙ্গে নিজেকে সম্মান করতে শিখেছি

জোসেফ ইরেনবোগেন বাইবেল থেকে এমন কিছু পড়েন, যেটা তার জীবনকে পুরোপুরি পালটে দিয়েছে।

দৌরাত্ম্যমুক্ত এক জগৎ কি সম্ভব?

অনেক ব্যক্তিকে সাহায্য করা হচ্ছে, যাতে তারা তাদের দৌরাত্ম্যপূর্ণ কাজগুলোকে ত্যাগ করে। তাদেরকে যে-বিষয়টা সাহায্য করেছে, তা অন্যদেরকেও সাহায্য করতে পারে।

আপনি যা বিশ্বাস করেন, তা কি বাইবেল থেকে যাচাই করে দেখতে চান?

হাজার হাজার খ্রিস্টান সম্প্রদায় রয়েছে, যাদের মতবাদ ও দৃষ্টিভঙ্গি আলাদা। তা হলে, কীভাবে আপনি বুঝবেন, কোন সম্প্রদায় সত্য শিক্ষা দিচ্ছে?

বাইবেল কী বলে?

ঈশ্বরের নাম উচ্চারণ করা কি অন্যায়?