সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

একজন ব্যবসায়ী যেমন তার হয়ে লেখার জন্য সচিবকে ব্যবহার করে থাকেন, তেমনই সৃষ্টিকর্তা তাঁর পবিত্র বাক্য লেখার জন্য কিছু বিশ্বস্ত মানুষকে ব্যবহার করেছেন।

সৃষ্টিকর্তা যেভাবে তাঁর প্রেমময় প্রতিজ্ঞাগুলো প্রকাশ করেছেন

সৃষ্টিকর্তা যেভাবে তাঁর প্রেমময় প্রতিজ্ঞাগুলো প্রকাশ করেছেন

আমাদের সৃষ্টিকর্তা মানবজাতির সৃষ্টির সময় থেকে স্বর্গদূতদের এবং ভাববাদীদের মাধ্যমে মানুষের সঙ্গে ভাববিনিময় করেছেন। এ ছাড়া, তিনি তাঁর বার্তা এবং প্রতিজ্ঞাগুলো লেখানোর সিদ্ধান্ত নিয়েছেন। সৃষ্টিকর্তা প্রতিজ্ঞা করেছেন, আমরা ভবিষ্যতে সুখী হতে পারি। আজ আপনি কোথায় সৃষ্টিকর্তার প্রতিজ্ঞাগুলো খুঁজে পেতে পারেন?

আমাদের প্রতি সৃষ্টিকর্তার বার্তা পবিত্র বাক্য-এ রয়েছে। (২ তীমথিয় ৩:১৬) কীভাবে সৃষ্টিকর্তা তাঁর বার্তা লেখার জন্য ভাববাদীদের ব্যবহার করেছেন? সৃষ্টিকর্তা তাঁর চিন্তাভাবনা লেখকদের মনে দিয়েছিলেন এবং তারা সেগুলো লিখে রেখেছিলেন। (২ পিতর ১:২১) একইরকম পদ্ধতি আজও অনুসরণ করা হয়। একজন ব্যবসায়ী তার হয়ে কোনো বার্তা লেখার জন্য একজন সচিবকে ব্যবহার করলেও আমরা এটা স্বীকার করে নিই যে, এই বার্তার রচয়িতা হলেন সেই ব্যবসায়ী। একইভাবে, সৃষ্টিকর্তা তাঁর বার্তা লেখার জন্য মানুষদের ব্যবহার করলেও তিনিই হলেন পবিত্র বাক্য-এর প্রকৃত রচয়িতা।

সৃষ্টিকর্তার বার্তা অনেক ভাষায় পাওয়া যায়

সৃষ্টিকর্তার বার্তা এতটাই গুরুত্বপূর্ণ যে, তিনি চান যেন সমস্ত লোক এটা পড়ে এবং বুঝতে পারে। বর্তমানে তাঁর “অনন্তকালীন সুসমাচার” সহজেই ‘প্রত্যেক জাতি ও বংশ ও ভাষার’ লোকেদের জন্য পাওয়া যাচ্ছে। (প্রকাশিত বাক্য ১৪:৬) সৃষ্টিকর্তার আশীর্বাদে এই পবিত্র বাক্য সম্পূর্ণ অথবা আংশিকভাবে ৩,০০০-এরও বেশি ভাষায় পাওয়া যাচ্ছে। পৃথিবীর আর কোনো বই এত ভাষায় পাওয়া যায় না।