প্রহরীদুর্গ নং ৪ ২০১৬ | আপনি কোথায় সান্ত্বনা খুঁজে পেতে পারেন?
আমাদের প্রত্যেকের ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা প্রয়োজন, বিশেষ করে যখন আমরা সমস্যার মুখোমুখি হই। এই ধারাবাহিক প্রবন্ধগুলোতে আলোচনা করা হয়েছে কীভাবে ঈশ্বর সেই সময়ে আমাদের সান্ত্বনা প্রদান করেন, যখন আমরা বিভিন্ন সমস্যা ও প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হই।
প্রচ্ছদবিষয়
আমাদের প্রত্যেকের সান্ত্বনা প্রয়োজন
শোকার্ত হলে অথবা স্বাস্থ্য, বিয়ে কিংবা চাকরি নিয়ে গুরুতর সমস্যার মুখোমুখি হলে, আপনি কার উপর নির্ভর করতে পারেন?
তাদের বিশ্বাস অনুকরণ করুন
“এই যুদ্ধ সদাপ্রভুর”
কী কারণে দায়ূদ গলিয়াৎকে পরাজিত করতে পেরেছিলেন? দায়ূদের বিবরণ থেকে আমরা কী শিখতে পারি?
দায়ূদ বনাম গলিয়াৎ—এই লড়াই কি সত্যিই হয়েছিল?
কিছু সমালোচক এই বিবরণের সত্যতা নিয়ে সন্দেহ করে। তাদের এই সন্দেহ কি যুক্তিযুক্ত?
বাইবেল জীবনকে পরিবর্তন করে
অনেক বার ব্যর্থ হওয়ার পর অবশেষে আমি সফল হই
কীভাবে একজন ব্যক্তি পর্নোগ্রাফির প্রতি আসক্তি কাটিয়ে উঠেছিলেন এবং মনের শান্তির লাভ করতে পেরেছিলেন?
বাইবেল কী বলে?
ঈশ্বরের রাজ্য সম্বন্ধে লোকেদের বিভিন্ন ধারণা রয়েছে। কিন্তু, শাস্ত্র এই বিষয়ে কী শিক্ষা দেয়? উত্তরটা জেনে আপনি হয়তো অবাক হয়ে যাবেন।