কী আমাদের এক উত্তম ভবিষ্যৎ লাভ করতে সাহায্য করে?
আগের প্রবন্ধগুলোতে আমরা যেমন দেখেছি, অনেকে মনে করে ভাগ্য, উচ্চশিক্ষা, ধনসম্পদ এবং একজন ভালো ব্যক্তি হলেই উত্তম ভবিষ্যৎ লাভ করা যায়। কিন্তু, আপনি যদি এই বিষয়গুলোর দ্বারা এক উত্তম ভবিষ্যৎ লাভ করার চেষ্টা করেন, তা হলে বিষয়টা এমন যেন আপনি একটা ভুল মানচিত্র দিয়ে এক নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করছেন। এর অর্থ কি এই, ভবিষ্যতের জন্য আমরা কোনো নির্ভরযোগ্য নির্দেশনা লাভ করতে পারব না? না, তা নয়!
যেখান থেকে আমরা সবচেয়ে উত্তম নির্দেশনা লাভ করতে পারি
কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা সাধারণত এমন কারো কাছ থেকে সাহায্য নিতে চাই, যিনি আমাদের চেয়ে বয়সে বড়ো ও অভিজ্ঞ। একইভাবে, আমাদের ভবিষ্যতের জন্য আমরা এমন কারো কাছ থেকে নির্ভরযোগ্য নির্দেশনা লাভ করতে পারি, যিনি আমাদের চেয়ে আরও অনেক বয়স্ক ও জ্ঞানী। আমরা তাঁর নির্দেশনা এমন একটি বই থেকে লাভ করতে পারি, যেটি প্রায় ৩,৫০০ বছর আগে লেখা হয়েছিল। এটি হল বাইবেল।
কেন আমরা বাইবেলের উপর নির্ভর করতে পারি? কারণ এটি নিখিলবিশ্বের সবচেয়ে বয়স্ক ও জ্ঞানী ব্যক্তির কাছ থেকে এসেছে। বাইবেলে বলা হয়েছে, তিনি “অনেক দিনের বৃদ্ধ” এবং তিনি “অনাদিকাল হইতে অনন্তকাল” পর্যন্ত রয়েছেন। (দানিয়েল ৭:৯; গীতসংহিতা ৯০:২) তিনি ‘আকাশমণ্ডলের সৃষ্টিকর্ত্তা সদাপ্রভু, স্বয়ং ঈশ্বর, যিনি পৃথিবীকে সংগঠন করিয়াছেন।’ (যিশাইয় ৪৫:১৮) তিনি বলেছেন, তাঁর নাম হল যিহোবা।—যাত্রাপুস্তক ৩:১৫.
সৃষ্টিকর্তা সমস্ত মানুষের জন্য এই বাইবেল দিয়েছেন, তা তাদের সংস্কৃতি বা জাতি যা-ই হোক না কেন। বাইবেলে যে-পরামর্শ রয়েছে, তা সবসময়ের জন্য কার্যকরী এবং সমস্ত জায়গার লোকদের জন্য উপকারজনক। বাইবেল সবচেয়ে বেশি ভাষায় পাওয়া যায় এবং এটি সবচেয়ে বেশি লোকের কাছে রয়েছে। এর অর্থ হল, সমস্ত জায়গার লোক বাইবেল পড়তে পারে এবং এটি থেকে নির্দেশনা লাভ করতে পারে। এই বিষয়গুলো বাইবেলের এই কথাগুলোর সঙ্গে মিলে যায়:
“ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না, কিন্তু প্রত্যেক জাতির মধ্য থেকে যে-কেউ তাঁকে ভয় করে এবং সঠিক কাজ করে, তাকে ঈশ্বর গ্রহণ করেন।”—প্রেরিত ১০:৩৪, ৩৫.
একজন প্রেমময় বাবা অথবা মা যেমন একজন সন্তানকে নির্দেশনা দিয়ে থাকেন, তেমনই একজন প্রেমময় পিতা হিসেবে যিহোবা ঈশ্বর বাইবেলের মাধ্যমে আমাদের নির্দেশনা দেন। (২ তীমথিয় ৩:১৬) আপনি বাইবেলের উপর বিশ্বাস করতে পারেন কারণ ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন এবং তিনি জানেন, আমাদের জন্য কোনটা সবচেয়ে ভালো।
এইরকম এক ভবিষ্যৎ লাভ করার জন্য আপনাকে কী করতে হবে? পরের প্রবন্ধটা লক্ষ্য করুন।